Instaforex Webtrader কি?
ওয়েবট্রেডার হচ্ছে, এমন একটি সুবিধা যা ব্যবহার করার মাধ্যমে ট্রেডার নিজের ইন্টারনেট ব্রাউজার এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে পারবেন। অর্থাৎ, আপনার কোনও ধরনের ট্রেডিং টার্মিনাল যেমনঃ MT4 কিংবা MT5 ডাউনলোড করার কোনও প্রয়োজন নেই। সম্পূর্ণভাবে নিরাপদ এবং সহজেই যেকোনো কম্পিউটার থেকে ওয়েবট্রেডার এর মাধ্যমে আপনি ট্রেডিং পরিচালনা করতে পারবেন।
Instaforex Webtrader জন্য বিশেষ কোনও ট্রেডিং একাউন্ট লাগবে?
না! আপনি বর্তমানে যেই ট্রেডিং একাউন্টে ট্রেড করছেন সেটি ওয়েবট্রেডিং এর জন্য ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, ভিন্ন কোনও ধরনের একাউন্ট আপনার রেজিস্ট্রেশন করার কোনও প্রয়োজন নেই।
Instaforex Webtrader মাধ্যমে কি চার্ট দেখা যায়?
অনেকেই ধারণা করে থাকেন, ওয়েবট্রেডার মাধ্যমে মার্কেট চার্ট ভালো করে দেখা যায় না। কিন্তু বিষয়টি সঠিক নয়। অন্যান্য ট্রেডিং টার্মিনাল এর মতনই আপনি যে কারেন্সি পেয়ারে ট্রেড করতে আগ্রহি সেটার পুরনাংগ চার্ট দেখতে এবং সেটির বিশ্লেষণ করতে পারবেন।
Instaforex Webtrader কেন ব্যবহার করা হয়?
প্রজুক্তিগত উন্নয়ন হলেও আমাদের বাংলাদেশে এখনও ইন্টারনেট এর দ্রুতগতি অনেক বড় একটি সমস্যা। অনেকসমইয় দেখা যায়, ইন্টারনেট এর ধীরগতির কারনে সুবিধামতন চার্ট কিংবা এন্ট্রি গ্রহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এই কারনেই মুলত এই ওয়েবট্রেডিং এর আবির্ভাব। এই ট্রেডিং প্ল্যাটফর্ম যেহেতু ইন্টারনেট ব্রাউজার এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে সেক্ষেত্রে কমগতির ইন্টারনেট ব্যবহার করেও ভালো ট্রেড করা যায়।
কিভাবে লগইন করবো?
প্রথমে ব্রোকারে একটি ট্রেডিং একাউন্ট থাকতে হবে। যদি আপনার কোনও রিয়েল ট্রেডিং একাউন্ট না থাকে তাহলে www.instaforex.org ব্রোকারের ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কিংবা একাউন্ট রেজিস্ট্রেশন এর বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে আমাদের Instaforex Registration এই আর্টিকেলটি বিস্তারিত পড়েনিন। ট্রেডিং একাউন্ট রেজিস্টার করার পর, এই ওয়েবট্রেডারে লগইন করে নিতে পারবেন।
ওয়েবট্রেডার প্ল্যাটফর্মে লগইন করার জন্য, অনুগ্রহ করে আপনার ট্রেডিং আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে এই লিংক থেকে ওয়েবট্রেডিং প্ল্যাটফর্মে লগইন করুন। লিংক – https://webtrader.instaforex.org/login । লগইন করার পর, আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে আপনি বিভিন্ন কারেন্সি পেয়ার, এদের চার্ট, ট্রেডিং পজিশন ইত্যাদি বিষয়গুলো দেখতে পাবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় কারেন্সি পেয়ারে ট্রেড করার সুবিধা পাবেন।
প্রথমে আপনার বুঝতে কিছূটা সমস্যা হলেও যাদের ইন্টানের এর কানেকশন খুব একটা ভালো নয়, তারা চাইলে ব্যবহার করতে পারেন এবং ভালো ট্রেড করার সুবিধা পাবেন বলে আশা করি। একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকেই আপনি ট্রেড, ফান্ড ডিপোজিট, উত্তোলন সবকিছু একসাথে পাবেন এবং সেগুলো সম্পন্ন করে নিতে পারবেন।
বিশেষ কোনও প্রশ্ন কিংবা মতামত থাকেল আমাদের জানাতে পারেন। কিংবা নিচের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।