প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
ফরেক্স বাংলাদেশ এর ফোরামে আপনাকে স্বাগতম।
সম্প্রতি Neteller এবং Skrill তাদের একাউন্ট ব্যবহারের terms and conditions কিছুটা পরিবর্তন এনেছে, এই পরিবর্তন আগামী 14th December 2017 থেকে বাস্তবায়িত হবে। আপনাদের সকলের সুবিধার জন্য আমরা এই পরিবর্তনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি।
Neteller and Skrill Fees
নিচের এই পরিবর্তন সকল Neteller একাউন্ট ব্যবহারকারীর উপর প্রযোজ্য হবে-
- Neteller থেকে Neteller একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার জন্য, নির্ধারিত ফি কমিয়ে 1.45% করা হয়েছে যা আগে ছিল 1.9% ।
- Neteller থেকে Neteller একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার জন্য, সর্বনিম্ন চার্জ হবে $0.50 (USD) এবং সর্বোচ্চ ফি নির্ধারিত নয়।
- যারা Neteller এর MasterCard ব্যাবহার করছেন, কার্ডের জন্য বাৎসরিক $10 (USD) ফি প্রযোজ্য হবে। এই ফি স্বয়ংক্রিয়ভাবে যেদিন থেকে আপনার কার্ড একটিভ করা হয়েছে সে অনুসারে আপনার একাউন্ট থেকে কেটে নেওয়া হবে। (যারা Neteller এর কার্ড ব্যবহার করছেন না তাদের উপর এই ফি প্রযোজ্য হবে না)
Neteller and Skrill Fees
নিচের এই পরিবর্তন সকল Skrill একাউন্ট ব্যবহারকারীর উপর প্রযোজ্য হবে-
- Skrill থেকে Skrill একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার জন্য, নির্ধারিত ফি কমিয়ে 1.45% করা হয়েছে যা আগে ছিল 1.9% ।
- Skrill থেকে Skrill একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার জন্য, সর্বনিম্ন চার্জ হবে €0.50 (EUR) এবং সর্বোচ্চ ফি নির্ধারিত নয়।
লক্ষ্য করুন, উপরোক্ত এই চার্জ 14th December 2017 থেকে বাস্তবায়িত হবে। এই বিষয়ে আপনাদের নিজ নিজ ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে, ইমেইল চেক করে দেখে নিন।
Views: 128