প্রত্যাশিত পড়ার সময়: < 1 min
আর্টিকেল এর বিষয়সমুহ
Neteller এবং Skrill সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা!
প্রিয় গ্রাহক,
আপনারা যারা নিজেদের প্রয়োজনে Neteller/Skrill ব্যাবহার করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, নতুন করে প্রণীত FCA regulations এর কারণে আপনার একাউন্ট পুনরায় ভেরিফাই করে নেয়ার প্রয়োজন পড়তে পারে। যদি আপনার একাউন্টে ভেরিফিকেশনের প্রয়োজন পরে তাহলে আপনার একাউন্ট লগইন করার পর সেটা দেখতে পারবেন। অনুগ্রহ করে আপনার ইমেইল চেক করুন। সেখানেও ভেরিফিকেশনের এই বিষয়টি সম্পর্কে আপনাকে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।
লক্ষ্য করুন, এই ভেরিফিকেশন আপনাকে 28th September এর মধ্যে করতে হবে অন্যথায় আপনার একাউন্ট ব্লক/block হয়ে যাবে। সুতরাং, যারা এখন ভেরিফিকেশন করেন নি তারা অবশ্যই নির্ধারিত সময়ের আগে এই কাজটি সম্পাদন করে ফেলুন।
Source,
Paysafe Plc.
Views: 210