বাংলাদেশ থেকে নেটেলার একাউন্টে টাকা ডিপোজিট করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অন্য কারও কাছ থেকে আপনাকে এই নেটেলার ফান্ড কিনে নিতে হবে। বাংলাদেশ এর কোনও ব্যাংক একাউন্ট কিংবা কোনও ধরনের লোকাল কার্ড ব্যবহার করে আপনি Neteller Deposit করতে পারবেন না।
আর যাদের ডুয়াল কারেন্সি কার্ড রয়েছি, আমরা অনুরোধ করবো এই মাধ্যমেও টাকা ডিপোজিট করার কোনও দরকার নেই। কারন বাংলাদেশ এর কেন্দ্রিয় ব্যাংক এর নীতিমালা অনুযায়ী সরাসরি বৈদেশিক মুদ্রার বিনিময়ে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং Neteller Deposit করার জন্য অন্য কারও কাছে থেকে কিনে নেয়াও হচ্ছে উত্তম।
কিভাবে Neteller Deposit করবেন?
বিষয়টি অনেক সহজ। যার কাছ থেকে আপনি ফান্ড গ্রহন করবেন, অনুগ্রহ করে তাকে আপনার নেটেলার একাউন্ট এর ইমেইল আইডি প্রদান করুন। তিনি (যিনি ফান্ড ট্রান্সফার করবেন) নিজ নেটেলার একাউন্ট থেকে আপনার নেটেলার একাউন্টে ফান্ড ট্রান্সফার করে দিতে পারবেন।
আপনার একাউন্টে ফান্ড ডিপোজিট হয়ে গেলে, ইমেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে।
আমি নেটেলার একাউন্টে টাকা ডিপোজিট করতে চাই। plz help me
কমেন্ট এর জন্য ধন্যবাদ। দুঃখিত, ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন এই সংক্রান্ত কোনও সেবা আমাদের নেই। যার কারনে এই বিষয়ে সহায়তা করাও সম্ভব হচ্ছে না। তবে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে অনেক গ্রুপ আছে যেখান থেকে টাকার বিনিময় ডলার কিনে নেয়া যায়। তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তবে এই ধরনের লেনদেন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কেননা প্রচুর স্কামিং হয় এখন।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। যদি আপনার ব্যাংক সাপোর্ট করে তাহলে কার্ডটী ব্যবহার করার মাধ্যমে নেটেলার একাউন্টে ডিপোজিট করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে একাউন্ট রেজিস্টার করতে হবে এবং ট্রেডিং প্রোফাইল ভেরিফাই করে নিতে হবে। লিংক – https://fxbd.co/neteller
ভাই আমি দুবাইয়ের ভিসা কার্ড ব্যবহার করি, এটা ডুয়েল কারেন্সি। আমার নেটেলার একাউন্ট এর নামের সাথে ভিসা কার্ডের নাম ও মিল আছে। আমি কি এখন ওই কার্ডের মাধ্যমে ডিপোজিট করতে পারব?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। যদি আপনার ব্যাংক সাপোর্ট করে তাহলে কার্ডটী ব্যবহার করার মাধ্যমে নেটেলার একাউন্টে ডিপোজিট করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে একাউন্ট রেজিস্টার করতে হবে এবং ট্রেডিং প্রোফাইল ভেরিফাই করে নিতে হবে। লিংক – https://fxbd.co/neteller