Neteller এবং Skrill একাউন্ট ব্যবহারের চার্জের পরিবর্তন

0
116
সর্বশেষ আপডেট: September 13, 2020
You are here:
  • FX Search
  • Other
  • Neteller এবং Skrill একাউন্ট ব্যবহারের চার্জের পরিবর্তন
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

ফরেক্স বাংলাদেশ এর ফোরামে আপনাকে স্বাগতম।

সম্প্রতি Neteller এবং Skrill তাদের একাউন্ট ব্যবহারের terms and conditions কিছুটা পরিবর্তন এনেছে, এই পরিবর্তন আগামী 14th December 2017 থেকে বাস্তবায়িত হবে। আপনাদের সকলের সুবিধার জন্য আমরা এই পরিবর্তনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি।

Neteller and Skrill Fees

নিচের এই পরিবর্তন সকল Neteller একাউন্ট ব্যবহারকারীর উপর প্রযোজ্য হবে-

  • Neteller থেকে Neteller একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার জন্য, নির্ধারিত ফি কমিয়ে 1.45% করা হয়েছে যা আগে ছিল 1.9% ।
  • Neteller থেকে Neteller একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার জন্য, সর্বনিম্ন চার্জ হবে $0.50 (USD) এবং সর্বোচ্চ ফি নির্ধারিত নয়।
  • যারা Neteller এর MasterCard ব্যাবহার করছেন, কার্ডের জন্য বাৎসরিক $10 (USD) ফি প্রযোজ্য হবে। এই ফি স্বয়ংক্রিয়ভাবে যেদিন থেকে আপনার কার্ড একটিভ করা হয়েছে সে অনুসারে আপনার একাউন্ট থেকে কেটে নেওয়া হবে।  (যারা Neteller এর কার্ড ব্যবহার করছেন না তাদের উপর এই ফি প্রযোজ্য হবে না)

Neteller and Skrill Fees

নিচের এই পরিবর্তন সকল Skrill একাউন্ট ব্যবহারকারীর উপর প্রযোজ্য হবে-

  • Skrill থেকে Skrill একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার জন্য, নির্ধারিত ফি কমিয়ে 1.45% করা হয়েছে যা আগে ছিল 1.9% ।
  • Skrill থেকে Skrill একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার জন্য, সর্বনিম্ন চার্জ হবে €0.50 (EUR) এবং সর্বোচ্চ ফি নির্ধারিত নয়।

লক্ষ্য করুন, উপরোক্ত এই চার্জ 14th December 2017 থেকে বাস্তবায়িত হবে। এই বিষয়ে আপনাদের নিজ নিজ ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে, ইমেইল চেক করে দেখে নিন।

 

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 128

আরও জানুন

পূর্ববর্তী: German Federal Election 2017
পরবর্তী: Japan General Election 2017
পূর্বের আর্টিকেলGerman Federal Election 2017
পরবর্তী আর্টিকেলJapan General Election 2017
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here