যারা নতুন অবস্থায় ফরেক্স ট্রেড করছেন তারা অনেকেই এর প্রধান ট্রেডিং প্ল্যাটফর্ম MT4 সম্পর্কে জানেন না। এই ট্রেডিং প্ল্যাটফর্মের অনেক কিছুই আপনার নতুন মনে হবে। এই আর্টিকেলে চেষ্টা করবো আপনাকে এই MT4 প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু ধারনা দেয়ার।
MT= Meta Trader অর্থাৎ, যার মাধ্যমে আপনি ফরেক্স ট্রেড করবেন এবং 4 হচ্ছে এর ভার্সন। এক কথায় MT4 হচ্ছে মেটা ট্রেডারের ৪র্থ সংস্করণ। এটি একটি বিশেষায়িত সফটওয়্যার যা মুলত ফরেক্স ট্রেডিং এর জন্য ব্যবহৃত হয়ে থাকে।
MetaTrader 4 পরিচিতি
অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্মগুলোর মতনই MT4 টার্মিনাল আপনাকে বিভিন্ন কারেন্সি পেয়ারের রিয়েল-টাইম চার্ট, লাইভ প্রাইস মুভমেন্ট এবং ব্রোকারের পক্ষ থেকে সেখানে অর্ডার গ্রহন করার সুবিধা প্রদান করে থাকে।
ট্রেডারদের কাছে MetaTrader 4 অনেক বেশী জনপ্রিয় হবার মুল কারন হচ্ছে, ট্রেডাররা নিজেদের পছন্দ অনুসারে প্ল্যাটফর্মটিকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারেন।
এছাড়াও, এই প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয় ট্রেডিং সিস্টেম কিংবা রোবট ট্রেডিং করার জন্য খুবই কার্যকর। এতে করে প্ল্যাটফর্ম নিজে থেকে আপনার জন্য ট্রেড ওপেন এবং ক্লোজ করতে থাকবে।
এই সফটওয়্যারটির মুলত দুইটি অংশ থাকে। এগুলো একটিকে বলা হয় ক্লায়েন্ট টার্মিনাল এবং অন্যটি হচ্ছে সার্ভার-সাইড টার্মিনাল।
সার্ভার-সাইড টার্মিনালটি মুলত ব্রোকার নিয়ন্ত্রণ করে থাকে এবং সেটির ক্লায়েন্ট টার্মিনালটি, ব্রোকার তার ট্রেডারদের প্রদান করে যেখানে সেই ব্রোকারের অফারকৃত ট্রেডিং ইন্সট্রুমেন্ট, এগুলোর রিয়েল টাইম প্রাইস মুভমেন্ট, অর্ডার গ্রহন এবং ক্লোজিং কাজগুলো করা যায়।
ক্লায়েন্ট টার্মিনালটি মুলত মাইক্রোসফট এর উইন্ডোজ ভিত্তিক এপ্লিকেশন যেটি মুলত আমরা কম্পিউটার কিংবা ল্যাপটপের মতন ডিভাইসগুলোতে ইন্সটল করে ব্যবহার করে থাকি। উইন্ডোজ ভিত্তিক এপ্লিকেশন হবার পিছনে মুল কারন হচ্ছে, যেই কেউ এই MetaTrader 4 সফটওয়্যারটিকে নিজের মতন করে কাস্টমাইজ করে, কোড পরিবর্তন করে, বিভিন্ন ধরনের এলগোরিদম ব্যবহার করার মাধ্যমে যাতে নিজের ইচ্ছামতন করে ব্যবহার করতে পারেন।
MT4 টার্মিনালের কোনও অফিসিয়াল Mac OS ভার্সন এখন পর্যন্ত নেই। অর্থাৎ, MetaQuotes কর্পোরেশন এখন পর্যন্ত Apple এর mac কম্পিউটারের জন্য এই এপ্লিকেশন তৈরি করেনি। তারপরও আপনি যেই ব্রোকারে ট্রেড করছেন সেই ব্রোকার দেখবেন, Mac OS এর জন্য সফটওয়্যার ব্যবহার করার সুবিধা দেয়। এটি মুলত ব্রোকার নিজে কাস্টমারদের জন্য তৈরি করছে মুল উইন্ডোজ ভার্সনের কোডিং পরিবর্তন করার মাধ্যমে।
প্রতিটি ব্রোকারই তাদের ক্লায়েন্টদেরকে একটি নির্দিষ্ট টার্মিনালের মাধ্যমে ট্রেড সম্পাদন করার সুযোগ প্রদান করে থাকে। গ্রাহকগণ এই ট্রেডিং প্ল্যাটফর্মে নিজস্ব ট্রেডিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ট্রেড করতে পারবেন এবং মার্কেট প্রাইসের মুভমেন্ট কম্পিউটারে দেখতে পারবেন।
MT4 কোথায় পাবো?
