Nonfarm Payrolls (NFP) নিউজের জন্য প্রিপারেশন

7
1241
Nonfarm Payrolls (NFP) নিউজের বিশ্লেষণ
সর্বশেষ আপডেট: September 5, 2024
You are here:
  • FX Search
  • Other
  • Nonfarm Payrolls (NFP) নিউজের জন্য প্রিপারেশন
প্রত্যাশিত পড়ার সময়: 8 মিনিট

Nonfarm Payrolls (NFP) – বলা হয়ে থাকে, “ট্রেডিং মার্কেট মুভ করে, নিউজের কারনে”। এটি সম্পূর্ণ সত্য যার কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণ, আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন। একই সাথে এই নিউজের প্রভাব এবং ট্রেডিং প্ল্যান কি ধরনের হওয়া উচিৎ, সেটিও আজ আপনাদের সামনে উপস্থাপন করবো।

প্রতি মাসের ১ম শুক্রবার এই Nonfarm Payrolls (NFP) সম্পর্কিত নিউজটি বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিট (GMT+6) প্রকাশিত হয়ে থাকে। অর্থাৎ, এখন থেকে এই নিউজের কারনে মার্কেটের সম্ভাব্য প্যাটার্ন, এবং বিশ্লেষণ এই আর্টিকেল থেকে জানতে পারবেন। পরামর্শ থাকবে, এই আর্টিকেলটি আপনার পিসি কিংবা ফোনের ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন। কেননা প্রতি মাসে, এই আর্টিকেলটির মাধ্যমে নিউজের প্রভাব এবং সম্ভাব্য মার্কেট ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন।

বুকমার্ক করার জন্য-আপনার কীবোর্ড থেকে ctrl+d বাটনটি ক্লিক করলেই হয়ে যাবে। চলুন তাহলে আর্টিকেলটি শুরু করা যাক।

NFP সম্পর্কে বিস্তারিত

NFP আসলে কি?

non-farm payroll সংক্ষেপে NFP হচ্ছে একধরনের মাসিক রিপোর্ট যা মুলত পূর্বের মাসে যুক্তরাষ্ট্রে, (USA) কি পরিমাণ নতুন চাকুরীর ব্যবস্থা করা হয়েছে সেটির তথ্য প্রকাশ করে থাকে। তবে এই রিপোর্টের মধ্যে সকল ধরনের কৃষি উৎপাদনকারী পণ্যের প্রতিষ্ঠান, ব্যক্তিগত উদ্যোগে গৃহস্থালি পণ্য তৈরির প্রতিষ্ঠান এবং অলাভজনক সংস্থা কিংবা প্রতিষ্ঠানে কর্মরতের বাদ দিয়ে তথ্য প্রদান করা হয়ে থাকে। সাধারণত, প্রতিমাসের ১ম শুক্রবার এই রিপোর্টটি প্রকাশিত হয়ে থাকে এবং একই সাথে সার্বিক বেকারত্বের পরিমাণ এবং একই সাথে প্রতি ঘন্টা হিসাবে গড় আয়ের পরিমাণের তথ্য প্রকাশ করে থাকে।

NFP গুরুত্বপূর্ণ কেন?

“United States Department of Labor” প্রতিষ্ঠান, এই রিপোর্ট প্রকাশ করে থাকে। একটি দেশের অর্থনীতির দিক-নির্দেশনা পাওয়া যায় মুলত, অর্থনীতির সাথে যুক্ত কিছু ফ্যাক্টর থেকে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, বেকারত্বের পরিমাণ নির্ণয়, কর্মস্থান থেকে প্রাপ্ত গড় আয়ের পরিমাণ এবং নতুন করে কি পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে, সেটি থেকে।

