ফরেক্স কিংবা বাইনারি ট্রেড করার জন্য বাংলাদেশ থেকে পেমেন্ট করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই Neteller । সহজলভ্য, নির্ভরযোগ্য হবার কারনে প্রায় ৯০ শতাংশ ট্রেডারই এই নেটেলার একাউন্ট ব্যবহার করে থাকেন। আমরা প্রায়ই একটি প্রশ্ন পাই, “Neteller Master Card কিভাবে পাওয়া যায় ?”
আন্তরিকভাবে দুঃখিত, মার্চ -৫, ২০১৮ থেকে নেটেলার বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তাদের Neteller Master Card এর সাবে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ, আপনি চাইলেও এখন আর নেটেলার মাস্টার কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন না।
অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ আর এই মাস্টার কার্ড সংগ্রহ করতে পারবেন না এবং যাদের এই কার্ড আগে থেকে ছিল তারাও এই কার্ডের সার্ভিস আর পাবেন না। সবার কার্ড, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। নেটেলার এখন থেকে European Economic Area (EEA) মধ্যে বসবাসরত গ্রাহকদেরই কেবল এই Neteller Master Card এর সুবিধা প্রদান করবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে নেটেলার এর FAQ অংশে দেখুন।