এই সফটওয়্যারটি প্রায় প্রতিটি ব্রোকার তাদের গ্রাহকগণকে প্রদান করে থাকে। আপনি যেই ব্রোকারে ট্রেড করেন সেখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। শুরুতেই বলেছি এই সফটওয়্যারটি শুধুমাত্র মাইক্রোসফট এর উইন্ডোজ এপ্লিকেশনের জন্য অফিসিয়ালি তৈরি করা হয়েছে।
এই কারনে, শুধুমাত্র উইন্ডোজ কম্পিউটার কিংবা ল্যাপটপে এই সফটওয়্যারটি ইন্সটল করে নিতে পারবেন। তবে ট্রেডারদের সুবিধার কথা বিবেচনায় অনেক ব্রোকারই এই উইন্ডোজ এপ্লিকেশনটিকে কাস্টমাইজ করে Apple এর Mac OS ভার্সনের জন্যও ইন্সটল করার সুবিধা প্রদান করে। মনে রাখবেন, Mac OS এর যেই MT4 এর এপ্লিকেশন ব্রোকার প্রদান করে সেটি কিন্তু অফিসিয়াল নয়। এটি ব্রোকার নিজে কাস্টমাইজ করে তৈরি করেছে। তবে আপনার যদি Mac OS এর মেশিন থাকে তবে এই কাস্টমাইজ সফটওয়্যারটি ব্যবহার করেও ট্রেডিং করতে পারবেন। এতে কোনও সমস্যা হবেনা।
আপনি যেই ব্রোকারের ট্রেড করছেন, আপনাকে সেই ব্রোকারের ট্রেডিং টার্মিনাল ব্যবহার করেই ট্রেড করতে হবে। অন্যথায়, ব্রোকারের ক্লায়েন্ট-সাইড টার্মিনালে আপনি লগিন করতে পারবেন না। ব্রোকারের টার্মিনালটি ডাউনলোড করার জন্য অনুগ্রহ করে আপনার ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। এরপরও আপনাদের সুবিধার জন্য কিছু ব্রোকারের ট্রেডিং টার্মিনালগুলো সরাসরি ডাউনলোড করার লিংক নিচে প্রদান করা হল।
MetaTrader 4 ডাউনলোড লিংক | |
Exness | ডাউনলোড লিংক |
XM |
ডাউনলোড লিংক |
FBS | ডাউনলোড লিংক |
IC Marekts |
ডাউনলোড লিংক |
Instaforex |
ডাউনলোড লিংক |
HotForex | ডাউনলোড লিংক |
Tickmill | ডাউনলোড লিংক |
FXPro | ডাউনলোড লিংক |
MT4 ইন্সটলেশন
MT4 হচ্ছে কম্পিউটারের জন্য তৈরি করা একটি সফটওয়্যার যা আপনি আপনার পিসি/ল্যাপটপে ইন্সটল করতে পারবেন। প্রথমে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। লিংক করার পর স্বয়ংক্রিয়ভাবে একটি ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে এবার ফাইলটির উপরে ডাবল ক্লিক করুন এবং কম্পিউটারে এটিকে ইন্সটল করুন।
লক্ষ্য করবেন এখন কিছু ফাইল ডাউনলোড হবে এবং স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যাবে। এখন, আপনার ট্রেডিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এর জন্য সফটওয়্যার প্যানেল থেকে উপরের বা (left) পাশের কোনায় দেখবেন File নামে একটি ট্যাব আছে।
এখানে ক্লিক করুন এবং File –> Login to Trade Account ক্লিক করুন। এবার, আপনার কাছে একটি বক্স আসবে সেখানে আপনার ট্রেডিং একাউন্টের আইডি, পাসওয়ার্ড এবং সার্ভার এর ঠিকানা দিয়ে লগইন করে নিতে হবে। নিচের চিত্রটি দেখলে আরও পরিষ্কার হয়ে যাবেন।
কিছুক্ষণের মধ্যেই সফলভাবে আপনার একাউন্ট লগইন হয়ে যাবে। যদি আপনি আপনার সার্ভার এর ঠিকানা না জানেন তাহলে একাউন্ট খোলার সময় আপনাকে ব্রোকার একটি ইমেইল করেছিল। সেখানে আপনার সার্ভার এর ঠিকানা সম্পর্কে দেয়া আছে। এছাড়াও, আপনি ব্রোকারের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। বেশীরভাগ সময় সার্ভারগুলোর নাম হয় নিম্নরূপ,
