ICMarkets RAW Spread Account – আই সি মার্কেট ফরেক্স মার্কেটে জনপ্রিয় একটি নাম যেটি ট্রেডারদের সেবা প্রদান করে আসছে ২০০৭ সাল থেকে। মুলত সর্বনিম্ন স্প্রেড এর কারনে এই ব্রোকার ট্রেডারদের কাছে অনেক বেশী জনপ্রিয় এবং এখন পর্যন্ত এই কম স্প্রেড সুবিধার কারনে ট্রেডাররা এই ব্রোকার পছন্দ করে থাকেন।
আজকের আর্টিকেলে আমরা এই ব্রোকার এর জনপ্রিয় একটি ট্রেডিং একাউন্ট ICMarkets RAW Spread Account নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো যাতে করে এর বিস্তারিত তথ্য জানতে এবং বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।
একাউন্ট পরিচিত
নাম শুনেই বুঝতে পারছেন এই ট্রেডিং একাউন্ট এর বিশেষ সুবিধা হচ্ছে কম স্প্রেড এর ট্রেডিং। সাধারণত মেজর কারেন্সি সমুহে স্প্রেড এর পরিমাণ থাকে “0” এর কাছাকাছি তবে মার্কেট এর অবস্থান অনুসারে সেটি পরিবর্তিত হতে পারে।
Metatrader 4 এবং 5 এই দুইটি প্ল্যাটফর্মেই এই ট্রেডিং একাউন্টে ট্রেড করার সুবিধা পাবেন। এছাড়াও, 1:500 লিভারেজ, ইসলামিক কিংবা সোয়াপ ফ্রি একাউন্ট এর মাধ্যমে ট্রেডিং এর সুবিধা পাবেন। ব্রোকার এর তথ্য মতে, মেজর কারেন্সি পেয়ার সমুহে দিনের বেশীরভাগ সময় ট্রেড এর স্প্রেড থাকবে “0” এর কাছাকাছি যেখানে দিনের এভারেজ স্প্রেড এর পরিমাণ হবে “0.1” পিপ্স এর কাছাকাছি।
যেহেতু এই একাউন্ট এর স্প্রেড এর পরিমাণ কম, সেক্ষেত্রে প্রতিটি ট্রেড থেকে ব্রোকার ছোট পরিমাণ কমিশন চার্জ করে থাকে। এটির পরিমাণ হচ্ছে প্রতি ১ লট এন্ট্রির জন্য ৩.৫ ডলার পরিমাণ কমিশন চার্জ করা হবে। আশা করি ট্রেডিং একাউন্টটির বিশেষ কিছু বৈশিষ্ট্য আপনাদের জানাতে পেরেছি।
রেজিস্ট্রেশন
একাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য প্রথমে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.icmarkets.com ভিজিট করুন। সেখান থেকে উপরে ম্যানু অপশন থেকে “Trading” এর নিচে “RAW Spread” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি পেইজ আসবে।
এখানে দেখুন “Open A Raw Spread Account” নামক একটি বাটন রয়েছে সেটি ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। এরপর বেশ কয়েকটি ধাপে কিছু তথ্য পূরণ করে নিতে হবে। সেভাবে অগ্রসর হউন তাহলে নিজ থেকেই সহজে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন। এছাড়াও একাউন্ট রেজিস্টার করার বিস্তারিত প্রক্রিয়া জানতে পারবেন ICMarkets Registration আর্টিকেল থেকে। অনুগ্রহ করে এই আর্টিকেলটি পড়ে নেয়ার অনুরধ করছি।
একাউন্ট রেজিস্ট্রেশন করার পরবর্তীতে আপনাকে ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত যেমন, ট্রেডিং আইডি, পাসওয়ার্ড, ট্রেডিং সার্ভার, এবং তথ্য ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
অনুগ্রহ করে ইমেইল চেক করে নিন। তাহলেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আশা করি। একাউন্ট রেজিস্ট্রেশন এর বিস্তারিত প্রক্রিয়া আশা করি বুঝতে পেরেছেন।
বৈশিষ্ট্য সমুহ
আই সি মার্কেট ব্রোকার এর সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং একাউন্ট হচ্ছে ICMarkets RAW Spread Account যার মুল কারন হচ্ছে, সরবনিম্ন স্প্রেড এর মাধ্যমে ট্রেডিং এর সুবিধা। এছাড়াও এই ট্রেডিং একাউন্ট এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটি আপনার সামনে উপস্থপন করছি।
- সর্বনিম্ন ২০০ ডলার ডিপোজিট এর মাধ্যমে ট্রেডিং শুরু করার সুবিধা পাবেন।
- যেকোনো ভার্সন এর মেটাট্রেডার প্ল্যাটফর্ম ব্যবহার করার সুবিধা পাবেন।
- সর্বনিম্ন ০.০১ লট এর এন্ট্রি গ্রহনের সুবিধা পাবেন।
- স্প্রেড শুরু হবে “0” থেকে এবং এভারেজ স্প্রেড এর পরিমাণ হবে “01 pips” পরিমাণ।
- সর্বাধিক ১ঃ৫০০ লিভারেজ এর মাধ্যমে ট্রেডিং এর সুবিধা পাবেন।
- একই সাথে সর্বাধিক ২০০ অর্ডার গ্রহন করতে পারবেন।
- প্রটি এক লট এন্ট্রির জন্য ৩.৫ ডলার কমিশন চার্জ করা হবে।
- এছাড়া ভিন্ন কোনও শর্ত নেই।
ট্রেডিং একাউন্ট সম্পর্কে কোনও বিশেষ কোনও মতামত কিংবা প্রশ্ন থাকলে অনুগ্রহ করে নিচের বক্সে লিখুন। আমরা চেষ্টা করবো সর্বাত্মক সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।