প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সম্মানিত ক্লায়েন্ট, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী 28 অক্টোবর, সোমবার 2019 ইউরোপে এবং 3 নভেম্বর, রবিবার 2019 মার্কিন যুক্তরাষ্ট্রে ডে-লাইট সেভিংয়ের (DST=Daylight Saving Time) কারনে কিছু ট্রেডিং ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের সময় আগামী 28 অক্টোবর থেকে 3 নভেম্বর 2019 পর্যন্ত পরিবর্তিত সময়ে চলবে। তারপর থেকে কিছু ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের সময় স্বাভাবিক ট্রেডিংয়ের সময় আবার চালু হবে। কোন ইন্সট্রুমেন্টগুলো প্রাভাবিত হবে অনুগ্রহ করে নিচের টেবিল থেকে জানতে পারবেনঃ
অনুগ্রহ করে নোট করবেন উপরে উল্লেখিত সময় GMT +2 অনুসারে প্রদর্শিত হয়েছে। ট্রেডিং টাইম সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার নিজ নিজ ব্রোকারের সাথে যোগাযোগ করুন। উপরোক্ত টেবিলের মাধ্যমে আমরা একটি ধারণা দেয়ার চেষ্টা করেছি। |
Views: 162
All
বিশেষ কোনও কিছু জানার থাকলে আমাদের ইমেইল করতে পারেন।