প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট
Instaforex Account Verification জন্য নিচের পক্রিয়াটি অনুসরণ করুন। তবে অবশ্যই মনে রাখবেন, এর জন্য আপনার প্রথমে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। যদি রিয়েল ট্রেডিং একাউন্ট না থাকে তাহলে অনুগ্রহ করে প্রথমে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিন। একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের Instaforex Registration আর্টিকেল থেকে।
- প্রথমে আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন, ট্রেডিং ID এবং Password ব্যবহার করে।
- এরপর, বা পাশের ম্যেনু অপশন থেকে Account Settings >> Verify Account এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি পেইজ আসবে। সেখানে আপনাকে আপনার NID আপলোড করতে হবে।লক্ষ্য করুন, এখানে আপনি দুই ধরনের অপশন পাবেন। First Verification Level এবং Second Verification Level ।
- First Verification Level এ আপনার NID/Passport এর রঙিন ছবি আপলোড করতে হবে
- Second Verification Level এ আপনাকে আপনার Bank Statement/ Utility Bill এর যে কোনও একটি কপি আপলোড করতে হবে।
- First Verification Level সম্পূর্ণ হয়ে গেলেই আপনি শুধুমাত্র Second Verification Level এর জন্য তথ্য আপলোড করতে পারবেন। এর আগে পারবেন না।
- NID in Hand হচ্ছে, আপনার NID হাতে ধরে একটি ছবিতুলবেন। এই ছবিটি আপনাকে আপলোড করতে হবে। দেখতে অনেকটা নিচের ছবির মতন। আপনার NID হাতে ধরে এই ছবির মতন করে একটি ছবি তুলবেন এবং এই ছবিটি আপলোড করবেন। আশা করি বুঝতে পারেছেন। লক্ষ্য রাখবেন, ছবিটিতে যাতে করে আপনার চেহারা এবং NID স্পষ্ট বোঝা যায়। নতুবা আপনার একাউন্ট ভেরিফাই হবে না।
- সবার শেষে Upload বাটনে ক্লিক করুন এবং ভেরিফাই হবার আগ পর্যন্ত অপেক্ষা করুন। ভেরিফাই হয়ে গেলে আপনি একটি নিশ্চিতকরন ইমেইল পাবেন।
- Second Verification Level, First Verification Level সম্পূর্ণ হয়ে যাবার পর আপনি এখানে আপনার ঠিকানা ভেরিফাই করার জন্য Bank Statement/ Utility Bill আপলোড করবেন। এই পর্যায়ে আপনার Bank Statement এর একটি রঙিন ছবি তুলবেন। মনে রাখতে হবে, Bank Statement এ অবশ্যই ব্যাংক এর Seal এবং Sign থাকতে হবে। কোনও ধরনের E-statement গ্রহণযোগ্য নয়। এরপর, Upload বাটনে ক্লিক করুন। আগের মতই আপনি একটি নিশ্চিতকরন ইমেইল পবেন।
আপলোড করা ছবির সাইজ প্রতিটি 2mb এর বেশী হতে পারবে না। * ছবি অবশ্যই রঙিন হতে হবে। * ছবির মান যদি খারাপ হয় তাহলে ভেরিফাই নাও হতে পারে। * Bank Statement এ অবশ্যই ব্যাংক এর Seal এবং sign থাকতে হবে। * কোনও ধরনের E-Statement গ্রহণযোগ্য হবে না। * Bank Statement এর প্রদর্শিত ঠিকানা আপনার ঠিকানার সাথে মিলতে হবে। * Bank Statement অবশ্যই একাউন্ট হোল্ডারের নামে হতে হবে। * ভেরিফাই হতে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
আশা করছি Instaforex Account Verification এর বিস্তারিত তথ্য আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। যদি ব্রোকার সম্পর্কিত কোনও প্রশ্ন, মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।
ইন্সটাফরেক্স ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Instaforex অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Instaforex FAQ অংশটি দেখে নিতে পারেন।
Views: 228