এই তথ্যগুলো মুলত নিবিড়ভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক “Federal Reserve (FED)” পর্যবেক্ষণ করার মাধ্যমে, আর্থিক নীতিমালা প্রণয়ন যেমন ধরুন, সুদহার (Interest Rate) এর পরিমাণ নির্ণয় করে থাকে। উধারন হিসাবে বলা যায়, যদি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়- তাহলে সেটির বিবেচনায় ইন্টারেস্ট রেটের পরিমাণও বৃদ্ধি করা হতে পারে। অন্যদিকে, যদি কর্মসংস্থানের সুযোগ হ্রাস পায়, তাহলে অর্থনীতিতে এটির প্রভাব মোকাবেলা করার জন্য ইন্টারেস্ট রেটের পরিমাণ হ্রাস করা হতে পারে।

যেহেতু যুক্তরাষ্ট্র (USA) পৃথিবীর সর্ব বৃহৎ অর্থনীতির দেশ এবং এই দেশের কেন্দ্রীয় ব্যাংক এর প্রণীত যেকোনো ধরনের নীতিমালার পরিবর্তনের সরাসরি প্রভাব দেখতে পাওয়া যায় আন্তর্জাতিক অর্থনীতিতে। যদি সহজ করে বলার চেষ্টা করি, যদি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (FED) যদি USD এর ইন্টারেস্ট রেটের পরিমাণ বৃদ্ধি করে কিংবা হ্রাস করে, তাহলে সেটির প্রভাব, বাংলাদেশের অর্থনীতিতেও দেখতে পাওয়া যাবে।

এই কারনে, এই নিউজের প্রতি বিনিয়োগকারীদের অধির অপেক্ষা থাকে। কেননা নিউজের মাধ্যমে প্রকাশিত ড্যাটা কিংবা তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে, প্রাইসের মুভমেন্ট থেকে ট্রেডাররা প্রফিট করার চেষ্টা করে। ফলাফল হিসাবে, নিউজ প্রকাশের পর, কারেন্সি এবং স্টক মার্কেটে ব্যাপক আকারের মুভমেন্ট দেখতে পাওয়া যায়।

এই নিউজটি মুলত আগের মাসের তথ্য প্রকাশ করে থাকে। অর্থাৎ, সেপ্টেম্বর ৬ তারিখ (১ম শুক্রবার) মুলত পূর্ববর্তী মাস অর্থাৎ, আগস্ট মাসের তথ্য প্রকাশিত হবে যেটি বাংলাদেশী সময় সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিট (GMT+6) সময় অনুসারে

কারেন্সি মার্কেটে NFP নিউজের প্রভাব

প্রতিদিন যেই পরিমাণ নিউজ প্রকাশিত হয়, এদের মধ্যে NFP নিউজের প্রভাব অতিমাত্রায় হয়ে থাকে যার কারনে এই নিউজের প্রভাবে, স্পট কারেন্সি মার্কেটে ব্যাপক আকারের প্রাইসের মুভমেন্ট দেখতে পাওয়া যায়।

যেমন ধরুন, যদি যুক্তরাষ্ট্রের সামগ্রিক বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে অর্থনীতিতে এর খারাপ প্রভাব মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক (FED), ইন্টারেস্ট রেটের পরিমাণকে হ্রাস কিংবা কমিয়ে নিয়ে আসে। এতে করে ডলারের (USD) সামগ্রিক ভ্যালু কিংবা মান কমে আসে। অন্যদিকে, যদি কর্মসংস্থানের সুযোগ ব্যাপক আকারে বৃদ্ধি পায় তাহলে সেটির পজিটিভ ইমপ্যাক্ট অর্থনীতিতে দেখা যাবে, যার ফলে কেন্দ্রীয় ব্যাংক তখন ইন্টারেস্ট রেটের পরিমাণকে বৃদ্ধি করতে পারে যার ফলে, ডলারের ভ্যালু কিংবা মান বৃদ্ধি পাবে।

