[ ভিডিও টিউটোরিয়াল ]
Hanging Man
এটি একটি ক্যান্ডেল এর মাধ্যমে তৈরি একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটির উপরের দিকে কোনও দাগ কিংবা shadow থাকবে না । যদি থাকেও, তাহলে সেটির আকার হবে অনেক ছোট এবং ক্যান্ডেল এর বডির নিচের দিকে একটি লম্বা দাগ কিংবা shadow থাকবে।
ক্যান্ডেলটি অবশ্যই ট্রেডিং সেশনের উপরের দিকে অবস্থান করবে। যেমন নিচের চিত্রটি লক্ষ্য করুন।
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি একটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠন করলেও এর আগে কিংবা পরে এক কিংবা একাধিক ক্যান্ডেল থাকতে পারে যেটি মুলত ক্যান্ডেলটির সিগন্যাল এর শক্তি সম্পর্কে ধারনা প্রদান করে।
গঠন
চার্টে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি খুঁজে নেয়ার জন্য প্রথমে এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেয়ার দরকার।
- ক্যান্ডেল এর নিচের দাগ কিংবা shadow এর আকার হবে এর বডি আকারের কমপক্ষে দ্বিগুণ।
- ক্যান্ডেল এর উপরে কোনও দাগ কিংবা shadow থাকবে না। যদি থাকেও তাহলে সেটির আকার হবে অনেক ছোট।
- ক্যান্ডেলটির অবস্থান হবে, ওই ট্রেডিং সেশনের হাই লেভেলে। অর্থাৎ, উপরের দিকে।
- ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটিই হতে পারে। তবে যদি ক্যান্ডেলটি বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল হয় তাহলে এটি শক্তিশালী ডাউনট্রেন্ড এর নির্দেশ করবে।
- প্রাইসকে অবশ্যই আপট্রেন্ড এর মধ্যে থাকতে হবে।
- ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর পর, আরও একটি বেয়ারিশ ক্যান্ডেল থাকবে ট্রেন্ড নিশ্চিত হওয়ার জন্য।
অর্থ
Hanging Man ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মুলত শর্ট কিংবা Sell এন্ট্রির জন্য ট্রেডাররা ব্যবহার করে থাকেন। মুলত মার্কেটে প্রাইসের আচরন ঠিক কোনদিকে হচ্ছে এটি জানা এবং বোঝার জন্য এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করা হয়ে থাকে। যেখানে ক্যান্ডেলটির নিচে অবস্থিত লম্বা দাগটি বোঝায় বিদ্যমান সেল-প্রেসার শক্তিশালী।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।