Harami Cross কি?
এটি দুই ক্যান্ডেল বিশিষ্ট একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটি ট্রেন্ড এর রিভার্সাল এর নির্দেশনা প্রদান করে থাকে। এই প্যাটার্নটির ১ম ক্যান্ডেলটি হবে লম্বা বডির এবং পরের ক্যান্ডেলটি হবে একটি Doji ক্যান্ডেল।
তবে প্যাটার্ন সঠিক হচ্ছে কিনা সেটির জন্য Doji ক্যান্ডেলটিকে অবশ্যই ১ম ক্যান্ডেলটির বডি এর রেঞ্জ এর মধ্যে অবস্থিত হতে হবে।
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর ১ম ক্যান্ডলটিকে বলা হয় “Mother” যেটির আকার হবে বড় এবং এটি পরের ক্যান্ডেলটিকে নিজের মধ্যে ধারন করার ক্ষমতা রাখে। এর জন্য এটিকে বলা হয় “pregnant mother”
এই প্যাটার্নটি Harami Candlestick Pattern এর থেকে শক্তিশালী ট্রেন্ড এর সিগন্যাল প্রদান করে কেননা Harami Cross ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিতে একটি Doji ক্যান্ডেল এর উপস্থিতি থাকে।
২য় ক্যান্ডেলটি Doji হবার কারনে এটি মার্কেটে প্রাইস এর অনিশ্চায়তার নির্দেশ প্রদান করে থাকে। এই অনিশ্চায়তার মুল কারন হচ্ছে যখন প্রাইসে বাইয়ার কিংবা সেলার কেউই নিজেদের নিয়ন্ত্রনে নিতে পারেন না।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।