যেহেতু এই নিউজটি প্রতিমাসেই প্রকাশিত হয়ে থাকে, এই কারনে নিউজের ড্যাটা সম্পর্কে আগে থেকে ধারনা করা সম্ভব নয় কিংবা সহজ কাজ নয়। আপনার যদি মনে হয়, আগের প্রকশিত NFP এর রিপোর্ট পজিটিভ আসছে বিধায়, এবারও পজিটিভ আসবে, এমনটি মনে করার কোনও কারণই নেই। নিউজের ড্যাটা পজিটিভ কিংবা নেগেটিভ যেকোনোটিই হতে পারে।

যেহেতু নিউজের ড্যাটা কি আসবে সেটি আগে (রিপোর্ট প্রকাশের পূর্বে) থেকে জানার কোনও উপায় নেই, তাই অ্যানালিস্ট কিংবা অর্থনীতিবিদরা সামগ্রিক বিবেচনায়, নিউজ প্রকাশের আগেই, নিউজএর ড্যাটা কি ধরনের হতে পারে, সেটি একটি ধারনা প্রদান করে থাকে।

যখন নিউজের প্রকাশিত ড্যাটা, অর্থনীতিবিদদের প্রকাশিত ড্যাটা থেকে বেশী আসবে, তখন সেটি পজিটিভ হিসাবে গ্রহণযোগ্য হবে। অন্যদিকে, যদি নিউজের ড্যাটা, ধারনাকৃত ড্যাটার থেকে কম আসে, তাহলে সেটি নেগেটিভ হিসাবে গন্য হবে।

যদি NFP এর পজিটিভ ড্যাটা প্রকাশিত হয়, তাহলে সেটির প্রভাবে ডলার শক্তিশালী হয়ে থাকে যার কারনে, XXX/USD প্যাটার্নের সকল কারেন্সি পেয়ারের ভ্যালু নিচের দিকে নেমে আসতে থাকে। যেমন ধরুন, EUR/USD কিংবা GBP/USD কারেন্সি পেয়ারের ভ্যালু উপরের দিকে মুভ করতে থাকবে। যদি নিউজের ড্যাটা নেগেটিভ আসে তাহলে হবে ঠিক বিপরীত।

যদি NFP এর পজিটিভ ড্যাটা প্রকাশিত হয়, তাহলে সেটির প্রভাবে ডলার শক্তিশালী হয়ে থাকে যার কারনে, USD/XXX প্যাটার্নের সকল কারেন্সি পেয়ারের ভ্যালু উপরের দিকে উঠে আসতে থাকে। যেমন ধরুন, USD/JPY কিংবা USD/CAD কারেন্সি পেয়ারের ভ্যালু উপরের দিকে মুভ করতে থাকবে। যদি নিউজের ড্যাটা নেগেটিভ আসে তাহলে হবে ঠিক বিপরীত।

এই সপ্তাহের NFP বিশ্লেষণ

এই সপ্তাহের শুক্রবার এই নিউজের তথ্য প্রকাশিত হবে। প্রথমে চলুন, নিউজের ড্যাটার সার্বিক অবস্থা দেখে নেয়া যাক।

উল্লেখিত এই টেবিলের লাল এবং সবুজ অংশের ড্যাটার দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছি। লাল অংশের বক্সের মধ্যে বিদ্যমান ড্যাটা হচ্ছে, পূর্বের প্রকাশিত NFP এর রিপোর্ট এবং সবুজ অংশের বক্সের মধ্যে বিদ্যমান ড্যাটা হচ্ছে, এই মাসের ধারনাকৃত NFP ড্যাটা (যেটি অর্থনীতিবিদরা প্রত্যাশা করছেন)। ভালো করে লক্ষ্য করে দেখুন, পূর্বের প্রকাশিত ড্যাটা থেকে এইবার প্রত্যাশিত ড্যাটার পরিমাণ বেশী। অর্থাৎ, অর্থনীতিবিদরা প্রত্যাশা করছেন, এইবারের NFP ড্যাটা বেশী আসবে।

