ICMarkets Withdrawal

0
144
ICMarkets Withdrawal
সর্বশেষ আপডেট: September 2, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

ICMarkets Withdrawal – জনপ্রিয় ব্রোকার আই সি মার্কেট ব্রোকারে কিভাবে ফান্ড উত্তোলন করবেন সে বিষয়ে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো। প্রথমেই বলে রাখি, যতক্ষণ পর্যন্ত আপনার ট্রেডিং একাউন্ট সম্পূর্ণরূপে ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত কোনওভাবেই ফান্ড উত্তোলন করতে পারবেন না।

কেননা, যদি ভেরিফাই এর আগে ফান্ড ডিপোজিট করেও ফেলেন তারপরও আপনি ট্রেড শুরু করতে পারবেন না। কেননা, ICMarkets ট্রেড শুরু করার পূর্বে, ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক। ট্রেডিং একাউন্ট ভেরিফিকেশন এর বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে ICMarkets Verification এই আর্টিকেলটি বিস্তারিত পড়েনিন। এখানে থেকে জেনে নিতে পারবেন বলে আশা করি।

রেজিস্ট্রেশন

যেহেতু আপনি ব্রোকার ফান্ড উত্তোলন করতে চান, অর্থাৎ আপনার ইতিমধ্যেই একটি রিয়েল ট্রেডিং একাউন্ট আছে বলে ধরে নিচ্ছি। যদি এখনও কোনও রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার না করে থাকেন তাহলে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট www.icmarkets.com ক্লিক করে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিন।

একাউন্ট রেজিস্টার করার বিস্তারিত প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে ICMarkets Registration আর্টিকেলটি দেখে নিতে পারেন। এখানে বিস্তারিত প্রক্রিয়া উপস্থাপন করা হয়েছে ইতিমধ্যেই।

ট্রেডারদের সুবিধার জন্য ব্রোকার মুলত দুই ধরনের ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে। এর মধ্যে একটি হচ্ছে Standard Account এবং অন্যটি হচ্ছে RAW Spread Account. আপনি এই দুইটি একাউন্ট এর যেকোনো একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে পারেন।

কোন ধরনের ট্রেডিং একাউন্ট ভালো হবে এবং এই ট্রেডিং একাউন্টগুলোর বিস্তারিত সুবিধা এবং বৈশিষ্ট্যসমুহ আলাদা আর্টিকেলে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। অনুগ্রহ করে বিস্তারিত জানার জন্য একাউন্টগুলোর প্রদত্ত লিংকসমুহে ক্লিক করে জেনে নিবেন।

ফান্ড উত্তোলন করার প্রাথমিক পর্যায়ে ব্রোকার ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে অনুগ্রহ করে লগইন করে নিন। আশা করছি ইতিমধ্যেই ট্রেডিং একাউন্টটি সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিয়েছেন। যদি এখনও না করে থাকেন, তাহলে ফান্ড উত্তোলন করার পূর্বের সেটিকে ভেরিফাই করে নিন। ভেরিফিকেশন এর বিস্তারিত তথ্য পাবেন ICMarkets Verification আর্টিকেল থেকে।

ক্ল্যায়েন্ট ক্যাবিনেটে লগইন করার পর, আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। অনেকটা নিচের ছবির মতন।

ICMarkets Account Dashboard

ICMarkets Withdrawal Via Neteller

ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করার পর, উপরের দেখুন “Transfers” নামক একটি ম্যেনু পাবেন যেটির নিচে “Withdraw Funds” নামের একটি বাটন পাবেন। অনুগ্রহ করে সেই বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে একটি পেইজ আসবে যেখানে ফান্ড উত্তোলন করার কিছু মাধ্যমে দেখতে পাবেন।

ICMarkets Withdrawal Dashboard

এরপর, এই ছবির ন্যায় একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে। সেখানে “Withdrawal method” এর বক্সে কিছু পেমেন্ট সিস্টেম দেখতে পাবেন। তবে সবগুলো পেমেন্ট সিস্টেম পাবেননা। কেননা, আপনি যেই পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করবেন, সেই মাধ্যমগুলোই শুধু দেখতে পাবেন। বাকিগুলো আসবেনা।

যেমন, আমরা ফান্ড ডিপোজিট করেছিলাম নেটেলার এর মাধ্যমে, তাই ফান্ড উত্তোলন করার ক্ষেত্রেও আমাদের নেটেলার একাউন্টই ব্যবহার করতে হবে।

অনুগ্রহ করে সেখান থেকে “Neteller” আইকন এর উপরে ক্লিক করুন এবং নিচে কি পরিমাণ ফান্ড উত্তোলন করতে চান, সেই এমাউন্ট লিখুন এবং সবশেষে নিচের “Submit” বাটনে ক্লিক করুন। তাহলেই ফান্ড উত্তোলন এর রিকোয়েস্ট হয়ে যাবে। এমতাবস্থায়, আপনাকে বেশকিছুটা সময় অপেক্ষা করতে হবে।

আপনার প্রসেসিং গৃহীত হলে নেটেলার একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করে দেয়া হবে এবং আপনি সেটি ইমেইল এর মাধ্যমে জেনে যাবেন।

আর একটি বিষয় মনে রাখবনে, ফান্ড ডিপোজিট করার জন্য আপনি যেই মাধ্যম ব্যবহার করবেন, ফান্ড উত্তোলন করার জন্যও আপনাকে সেই মাধ্যমই ব্যবহার করতে হবে। নতুন ট্রেডিং একাউন্ট থেকে ফান্ড উত্তোলন করতে পারবেন না।

আর্টিকেল সম্পর্কিত কোনও মতামত কিংবা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।

এই ব্রোকার সম্পর্কে যদি কোনও কোনও কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের ICMarkets সেকশনে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য চাইলে দেখে নিতে পারেন ICMarkets FAQ সেকশনে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 183

আরও জানুন

পূর্ববর্তী: ICMarkets Deposit
পরবর্তী: ICMarkets Standard Account
পূর্বের আর্টিকেলICMarkets Deposit
পরবর্তী আর্টিকেলICMarkets Standard Account
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here