Instaforex Deposit

0
263
Instaforex Deposit System
সর্বশেষ আপডেট: August 31, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট

ট্রেডিং এর জন্য যাদের প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ কম থাকে তাদের জন্য আদর্শ হচ্ছে Instaforex ব্রোকার। আমরা ইতিমধ্যেই, এই ব্রোকার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলচনা করেছি। আজকের আর্টিকেল এর বিষয় হচ্ছে, Instaforex Deposit System সম্পর্কে। অর্থাৎ, কিভাবে এই ব্রোকারে টাকা ডিপোজিট করবেন সে বিষয়ে আপনাদের ধারণা প্রদান করবো।

প্রথমে আপনাকে এই ব্রোকারে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট খুলে নিতে হবে। এর জন্য ইন্সটাফরেক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন – www.instaforex.com । আর যদি আপনার ট্রেডিং একাউন্ট থাকে তাহলে ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন।

কিভাবে ট্রেডিং একাউন্ট রেজিস্টার করবেন সেটি জানতে এই আর্টিকেলটি পড়ে নিন পারেন। লিংক – Instaforex Registration

আপনার ট্রেডিং ক্যাবিনেটে লগইন করার পর আপনি নিজ একাউন্ট এর বিস্তারিত এখানে দেখতে পাবেন। বা পাশে কিছু মেন্যু ট্যাব পাবেন সেখান থেকে Financial Operations এরপর Deposit Money বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার সামনে একটি নতুন পেইজ আসবে।

Instaforex Deposit System by Neteller or Skrill

এই পেইজে ডিপোজিট করার অনেকগুলো মাধ্যম এর নাম দেখতে পাবেন। সেখান থেকে, আপনি যেই মাধ্যমে টাকা ডিপোজিট করতে চান সেখানে ক্লিক করুন। আমরা অনুরোধ করবো Neteller কিংবা Skrill এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার জন্য।

ধরুন আপনি নেটেলার এর মাধ্যমে টাকা ডিপোজিট করতে চান তাহলে এবার উপরের চিত্র অনুযায়ী Neteller বাটনে ক্লিক করুন।

Link Your Neteller Account with Instaforex Broker

এবার উপরের মতন একটি অপশন দেখতে পাবেন। এখানে Allow বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার নেটেলার একাউন্ট এর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে।

Deposit Money in Instaforex Trading account by Neteller

উপরের চিত্রের ন্যায়, Neteller বাটনে ক্লিক করার পর, আপনি আপনার নেটেলার একাউন্ট এর এর বিস্তারিত তথ্য দেখতে পাবেন, যেমন আপনার নাম এবং নেটেলার একাউন্ট নাম্বার। এরপর Continue বাটনে ক্লিক করুন।

Showing Neteller Account Information while depositing in Instaforex Trading Account

পরের পেইজে আপনি যেই পরিমাণ ডিপোজিট করতে চান সেই পরিমাণ লিখুন এবং Preview বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন, ইন্সটাফরেক্স ব্রোকারে আপনি যেই কোনও পরিমাণ এমাউন্ট এর ফান্ড ডিপোজিট করতে পারবেন এতে কোনও বাধ্যবাধকতা নেই। তবে আমরা সর্বনিম্ন $10 পরিমাণ এমাউন্ট ডিপোজিট করেছিলাম এর নিচে করি নি। সর্বোচ্চ এমাউন্ট এর কোনও বাধ্যবাধকতা নেই।

Set Neteller Amount you want to Deposit in your Instaforex Trading Account

এরপর Proceed to Payment নামে একটি বাটন আসবে সেখানে ক্লিক করুন এবং আপনার নেটেলার এর ট্রানজেকশন পিন লিখুন এবং সবশেষে Pay বাটনে ক্লিক করুন।

Successful Deposit by Neteller in Instaforex

সফলতার সাথে ফান্ড আপনার ইন্সটাফরেক্স ট্রেডিং একাউন্টে ডিপোজিট হয়ে যাবে। আশা করি Instaforex Deposit System সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং এখন থেকে খুব সহজেই ব্রোকারে টাকা ডিপোজিট করে নিতে পারবেন।

ডিপোজিট করার জন্য Neteller কিংবা Skrill যেই মাধ্যমেই ব্যবহার করেন না কেন, অবশ্যই এর ইমেইল আইডি এবং নাম আপনার ট্রেডিং একাউন্ট এর নামের সাথে মিল থাকতে হবে নতুবা আপনার টাকা ডিপোজিট হবে না কিংবা পরবর্তীতে ঝামেলা হতে পারে। বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন।
আরও একটি বিষয় মনে রাখবনে, আপনি যেই প্রক্রিয়াতে ফান্ড ডিপোজিট করবেন, ফান্ড উত্তোলন করার সময়ও আপনাকে সেই মাধ্যম ব্যবহার করে ফান্ড উত্তোলন করে নিতে হবে। অন্যথায়, আপনার ফান্ড প্রসেস করা হবে না।

Instaforex Deposit System সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আশা করছি। এখন সময় হয়েছে ট্রেডিং শুরু করার। এর জন্য আপনি চাইলে ব্রোকারের ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করে নিতে পারবেন। যদি কোনও প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।

এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Instaforex অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Instaforex FAQ অংশটি দেখে নিতে পারেন।
আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 286

আরও জানুন

পূর্ববর্তী: Instaforex 5 decimal account
পরবর্তী: Instaforex Webtrader কি?

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here