Fibonacci Trading | ফিবনাচি ট্রেডিং

0
319
Fibonacci Trading
সর্বশেষ আপডেট: October 14, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

Fibonacci Trading – ট্রেড করার সময় আমাদের সবারই fibonacci রেশিও ব্যবহার করতে হবে তাই আমরা আগে-ভাগেই এই ফিবনাচি ট্রেডিং শিখে নিতে চাই। Fibonacci বিষয়টির বিস্তার অনেক বেশী এবং এটি বিভিন্ন অংশ নিয়ে গঠিত। তবে  আমরা শুধুমাত্র এর সবচেয়ে বেশী পরিচিত দুইটি নাম Retracement এবং Extension নিয়ে আলোচনা করবো।

প্রথমে চলুন এর ইতিহাস সম্পর্কে একটু ভালো করে জেনে নেই!

Leonardo Fibonacci ছিলেন পশ্চিমের একজন অন্যতম সেরা গণিতবিদ/Mathematician । তিনি ১১শ শতাব্দীতে ইতালীর পিসা (Pisa, Italy) শহরে জন্মগ্রহন করেছিলেন । ১৩০০ শতাব্দীর এই বিখ্যাত গণিতবিদ আবিস্কার করেন এবং এই তত্ত্ব প্রদান করেন যে, পৃথিবীতে যা কিছুই রয়েছে সব কিছুই একটি রেশিওতে সৃষ্টি করা হয়েছে। তিনি গণনার ক্ষেত্রে একটি পদ্ধতি প্রদান করেন, যেটি Fibonacci Sequence নামে পরিচিত এবং গণনার ক্ষেত্রে সর্বস্তরে স্বীকৃতি পায়, এবং বহুল প্রচলিত হয়।

তার সৃষ্টি করার রেশিও গুলোর নাম্বার সিরিজ ছিল অনেকটা এই রকমেরঃ 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144…

এই নাম্বার সিরিজগুলো শুরু হয় 0 থেকে  এবং এর পরের নাম্বার হচ্ছে 1 এবং এর পরের অর্থাৎ ৩য় নাম্বার হচ্ছে 0+1 =1, দ্বিতীয় নাম্বার হচ্ছে (0+1 =1)+1= 2 । অর্থাৎ, সিরিজের তৃতীয় নাম্বার হচ্ছে, প্রথম নাম্বার+ দ্বিতীয় নাম্বার [(0+1 =1) + 2 =3]  এবং এভাবে পরবর্তী নাম্বারগুলো বের করা হয়।

Fibonacci Retracement Levels

0.236, 0.382, 0.500, 0.618, 0.764

Fibonacci Extension Levels

0, 0.382, 0.618, 1.000, 1.382, 1.618

ভয় পাবার কিছু নেই, আপনাকে এই রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা জানার দরকার নেই। আমাদের ট্রেডিং টার্মিনাল এর চার্টে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই রেশিওগুলো দেখতে পাই। তারপরও কোনও কিছু শিখা সম্পূর্ণ করার জন্য আমাদের অবশ্যই কিছু বেসিক জিনিস কমপক্ষে জেনে রাখা উচিৎ।

ফরেক্স ট্রেডাররা Fibonacci Trading এর retracement লেভেল এর মাধ্যমে মার্কেট প্রাইসে মেজর সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া খুঁজে নেয়।

একটি বিষয় চিন্তা করে দেখুন, আপনার, আমার মতন সকল ট্রেডারই কিন্তু সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেলের দিকে নজর রাখেন, তাই না? এখন তাহলে প্রশ্ন হচ্ছে, সবাই কি তাহলে একই সাথে মার্কেটে এন্ট্রি নেন? এবং একসাথেই এন্ট্রি ক্লোজ করেন? অবশ্যই না!

ট্রেডাররা Fibonacci Trading এর extension লেভেল এর মাধ্যমে, মার্কেট প্রাইসের কোন স্থানে প্রফিট নিয়ে বের হয়ে যেতে হবে সেটা নির্ণয় করে থাকেন।

প্রায় সব চার্টের মধ্যেই এই Fibonacci retracement এবং Fibonacci extension টুল বিদ্যমান থাকে। আপনাকে শুধু এটি ব্যবহার করার জন্য চার্টে প্রাইসের একটি Swing High এবং একটি Swing Low পয়েন্ট খুঁজে নিতে হবে।

Swing High, এমন একটি ক্যান্ডেল যার ডান পার্শে এবং বাম পার্শে কমপক্ষে দুইটি lower highs এর ক্যান্ডেল রয়েছে।

Swing Low, এমন একটি ক্যান্ডেল যার ডান পার্শে এবং বাম পার্শে কমপক্ষে দুইটি higher lows এর ক্যান্ডেল রয়েছে।

বুজেছেন? না বুঝলেও চিন্তার কিছু নেই! আমরা পর্যায়ক্রমে retracements, extensions এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এই Fibonacci Trading ব্যবহার করে প্রফিট করবেন সে বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করবো।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 8 of 8 found this article helpful.
Views: 329
পূর্বের আর্টিকেলSkrill Fund Transfer | স্ক্রিল ফান্ড ট্র্যান্সফার
পরবর্তী আর্টিকেলLot | লট | ভলিউম
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here