ট্রেডিং এর ভাষায় এটিকে বলা হয় “Positive Forecast”. যখন নিউজের রিপোর্ট প্রকাশিত হবে, তখন যদি প্রকাশিত ড্যাটা, প্রত্যাশিত ড্যাটার থেকে বেশী আসে তাহলে সেটি Positive যার প্রভাবে USD শক্তিশালী হবে। অন্যদিকে, নিউজের রিপোর্ট প্রকাশিত হবে, তখন যদি প্রকাশিত ড্যাটা, প্রত্যাশিত ড্যাটার থেকে কম আসে তাহলে সেটি Negative যার প্রভাবে USD দুর্বল হবে। 

যেহেতু নিউজ প্রকাশের পরই, প্রকাশিত ড্যাটা সম্পর্কে ট্রেডাররা জানতে পারবে, তাই নিউজ প্রকাশের পূর্ব পর্যন্ত ট্রেডাররা, প্রত্যাশিত ড্যাটা (Forecast) অনুসারে, নিউজের ফলাফল সম্পর্কে ধারনা করে পজিশন গ্রহন করে থাকেন।

ডলার ইনডেক্স (DXY) বিশ্লেষণ

সূত্র

নিউজটি যেহেতু যুক্তরাষ্ট্রের, তাই এটির প্রভাব হবে সরাসরি USD এর ভ্যালু কিংবা মানের উপর। যদি পজিটিভ নিউজ রিপোর্ট আসে, তাহলে USD এর ভ্যালু বৃদ্ধি পাবে। অন্যদিকে, যদি নেগেটিভ নিউজ রিপোর্ট আসে, তাহলে USD এর ভ্যালু হ্রাস পাবে। অর্থাৎ,

Positive News -> XXX/USD প্যাটার্নের সকল কারেন্সি পেয়ারের ভ্যালু নিচের দিকে নেমে আসবে। অর্থাৎ, এই কারেন্সি পেয়ারগুলো SELL পজিশন এবং USD/XXX প্যাটার্নের সকল কারেন্সি পেয়ারের ভ্যালু, উপরের দিকে উঠে আসতে থাকে। অর্থাৎ, এই কারেন্সি পেয়ারগুলো BUY পজিশন।

Negative News -> XXX/USD প্যাটার্নের সকল কারেন্সি পেয়ারের ভ্যালু উপরের দিকে উঠে আসবে। অর্থাৎ, এই কারেন্সি পেয়ারগুলো BUY পজিশন এবং USD/XXX প্যাটার্নের সকল কারেন্সি পেয়ারের ভ্যালু, নিচের দিকে নেমে আসতে থাকবে। অর্থাৎ, এই কারেন্সি পেয়ারগুলো SELL পজিশন।

এবার চলুন, নিউজের হিসাবে ডলার ইনডেক্স (DXY) এর চার্ট বিশ্লেষণ করে নেয়া যাক। নিচে আপনি দেখতে পাছেন, ডলার ইনডেক্স এর Weekly টাইমফ্রেমের একটি চার্ট।

** Zoom করার জন্য ছবিটিতে ক্লিক করুন **

উল্লেখিত চার্টে,

কালো রঙের যেই জোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রাইসের বর্তমান রেঞ্জ যেটির প্রাইস রেঞ্জ হচ্ছে 100.75-106.70 এর মধ্যে। এটি হচ্ছে প্রাইসের গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই রেঞ্জটিতে পূর্বে প্রাইসের একাধিক রি-অ্যাকশন পয়েন্টের অবস্থান ছিল।

চার্ট দেখে নিশ্চয় বুঝতে পারছেন, বড় টাইমফ্রেমে ইনডেক্স বর্তমানে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুর-পাক খাচ্ছে। বর্তমানে প্রাইসের অবস্থান হচ্ছে, রেঞ্জের সাপোর্ট লেভেলের কাছে যেখান থেকে বড় আকারের বুল্লিশ মুভমেন্টেরও সম্ভাবনা তবে সম্পূর্ণ বিষয়টিই নির্ভর করবে আসছে NFP নিউজের রিপোর্টে ভিত্তিতে।