ব্রোকারের নাম-সার্ভার নাম কিংবা আইডি
যেমন,
- InstaForex-UK.com
- Exness-Real16
MT4 সফটওয়্যার ইন্টারফেস
প্ল্যাটফর্মে আপনার ট্রেডিং একাউন্ট দিয়ে লগইন করার পর আপনার সামনে একটি একটি সম্পূর্ণ প্যানেল ওপেন হবে যেখানে আপনি অনেক কিছু এক সাথে দেখতে পাবেন। লক্ষ্য করুন, এই প্যানেলের সবার উপরে কিছু ছোট ট্যাব রয়েছে। প্রতিটি ট্যাব এর আলাদা কিছু কাজ রয়েছে। উপরের চিত্রে আমরা প্রয়োজনীয় সব টুলস গুলো একসাথে দেয়ার চেষ্টা করেছি।
এবার আপনার প্যানেলের একবারে বা পাশে আরও কিছু আলাদা আলাদা অপশন দেখতে পাবেন। এই প্যানেলটিকে বলা হয় Market Watch । এখানে লক্ষ্য করুন, সব কারেন্সির প্রাইস একসাথে দেখতে পারবেন। আপনি যদি এখান থেকে কোনও নির্দিষ্ট কারেন্সি এর চার্ট ওপেন করতে চান তাহলে এর উপরে মাউসের Right Click করে Open Chart Window অপশনে ক্লিক করুন। তাহলেই ওই কারেন্সি পেয়ারের চার্টটি ওপেন হয়ে যাবে।
প্রাথমিক অবস্থায় এখানে, শুধুমাত্র অল্প কিছু কারেন্সি পেয়ার থাকে। আপনি যদি ইন্সটাফরেক্স এর সব ট্রেডিং ইন্সট্রুমেন্ট এক সাথে দেখতে চান তাহলে এখানে Right Click করে Show All অপশনে ক্লিক করুন। তাহলে ইন্সটাফরেক্স ট্রেড করার জন্য যেসব ইন্সট্রুমেন্ট প্রদান করে সব একসাথে চলে আসবে।
এবার আপনার পছন্দ অনুসারে মাউস দিয়ে Scroll করে নিচে নামতে থাকুন। তাহলে সব কিছু বুঝতে পারবেন।
Market Watch প্যানেলের ঠিক নিচে দেখুন আর একটি অপশন আছে যার নাম হচ্ছে, Navigator । আপনি এখানে আপনার নাম, ট্রেডিং আইডি এবং আপনার ট্রেডিং সার্ভারের সমস্ত তথ্য দেখতে পাবেন। আপনি যদি একাধিক ট্রেডিং আইডি দিয়ে লগইন করে থাকেন তাহলে সবগুলোই আলাদা আলাদা করে দেয়া থাকবে। আপনি তখন যেই একাউন্টে ট্রেড করতে চাইবেন তখন সেই ট্রেডিং আইডি এর উপর ডাবল ক্লিক করে লগইন করে নিবেন।
MT4 প্লাটফর্মের সবার নিচে ডান পাশে Terminal নামে একটি অংশ দেখতে পাবেন।
এখানে আমরা, আমাদের ট্রেডিং একাউন্টের ব্যালেন্স এবং ট্রেড সম্পর্কিত তথ্য দেখতে পাবো। আপনি যদি কোনও ট্রেড দিয়ে থাকেন তাহলে ওই ট্রেডে কত লস/লাভ, আপনার ট্রেডিং একাউন্টের ব্যালেন্স ইত্যাদি তথ্য একসাথে এখান থেকে জানতে পারবেন।
মার্কেট চার্ট/ প্রাইস চার্ট – MT4 প্লাটফর্মের এই অংশে আমরা, প্রধান কাজ করে থাকি। এখানে, বিভিন্ন কারেন্সি পেয়ারের মার্কেট চার্ট দেখে আমরা নতুন কোনও ট্রেড গ্রহন কিংবা পুরাতন কোনও ট্রেড ক্লোজ করে থাকি। এটি মূলত কোনও কারেন্সি পেয়ারের এনালাইসসিস করার জন্য। এখানে আপনি রিয়েল-টাইম মার্কেট প্রাইস মুভমেন্ট দেখতে পারবেন।
Market Watch থেকে কোনও কারেন্সি পেয়ারে ক্লিক করে Chart Window অপশনে ক্লিক করলে এখানে সেই চার্টটি দেখতে পাবেন। এবার, আপনার পছন্দের টাইম-ফ্রেম নির্বাচন করে নিজের মতন করে এনলাইসিস করে নিন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।