Neteller Master Card কি এখন পাওয়া যায়?

0
511
সর্বশেষ আপডেট: September 13, 2020
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

ফরেক্স কিংবা বাইনারি ট্রেড করার জন্য বাংলাদেশ থেকে পেমেন্ট করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই Neteller । সহজলভ্য, নির্ভরযোগ্য হবার কারনে প্রায় ৯০ শতাংশ ট্রেডারই এই নেটেলার একাউন্ট ব্যবহার করে থাকেন। আমরা প্রায়ই একটি প্রশ্ন পাই, “Neteller Master Card কিভাবে পাওয়া যায় ?”

আন্তরিকভাবে দুঃখিত, মার্চ -৫, ২০১৮ থেকে নেটেলার বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তাদের Neteller Master Card এর সাবে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ, আপনি চাইলেও এখন আর নেটেলার মাস্টার কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন না।

Neteller Master Card

অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ আর এই মাস্টার কার্ড সংগ্রহ করতে পারবেন না এবং যাদের এই কার্ড আগে থেকে ছিল তারাও এই কার্ডের সার্ভিস আর পাবেন না। সবার কার্ড, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। নেটেলার এখন থেকে European Economic Area (EEA) মধ্যে বসবাসরত গ্রাহকদেরই কেবল এই Neteller Master Card এর সুবিধা প্রদান করবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে নেটেলার এর FAQ অংশে দেখুন।

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 0 of 0 found this article helpful.
Views: 653
পূর্বের আর্টিকেলNeteller টাকা উত্তোলন প্রক্রিয়া
পরবর্তী আর্টিকেলInstaforex Deposit
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here