চলুন এবার অপেক্ষাকৃত ছোট টাইমফ্রেমের চার্টে ইনডেক্সের সামগ্রিক অবস্থান সম্পর্কে কিছুটা খোঁজ-খবর নেয়া যাক। নিচে আপনি দেখতে পাছেন, ডলার ইনডেক্স এর Daily টাইমফ্রেমের একটি লাইন চার্ট

** Zoom করার জন্য ছবিটিতে ক্লিক করুন **

উল্লেখিত লাইন চার্টে,

আমরা প্রাইসের সামগ্রিক ট্রেন্ড নির্ধারণ করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন, ইনডেক্স ক্রমাগত Lower High এবং Lower Low ফরমেশন তৈরি করতে করতে ক্রমশ নিচের দিকে নেমে আসছে। অর্থাৎ, ইনডেক্সের সামগ্রিক ট্রেন্ড হচ্ছে, শক্তিশালী বেয়ারিশ

আমরা ততক্ষন পর্যন্ত ইনডেক্সকে আপট্রেন্ড হিসাবে বিবেচনা করবো না, যতক্ষণ না পর্যন্ত আপট্রেন্ড এর সুত্র অনুসারে ইনডেক্স High High এবং Higher Low প্যাটার্ন তৈরি না করে। এখন দেখতে হবে, আসছে নিউজের প্রভাবে ইনডেক্স কি নতুন করে হাইয়ার হাই ফরমেশন তৈরি করতে সক্ষম হয় কিনা।

যদি ইনডেক্সের ড্যাটা পজিটিভ আসে, তাহলে আমরা আপট্রেন্ডের ফরমেশন তৈরি হতে দেখতে পারি। অন্যদিকে, যদি নিউজ রিপোর্ট নেগেটিভই আসে, তাহলে বিদ্যমান ডাউনট্রেন্ড আরও শক্তিশালী হবার সম্ভাবনা প্রবল।

মনে রাখবেন, NFP নিউজের প্রভাবে, ইনডেক্সের ব্যাপক আকারের মুভমেন্ট হবার সম্ভাবনা রয়েছে। যদি ইনডেক্সের ভ্যালু 101.90 এর উপরে অবস্থান করে, তাহলে শক্তিশালী “আপট্রেন্ড”। যদি 104 এর নিচে ইনডেক্সের ভ্যালু 100.54 এর নিচে অবস্থান করতে সক্ষম হয় তাহলে, শক্তিশালী “ডাউনট্রেন্ড” দেখতে পাওয়া যেতে পারে।

EUR/USD বিশ্লেষণ

** Zoom করার জন্য ছবিটিতে ক্লিক করুন **

এটি H4 টাইমফ্রেমের চার্ট যেখানে একটি নীল রঙের জোন চিহ্নিত করা হয়েছে। এই জোনটি বর্তমানে কাজ করছে একটি রেসিসটেন্স লেভেল হিসাবে যেখানে প্রাইসের পূর্বের একাধিক রি-অ্যাকশন পয়েন্টেরও অবস্থান রয়েছে। প্রাইস সার্বিকভাবে এই রেসিসটেন্স লেভেলের নিচেই অবস্থান করছে যার অর্থ হচ্ছে, প্রাইসের সার্বিক মুভমেন্ট হচ্ছে বেয়ারিশ কিংবা ডাউনট্রেন্ডের মধ্যে।

যদি কিনা প্রাইস এই রেসিসটেন্স লেভেলটিকে পুনরায় উপরের দিকে ব্রেক করে অবস্থান করতে সক্ষম হয়, তাহলে ধরে নেয়া যেতে পারে, সম্ভাব্য আপট্রেন্ড পুনরায় শুরু হবার। এখন বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করবে আসছে নিউজের ফলাফলের উপর ভিত্তিতে।

