Neteller একাউন্ট ব্যবহারের নীতিগত পরিবর্তন

0
91
সর্বশেষ আপডেট: September 13, 2020
You are here:
  • FX Search
  • Other
  • Neteller একাউন্ট ব্যবহারের নীতিগত পরিবর্তন
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

ফরেক্স বাংলাদেশ এর ফোরামে আপনাকে স্বাগতম।

সম্প্রতি Neteller তাদের একাউন্ট ব্যবহারের terms and conditions কিছুটা পরিবর্তন এনেছে, এই পরিবর্তন আগামী থেকে বাস্তবায়িত হবে। আপনাদের সকলের সুবিধার জন্য আমরা এই পরিবর্তনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি।

নিচের এই পরিবর্তন সকল Neteller একাউন্ট ব্যবহারকারীর উপর প্রযোজ্য হবে-

  • যারা Neteller এর Personal Account এর সুবিধা গ্রহন করছেন, প্রতি ১২ মাসে মধ্যে অন্তত ১ বার লগইন করেছেন কিংবা ফান্ড লেনদেন করেছেন তাদের জন্য কোনও ধরনের ফি কিংবা চার্জ ধার্য করা হবে না।
  • যারা ১২ মাসের মধ্যে একাউন্ট লগইন কিংবা কোনও ধরনের লেনদেন করেন নি, তাদের জন্য অতিরিক্ত মাসিক চার্জ হিসাবে EUR 5.00 কিংবা সমপরিমাণ ফান্ড একাউন্ট ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে।
  • প্রতিষ্ঠান চাইলে যেকোনো সময় আপনার নেটেলার এর একাউন্ট এবং এর সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে এবং এর জন্য আপনাকে কোনও ধরনের আগাম নোটিশ কিংবা তথ্য প্রদানে বাধ্য থাকবে না।
  • যেকোনো ধরনের প্রতারণামুলক কার্যক্রম, একই নামে একাধিক একাউন্ট এর ব্যবহার, মানি লন্ডারিং, জঙ্গি অর্থায়ন কিংবা অন্য যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এর জন্য নেটেলার একাউন্ট এর সংযোগ পাওয়া কিংবা প্রমাণিত হলে স্বয়ংক্রিয়ভাবে, প্রতিষ্ঠান নেটেলার একাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেয়ার ক্ষমতা রাখবে এবং কোনওভাবে এর জবাবদিহিতা জন্য বাধ্য থাকবে না।

লক্ষ্য করুন, উপরোক্ত এই চার্জ এবং নীতিমালা 13th March 2019 থেকে বাস্তবায়িত হবে। বিষয় সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই আপনাদের নিজ নিজ ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে, ইমেইল চেক করে দেখে নিন এবং প্রয়োজনে নেটেলার এর সাপোর্ট টীম এর সাথে যোগাযোগ করুন।

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 1 1 of 2 found this article helpful.
Views: 102
পূর্বের আর্টিকেলInstaforex Webtrader কি?
পরবর্তী আর্টিকেলTrading Time এর পরিবর্তন
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here