Gravestone Doji কি?
এটি একটি বিশেষ ধরনের Doji ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যখন ক্যান্ডেল এর ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একই লেভেল এর দিকে থেকে শেষ হয় কিংবা প্রায় একই লেভেলের দিকে থাকে তখন এই ধরনের ক্যান্ডেল ফরমেশন তৈরি হতে দেখা যায়।
Gravestone Doji ক্যান্ডেলটি ওপেন এবং ক্লোজ হবে ক্যান্ডেলটির লো প্রাইস লেভেল কিংবা এর কাছাকাছি। যার ফলে ক্যান্ডেলটির উপরের দিকে একটি লম্বা দাগ কিংবা shadow থাকবে এবং ক্যান্ডেলটির কোনও বডি থাকবে না।
যদি ক্যান্ডেলটির উপরের দিকে লম্বা দাগ কিংবা shadow থাকে তাহলে এটি একটি বেয়ারিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করবে। যদি এই ক্যান্ডেলটি একটি চলমান আপট্রেন্ড এর পর সংগঠিত হয় তাহলে এই প্যাটার্নটির মাধ্যমে বুঝতে হবে, প্রাইস রিভার্স হিসাবে ডাউনট্রেন্ডে নেমে আসতে পারে।
গঠন
Gravestone Doji চার্টে খুঁজে নিতে হলে প্রথমে এরকিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে এবং চিনতে হবে। তাহলে চলুন সেগুলো আলোচনা করা যাকঃ
- এই ক্যান্ডেলটির উপরে একটি বড় দাগ কিংবা shadow থাকবে এবং এর কোনও নিচের দিকে দাগ কিংবা Shadow থাকবে না।
আরও সহজে এই প্যাটার্নটি মনে রাখার জন্য, সবসময় এটিকে চিন্তা উল্টো ইংরেজি অক্ষর “T” এর মতন। যেখানে ক্যান্ডেলটির ওপেনিং, ক্লোজিং এবং লো লেভেল হবে সমান কিংবা প্রায় সমান।
অর্থ
Gravestone Doji ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি বেয়ারিশ কিংবা Sell সিগন্যাল প্রদান করে।
এটি বোঝায় প্রাইস একটি নির্দিষ্ট সেশনের সর্বনিম্ন প্রাইস লেভেল থেকে শুরু হবে এবং ওই সেশনে প্রাইস চেষ্টা করবে আরও উপরের দিকে যাওয়ার কিন্তু প্রাইস ক্লোজ হবে ট্রেডিং সেশনের লো লেভেলেই।
আপট্রেন্ড এর পর যখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হর তখন বুঝতে হবে বিদ্যমান প্রাইস এর আপট্রেন্ড এর শক্তি হয়তোবা শেষ এর পথে।
সাধারণত, Doji ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মার্কেট প্রাইসে ট্রেন্ডে এর অনিশ্চয়তা প্রকাশ করে থাকে। অর্থাৎ, প্রাইস ঠিক কোন ট্রেন্ড এর দিকে যাবে সেটির কোনও ঠিক নেই। এই ধরনের নির্দেশনা প্রদান করে তবে যদি আপনি চার্টে Gravestone Doji এর অস্তিত্ব লক্ষ্য করেন তাহলে দেখতে পান এবং সেটি যদি একটি আপট্রেন্ড এর পর সংগঠিত হয় তাহলে বুঝতে হবে প্রাইস তার বিদ্যমান আপট্রেন্ড পরিবর্তিত হয়ে ডাউনট্রেন্ডে যাওয়ার সম্ভবনা থাকবে।
আপনি যখন চার্টে দেখবেন, চার্টে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়েছে তখন এই ক্যান্ডেল এর নিচের দিকে চাইলে শর্ট কিংবা SELL পজিশন গ্রহন করতে পারেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।