আসছে NFP নিউজ রিপোর্টের উপর, কারেন্সি পেয়ারটির ভবিষ্যৎ মুভমেন্ট নির্ভর করছে। যদি নিউজের রিপোর্ট পজিটিভ আসে, তাহলে আমরা বড় আকারের বেয়ারিশ মুভমেন্টের প্রত্যাশা করছি। অন্যথায়, নিউজের প্রভাব নেগেটিভ হলে, কারেন্সি পেয়ারটির পরবর্তী প্রাইস টার্গেট লেভেল হবে 1.1255 এর কাছাকাছি।

GBP/USD বিশ্লেষণ

** Zoom করার জন্য ছবিটিতে ক্লিক করুন **

এটি Daily টাইমফ্রেমের চার্ট যেখানে একটি কালো রঙের দুইটি ট্রেন্ডলাইন চিহ্নিত করা হয়েছে। যেখানে একাধিকবার প্রাইসের রি-অ্যাকশন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যা একই সাথে প্রাইসের সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল হিসাবেও কাজ করছে। উল্লেখিত এই ট্রেন্ডলাইনটির ব্যাপ্তি হচ্ছে 1.2770-1.3290 এর মধ্যে।

বর্তমানে প্রাইসের অবস্থান হচ্ছে, উপরের ট্রেন্ডলাইনের কাছাকাছি যেটি বর্তমানে কাজ করছে রেসিসটেন্স লেভেল হিসাবে। সার্বিকভাবে প্রাইসের সামগ্রিক ট্রেন্ড হচ্ছে বুল্লিশ। এখন এই বুল্লিশ মুভমেন্ট আরও চলমান থাকবে কিনা সেটি নির্ভর করবে আসছে নিউজের ফলাফলের উপর।

যাদের ইতিমধ্যেই Buy এন্ট্রি রয়েছে, অনুগ্রহ করে সেটি ধরে রাখার পরামর্শ দিচ্ছি। ঝুঁকিমুক্ত থাকার জন্য অনুগ্রহ করে এন্ট্রি পয়েন্টের স্টপলস সেট করে রাখতে পারেন। এছাড়াও, গতকালের প্রকাশিত H4 টাইমফ্রেমের অ্যানালাইসিস মোতাবেক, আমরা প্রাইসের হাইয়ার হাই ফরমেশন লক্ষ্য করছি। যারা অ্যানালাইসিস মোতাবেক Buy এন্ট্রি গ্রহন করেছিলেন, অনুগ্রহ করে এন্ট্রি পয়েন্টে স্টপলস সেট করে রেখে দেয়ার পরামর্শ দিচ্ছি।

H4 টাইমফ্রেমের প্রকাশিত অ্যানালাইসিসটি পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে। লিংক – https://t.me/fxbdupdate/941

নিউজ ফলাফল যদি পজিটিভ হয়, তাহলে কারেন্সি পেয়ারটিতে আমরা বড় আকারের বেয়ারিশ মুভমেন্ট দেখতে পেতে পারি, যেখানে সম্ভাব্য ডাউনট্রেন্ডের টার্গেট লেভেল হবে 1.3000 এর কাছাকাছি। অন্যদিকে, নিউজের ফল নেগেটিভ আসে, ঠিক এর বিপরীত মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যাশিত টার্গেট লেভেল হচ্ছে 1.3300 এর কাছাকাছি।

USD/CAD বিশ্লেষণ

** Zoom করার জন্য ছবিটিতে ক্লিক করুন **

এটি Daily টাইমফ্রেমের চার্ট যেখানে নীল রঙের ট্রেন্ডলাইন (সাপোর্ট) চিহ্নিত করা হয়েছে। এই ট্রেন্ডলাইনটি কাজ করছে একটি শক্তিশালী সাপোর্ট লেভেল হিসাবে যেখানে প্রাইসের পূর্বে একাধিক রি-অ্যাকশন পয়েন্টের অবস্থান সনাক্ত করেছি।

