প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
Instaforex Broker Account ওপেন করার জন্য অনুগ্রহ করে নিচের পক্রিয়াটি অনুসরণ করুন।
- একাউন্ট ওপেন করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। www.instaforex.com
- ক্লিক করার পর, আপনার সামনে একটি পেইজ ওপেন হবে সেখানে আপনার ইমেইল আইডি টাইপ করুন এবং নিচের “Proceed” বাটনে ক্লিক করুন।
- এবার আপনার সামনে নতুন একটি পেইজ আসবে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করবেন। অর্থাৎ, আপনার নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নাম্বার ইত্যাদি। এই তথ্যগুলো অবশ্যই সঠিকরূপে প্রদান করবেন এবং কোনও ভুল তথ্য প্রদান করবেন না। করলে পরবর্তীতে নিজেরই সমস্যা হতে পারে।
- উপরোক্ত ফর্মে সঠিকভাবে আপনার সম্পূর্ণ নাম (Passport/NID অনুযায়ী), আপনার ইমেইল এড্রেস এবং আপনার ফোন নাম্বার লিখুন। ঠিকানা প্রদানের সময় অবশ্যই খেয়াল রাখবেন সেটি যাতে করে আপনার ব্যাংক স্টেটমেন্ট এর মধ্যে বিদ্যমান ঠিকানার সাথে মিল থাকে। সব তথ্য সঠিকভাবে প্রদান এর পর, অনুগ্রহ করে নিচের “Proceed” বাটনে ক্লিক করুন। এরপর আপনার সামনে নতুন আরও একটি পেইজ ওপেন হবে যেখানে আপনার ট্রেডিং এর পাসওয়ার্ড সেট করে নিতে হবে।
- এইখানে এসে আপনার ট্রেডিং একাউন্ট এর পাসওয়ার্ড নির্ধারণ করে নিতে হবে। প্রথম দুইটি বক্সে আপনার ট্রেডিং একাউন্ট এর পাসওয়ার্ড সেট করবেন। এর পরের দুইটি বক্সে আপনার একাউন্ট ফোন পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এই ফোন পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ কেননা, আপনার ট্রেডিং একাউন্ট এর যদি কোনও সমস্যা হয় তাহলে সাপোর্ট এর জন্য ভেরিফিকেশন হিসাবে এই পাসওয়ার্ড এর কোডটি ব্যবহার করতে হবে। এরপর, নিচের টিক বক্সে ক্লিক করে একদম নিচে “Open Account” বাটনে ক্লিক করুন। তাহলেই আপনি সফলভাবে Instaforex Broker Account তৈরি করে নিতে পারবেন। আশা করছি প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন।
- এবার আপনি স্ক্রিনে একটি ট্রেডিং একাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। এটিকে সংরক্ষণ করুন। আপনার একাউন্ট খুলে যাবে এবং আপনাকে ইমেইলে সমস্ত তথ্য জানিয়ে দেয়া হবে।
- এরপর আপনি আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করবেন। এখানে এসে আপনার ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট, একাউন্ট ভেরিফিকেশন, ফান্ড উত্তোলন ইত্যাদি কার্যাদি সম্পাদন করে নিতে পারবেন।
Instaforex Broker Account সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন কিংবা কোনও তথ্য জানার থাকলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সর্বাত্মক সহায়তা করার।
এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Instaforex অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Instaforex FAQ অংশটি দেখে নিতে পারেন।
Views: 246