ICMarkets Registration – যারা ফরেক্স ট্রেডিং করছেন কিংবা ট্রেড করতে চাচ্ছেন তাদের সবার কাছেই IC Markets নামটি পরিচিত। মুলত, কম স্প্রেডে ট্রেডিং সুবিধা প্রদান করার কারনেই এই ব্রোকারের জনপ্রিয়তার পরিমাণ অনেকবেশী। আজকের আর্টিকেলে কিভাবে এই ব্রোকারে নতুন ট্রেডিং একাউন্ট রেজিস্টার করবেন সে বিষয়ে বিস্তারিত জানার এবং খোঁজার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করা যাক।
ব্রোকার পরিচিত
আই সি মার্কেট, অস্ট্রেলিয়ান রেগুলেটেড ব্রোকার যা ২০০৭ সাল থেকেই আন্তর্জাতিকভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এই ব্রোকার এর জনপ্রিয়তার মুল কারন হচ্ছে, কম স্প্রেড এবং এর রেগুলেশন। সাধারণত, খুব কম ব্রোকারই ASIC রেগুলেটেড হয় কেননা, অস্ট্রেলিয়ান এই রেগুলেশন পাওয়া কিছুটা জটিল এবং ভাল মানের ব্রোকার না হলে এই রেগুলেশন পাওয়া প্রায় অসম্ভব।
আন্তর্জাতিকভাবে এই ব্রোকার এর বেশ সুনাম এবং খ্যাতি থাকলেও আমাদের দেশের খুব বেশী একটা জনপ্রিয় নয়। এর মুল কারন হচ্ছে, সর্বনিম্ন ২০০ ডলার ডিপোজিট এর নীতিমালা। কেননা, আমাদের দেশের অনেকের পক্ষেই এই পরিমাণ ফান্ড ডিপোজিট করা শুরুতেই সম্ভব হয়না।
স্ট্যান্ডার্ড লট এর এই ব্রোকারে সর্বাধিক ১ঃ৫০০ লিভারেজ এর মাধ্যমে ট্রেডিং এর সুবিধা পাবেন। ব্রোকার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ICMarkets Review আর্টিকেল থেকে দেখে নিতে পারেন।
রেজিস্ট্রেশন
ICMarkets Registration প্রক্রিয়াটি সহজ হলেও প্রথম অবস্থায় অনেকের কাছেই কিছুটা জটিল মনে হতে পারে। তবে চিন্তার কিছু নেই, সহজেই ট্রেডিং একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি।
একাউন্ট রেজিস্টার করার জন্য প্রথমে, ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.icmarkets.com ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। সেখানে দেখুন “Start Trading” বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর, একাউন্ট রেজিস্টার করার কয়েক ধাপ আপনার সামনে আসবে যেটিতে তথ্য প্রদানে করে নিতে হবে। অবশ্যই তথ্যগুলো সঠিক প্রদান করবেন। সেটা না হলে পরবর্তীতে ভেরিফিকেশন এর সময় সমস্যা হতে পারে।
প্রথম ধাপে আপনার সম্পূর্ণ নাম, ইমেইল আইডি এবং ব্যবহৃত ফোন নাম্বার প্রদান করে নিচের “Next” বাটনে ক্লিক করবেন। নাম প্রদানের সময় প্রথম ঘরে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় বক্সে, নামের শেষ অংশ লিখবেন। যেমন আপনার নাম যদি হয়, “Golam Mustafa” তাহলে ১ম ঘরে লিখবেন Golam এবং ২য় বক্সে লিখবেন “Mustafa” । আশা করি বুঝতে পেরেছেন। এবার “Next” বাটনটি ক্লিক করুন এবং পরবর্তী ধাপে চলে যান।
এবার, আপনার সামনে উপরের ছবির ন্যায় একটি ফর্ম আসবে যেখানে আপনার জন্ম তারিখ, সম্পূর্ণ ঠিকানা এবং পোস্টাল কোড লিখবেন এবং নিচের “Next” বাটনে ক্লিক করবেন। জন্ম তারিখ অবশ্যই আপনার পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ড এর মতন হতে হবে এবং ঠিকানা অবশ্যই আপনার নামে রয়েছে এমন ব্যাংক স্টেটমেন্ট এর অনুসারে হতে হবে। লিখার পর নিচের পুনরায় নিচের “Next” বাটনে ক্লিক করবেন।
এই পেইজে এসে আপনার পছন্দের ট্রেডিং টার্মিনাল যেমন MT4, MT5 কিংবা cTrader থেকে যেকোনো একটি টার্মিনাল নির্ধারণ করে নিবেন এবং এরপর নিচ থেকে ব্রোকারের দুই ধরনের ট্রেডিং একাউন্ট থেকে যেকোনো একটি নির্বাচন করে নিবেন।
যদি আপনি নতুনভাবে ট্রেড শুরু করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের পরামর্শ হচ্ছে “Standard Account Islamic” একাউন্ট সেট করে নিচের “Next” বাটনে ক্লিক করে নিন। মুলত এই একাউন্ট এর সুবিধা হচ্ছে, অনান্য ব্রোকারের তুলনায় স্প্রেড এর পরিমাণ থাকে কম এবং কোনও কমিশন চার্জ করা হবেনা। নিচের বাটনে ক্লিক করে এবার চলে যাবেন ৪র্থ ধাপে।
ICMarkets Registration এই ধাপে এসে আপনি কি ধরনের ট্রেডার সেটি নির্বাচন করবেন। উপরের তিনটি অপশন যেমন “Beginner, Intermediate এবং Advance” লেভেল থেকে যেকোনো একটি ক্লিক করুন। আপনার ট্রেডিং অভিজ্ঞতা অনুসারে যেকোনো একটি নির্বাচন করে নিতে পারেন।
এরপর নিচের “Select a Question” অপশনে ক্লিক করেন এবং সেখানে বেশকিছু প্রশ্ন থাকবেন সেটির মধ্যে থেকে যেকোনো একটি নির্বাচন করেনিন এবং নিচের “Answer” বক্সে যেই প্রশ্নটি রয়েছে সেটির উত্তর লিখুন। বিষয়টি গুরুত্বপূর্ণ, কেননা ভবিষ্যৎ কোনও সমস্যা সমাধান করার জন্য এই সিকিউরিটি প্রশ্নটির প্রয়োজন হবে। এরপর, নিচের চেকবক্সে টিক মার্ক দিন এবং শেষে এসে “Accept Declaration & Submit” বাটনে ক্লিক করুন।
আপনার ট্রেডিং একাউন্ট ব্যবহার করার জন্য সম্পূর্ণরূপে তৈরি। ট্রেডিং একাউন্ট এর বিস্তারিত তথ্য আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অনুগ্রহ করে ইমেইল চেক করে দেখুন। এবার আপনার ট্রেডিং একাউন্টটিক ভেরিফাই করে নিতে হবে। কিভাবে একাউন্ট ভেরিফাই করবেন সেটির বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ICMarkets Verification আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এখানে ভেরিফিকেশন এর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
ICMarkets Registration সম্পর্কিত কোনও মতামত কিংবা যদি কোনও প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।