প্রাইসের বর্তমান অবস্থান হচ্ছে এই সাপোর্ট লেভেলের কাছাকাছি। ট্রেন্ডলাইনের এই সাপোর্ট পয়েন্ট থেকে প্রাইসের বড় আকারের বাউন্স করার সম্ভাবনাও যেমন আছে, ঠিক একইভাবে ব্রেকআউট হবার মাধ্যমে নতুন করে ডাউনট্রেন্ড শুরু হবারও সমুহ সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে, আসছে NFP নিউজের প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে। যদি নিউজের ফল পজিটিভ আসে, তাহলে শক্তিশালী বুল্লিশ মুভমেন্ট হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নেগেটিভ নিউজের কারনে, ট্রেন্ডলাইন ব্রেকআউট হয়ে শক্তিশালী ডাউনট্রেন্ড শুরু হবারও সম্ভাবনা রয়েছে।

পরামর্শ থাকবে, যারা এন্ট্রি গ্রহন করতে আগ্রহী, এখনই কোনওরূপ Buy কিংবা Sell এন্ট্রি গ্রহন না করে, শুক্রবারের প্রকাশিত নিউজের ফলাফলের জন্য অপেক্ষা করুন। কেননা, প্রাইস ব্রেকআউট করে Sell এর দিকে নামবে নাকি বাউন্স করে শক্তি নিয়ে Buy এর দিকে উঠে আসবে, সেটি আগে থেকেই অনুমান করে ঝুঁকি নিয়ে এন্ট্রি গ্রহন না করাই হবে বুদ্ধিমানের কাজ।

GOLD (XAU/USD) বিশ্লেষণ

** Zoom করার জন্য ছবিটিতে ক্লিক করুন **

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে, ফলাফল হিসাবে আমরা গোল্ডের শক্তিশালী আপ্ট্রেন্ড মুভমেন্ট দেখতে পাচ্ছি। এই মুভমেন্টের পিছনে দুইটি কারণ রয়েছে – রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতির বাজে অবস্থা। গোল্ডের ট্রেডিং এর কিছু নির্দেশিকা রয়েছে এই https://fxbd.co/SHy লিংক এর আর্টিকেলটিতে। চাইলে পড়ে নিতে পারেন।

H4 টাইমফ্রেমের চার্টে, দুইটি গুরুত্বপূর্ণ লেভেল চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে –

♦️ কালো রঙের লাইন (পূর্বের রেসিসটেন্স = বর্তমান সাপোর্ট) = 2478-70
♦️ নীল রঙের লাইন (বর্তমান রেসিসটেন্স + হাই লেভেল) = 2528-32

প্রাইস ইতিমধ্যেই পূর্বের রেসিসটেন্স লেভেল (কালো) ব্রেকআউট করে নতুন রেকর্ড তৈরি করে। এরপর থেকে প্রাইসের উপরের দিকে মুভ করার শক্তি কিছুটা কমে আসে যার ফলে প্রাইস একাধিকবার পূর্বের হাই লেভেল অর্থাৎ, 2528-32 স্পর্শ করলেও, লেভেলটি ব্রেক করতে সক্ষম হয়নি। যার অর্থ হচ্ছে, বিদ্যমান এই রেসিসটেন্স লেভেল (নীল) শক্তিশালী।

এখন গোল্ডের প্রাইস নতুন করে রেকর্ড প্রাইস তৈরি করবে, নাকি বাউন্স করে নিচের দিকে নেমে আসবে, সেটি সম্পূর্ণভাবে নির্ভর করবে, শুক্রবারে প্রকাশিত NFP নিউজের উপর। পারতপক্ষে, কোনও টাইমফ্রেমেই GOLD এর এখনও ডাউনট্রেন্ড শুরু হবার কোনও সম্ভাবনা নেই। তবে নিউজের প্রভাবে বড় আকারের পুলব্যাক দেখা যেতে পারে।

