On Neck প্যাটার্ন
দুইটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটি শুরু হয় একটি লম্বা আকারের বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল এর মাধ্যমে এবং ২য় ক্যান্ডেলটি হবে একটি ছোট আকারের বুল্লিশ ক্যান্ডেল যেটি কিছুটা প্রাইস গ্যাপে ১ম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের নিচে ওপেন হবে কিন্তু ক্লোজ হবে ১ম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এর কাছাকাছি এসে।
এই প্যাটার্নটিকে বলা হয় “On Neck” কেননা দুইটি ক্যান্ডেল এরই ক্লোজিং প্রাইস থাকে প্রায় একই লেভেলে। অর্থাৎ, আমরা যদি ১ম এবং ২য় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস লেভেলকে একটি লাইনের মাধ্যমে যুক্ত করে তাহলে দুইটি হবে একই প্রাইস লেভেলে। এই লাইনকে ট্রেডিং এর ভাষায় বলা হয় “neckline” কিংবা “neck” ।
গঠন
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মুলত ট্রেন্ড এর ধারাবাহিকতা প্রকাশ করে থাকে। চার্টে এই প্যাটার্নটি খুঁজে পেতে প্রথমে আপনাকে এর কিছু চিহ্ন সম্পর্কে জানতে হবে।
- প্রাইস ডাউনট্রেন্ডের মধ্যে থাকতে হবে।
- প্যাটার্নটির ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় আকারের বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল।
- ২য় ক্যান্ডেলটি হবে ছোট আকারের একটি বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল।
- ২য় ক্যান্ডেলটির ক্লোজিং প্রাইস লেভেল হবে ১ম ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস লেভেলে। অর্থাৎ, দুইটি ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস লেভেল হবে একই।
১ম ক্যান্ডেলটি হবে বেয়ারিশ ক্যান্ডেল যেটি মার্কেট প্রাইস এর ডাউনট্রেন্ড এর নির্দেশ করবে এবং সেটির চলমান অবস্থা প্রকাশ করবে। যদিও ২য় ক্যান্ডেলটি হবে একটি বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল তথাপি এটি ওপেন এবং ক্লোজ হবে ১ম ক্যান্ডেল এর নিচে।
এটির নির্দেশ করছে, প্রাইস আরও পুনরায় ডাউনট্রেন্ডে নেমে আসবে যার কারনে নতুন করে Sell এন্টির নির্দেশনা প্রদান করবে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।