Marubozu ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
একটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিতে মুলত লম্বা আকারের একটি ক্যান্ডেল থাকে যেটির বডির উপরে কিংবা নিচে কোনও দাগ কিংবা shadow থাকেনা। দেখতে অনেকটাই Long Candle প্যাটার্ন মতন হলেও একটি সূক্ষ্ম পার্থক্য আছে।
প্যাটার্নটি বুল্লিশ কিংবা বেয়ারিশ দুইভাবেই চার্টে উপস্থাপিত হতে পারে। তবে খুঁজে নেয়ার সহজ উপায় হচ্ছে মুলত ক্যান্ডেল এর আকৃতি। নিচে আমরা একটি চিত্রে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটি দেখতে অনেটাই লম্বা Rectangle চার্ট প্যাটার্ন এর মতন।
গঠন
চার্টে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি খুঁজে নেয়ার জন্য প্রথমে মুলত এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা প্রয়োজনঃ
- প্যাটার্নটি একটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত হয় এবং এটির বডির আকার হয় ক্যান্ডেল এর আকার এর সম-পরিমাণ।
- ক্যান্ডেল এর উপরে এবং নিচে কোনও দাগ কিংবা shadow থাকবেনা।
- ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটি হতে পারে এবং চার্ট এর যেকোনো স্থানে এটি সংঘঠিত হতে পারে।
- যদি ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা Buy ফরমেশনে গঠিত হয় তাহলে এটি সম্ভাব্য শক্তিশালী আপট্রেন্ড এর সিগন্যাল প্রদান করে।
- যদি ক্যান্ডেলটি বেয়ারিশ কিংবা Sell ফরমেশনে গঠিত হয় তাহলে এটি সম্ভাব্য শক্তিশালী ডাউনট্রেন্ড এর সিগন্যাল প্রদান করে।
- ক্যান্ডেল এর বডির আকার যতবড় হবে, প্রাইস এর মুভমেন্টও ততবেশি হবে সেতির নির্দেশনা প্রদান করবে।
অর্থ
Marubozu একটি জাপানিজ শব্দ যেটির ইংরেজি ভাষায় অর্থ হচ্ছে “shaved head” এবং ফরেক্স ট্রেডিং এর ভাষায় এই শব্দের অর্থ হচ্ছে, যেই ক্যান্ডেল এর উপরে কিংবা নিচে কোনও দাগ কিংবা shadow থাকবে না।
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দুই রকমেরঃ
- bullish Marubozu
- bullish Marubozu
bullish Marubozu প্যাটার্নটিতে, প্রাইসের নিয়ন্ত্রণ থাকে সম্পূর্ণরূপে Buyer এর দখলে যার কারনে ক্যান্ডেলটির ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস পর্যন্ত সম্পূর্ণরূপে এটি বুল্লিশ মুভমেন্ট এর মাধ্যমে ক্যান্ডেল ক্লোজ হয়।
bearish Marubozu প্যাটার্নটিতে, প্রাইসের নিয়ন্ত্রণ থাকে সম্পূর্ণরূপে Seller এর দখলে যার কারনে ক্যান্ডেলটির ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস পর্যন্ত সম্পূর্ণরূপে এটি বেয়ারিশ মুভমেন্ট এর মাধ্যমে ক্যান্ডেল ক্লোজ হয়।
চার্টে ভালো করে এই ক্যান্ডেলটি খুঁজে নেয়ার জন্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আপনার জ্ঞান থাকা আবশ্যিকঃ
- যখন দেখবেন, চলমান কোনও আপ্ট্রেন্ড এর পর White Marubozu ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়েছে তখন বুঝবেন, প্রাইস আরও আপ্ট্রেন্ড এর ধাবাহিকতা ধরে রাখবে।
- যখন দেখবেন, চলমান কোনও ডাউনট্রেন্ড এর পর White Marubozu ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়েছে তখন বুঝবেন, প্রাইস রিভার্স হিসাবে আপট্রেন্ডে যেতে পারে।
- যখন দেখবেন, চলমান কোনও ডাউনট্রেন্ড এর পর Black Marubozu ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়েছে তখন বুঝবেন, প্রাইস আরও ডাউনট্রেন্ড এর ধাবাহিকতা ধরে রাখবে।
- যখন দেখবেন, চলমান কোনও আপট্রেন্ড এর পর Black Marubozu ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়েছে তখন বুঝবেন, প্রাইস রিভার্স হিসাবে ডাউনট্রেন্ডে যেতে পারে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।