যদি প্রাইস, 2528-32 এর উপরে অবস্থান করতে সক্ষম হয়, তাহলে ধরে নিতে পারেন, এই বছরে গোল্ড প্রাইসের আরও একটি রেকর্ড প্রাইস আমরা দেখতে পাবো। মনে করিয়ে দিতে চাই, এখন পর্যন্ত গোল্ডের কোনও ধরনের বেয়ারিশ মুভমেন্টের কোনও নির্দেশনা নেই। তাই যারা Sell এন্ট্রি গ্রহন করার জায়গা খুঁজছেন, আপাতত হতাশ হওয়া ব্যাতিত কোনও কিছুই করার নেই।

যাদের ট্রেডিং ব্যালেন্সের পরিমাণ কম, অনুগ্রহ করে গোল্ডে এন্ট্রি গ্রহন না করার পরামর্শ দিচ্ছি। গোল্ডের সম্ভাব্য মুভমেন্ট ঠিক কোনদিকে হতে পারে, সেটি আগে থেকে থেকে প্রত্যাশা করাটা কিছুটা কষ্টকর। কেননা, গোল্ডের প্রাইস মুভমেন্টের বড় আকারের প্রভাবক হচ্ছে USD সংক্রান্ত নিউজের সাথে বৈশ্বিক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা।

পরামর্শ

উপরে উল্লেখিত এই টেকনিক্যাল আপডেটগুলো শুধুমাত্র বিদ্যমান মার্কেটের রিয়েল-টাইম মুভমেন্টের উপর প্রদান করা হয়েছে। প্রাইস আমাদের প্রত্যাশিত অ্যানালাইসিস অনুসারেই মুভ করবে, সেটি নিশ্চিত হবার কিছু নেই। কেননা নিউজ এমন একটি বিষয়, যেটি ট্রেডিং এসেটের ট্রেন্ডকে যেকোনো সময়ই পরিবর্তিত করার সক্ষমতা রাখে।

এছাড়াও, নিউজ প্রকাশের সময়, নিউজের ফলাফলের উপর ভিত্তিতে ট্রেডাররা নিজেদের ট্রেডিং পজিশনের ব্যাপক আকারের পরিবর্তন করে থাকেন। ফলাফল হিসাবে চার্টে আমরা বড় আকারের প্রাইস মুভমেন্ট দেখতে পাই। পারতপক্ষে, এই বড় আকারের মুভমেন্ট প্রদানের কারনে সঠিক প্রাইসে এন্ট্রি গ্রহন, পেন্ডিং অর্ডার এক্সিকিউট হওয়া কিংবা স্টপলস এক্সিকিউট নাও হতে পারে। যা একজন ট্রেডারের জন্য লসের কারন!

বড় আকারের নিউজ প্রকাশের সময়, আমরা সর্বদাই সকলে নতুন করে পজিশন গ্রহন করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করে থাকি। কেননা নিউজের প্রভাবে ট্রেডাররা কি ধরনের রি-অ্যাকশন প্রদান করবে, সেটি আগে থেকে ধারনা করা সম্ভব নয়। তাই যদি প্রাইস আপনার এন্ট্রির বিপক্ষে যায়, তাহলে বড় আকারের লস হবারও সম্ভাবনা বেশী থাকবে। তাই, চেষ্টা করবেন নিউজের সময় নতুন করে কোনও ধরনের এন্ট্রি পজিশন গ্রহন না করার।

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 2 47 of 49 found this article helpful.
Views: 1272
পূর্বের আর্টিকেলRecession | অর্থনৈতিক মন্দা কি? প্রভাব এবং ফলাফল
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

7 কমেন্ট

  1. Adab niben.ami ajkai prothom visite korlam.amer kacha osomvhob vhalo lagacha.ami forex related sob kichu janta/shikta chai.pls amaka shikhanur janno bises request roilo.apni vhalo thakben ai protasha roilo.

    • কমেন্টের জন্য ধন্যবাদ। ট্রেডিং শিখার জন্য, আমাদের অনলাইন ভিত্তিক ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। সেখানে কোর্সের মাধ্যমে ধারাবাহিকভাবে ট্রেডিং সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/training

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here