ফরেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বছরের শুরুতে আমরা বলেছিলাম আপনাদের সুবিধার্থে নতুন কিছু সেবা নিয়ে আসবো এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ীই আমাদের এই Online Forex Training ।
আমরা প্রতিনিয়ত প্রচুর পরিমান ট্রেনিং সম্পর্কিত অনুরধ পাই আপনাদের কাছে, যাদের বেশীরভাগই অবস্থান ঢাকার বাইরে। অনেকেই দূর-দূরান্ত থেকে আমাদের অফিসে এসে ট্রেনিং করে গিয়েছেন কিন্তু সময় সংকট এবং দুররুত্তের কারনে অনেকেই প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের বিভিন্ন ট্রেনিং প্রগ্রামে অংশগ্রহন করতে পারেন নি।
ফরেক্স মার্কেট সম্পর্কে জানার, আপনাদের এই প্রবল ইচ্ছাশক্তিই আমাদের অনুপ্রাণিত করেছে এবং যার ফলাফল হিসাবে আমরা নিয়ে এসেছি একটি পরিপূর্ণ Online Forex Training এর সুবিধা। আমাদের এই নতুন ট্রেনিং পোর্টালে আপনি ঘরে বসেই ধাপে ধাপে ফরেক্স ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে এবং শিখতে পারবেন। এর জন্য আপনাদের আর কষ্টকরে এত দূর থেকে আমাদের অফিসে আসতে হবে না।
আপনি আপনার স্মার্টফোন কিংবা পিসি থেকেই এখন আমাদের সাথে ২৪ঘণ্টা যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহন করতে পারবেন। সপ্তাহের ৭দিন এবং ২৪ঘণ্টা আমাদের এই ট্রেনিং পোর্টাল সবার জন্য উন্মুক্ত থাকবে।
কি কি থাকবে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে?
ফরেক্স মার্কেটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একজন শিক্ষার্থী যেমন প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক এবং তারপর উচ্চমাধ্যমিক বিষয়ে জ্ঞান অর্জন করে থাকে ঠিক তেমনি, আমাদের এই ফরেক্স ট্রেনিং প্রোগ্রামে আপনি ধাপে ধাপে এই মার্কেটের সাথে সম্পৃক্ত সকল বিষয় সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন।
যদিও ফরেক্স ট্রেড শিখার কোনও শেষ নেই! অর্থাৎ, যতদিন যাবে আপনি ততো বেশী পরিমাণ জানবেন এবং শিখবেন। আমরাও এটাই বিশ্বাস করি। তারপরও, নতুন অবস্থায় ট্রেড শিখার জন্য কি কি বিষয় আপনার জানতে হবে কিংবা কিভাবে একজন দক্ষ ট্রেডার হওয়া যায় সেটা অনেকেই বুঝতে পারেন না।
আমরা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামকে কয়েকটি কোর্স হিসাবে সাজিয়েছি যা পর্যায়ক্রমে আপনাকে ফরেক্স ট্রেড শিখতে অনেক বেশী পরিমাণ সহায়তা করবে। প্রতিটি কোর্সে থাকবে ভিন্ন কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল/লেকচার। আর বিষয়ভিত্তিক উধাহরনসহ বিশ্লেষণত আছেই। এছারাও, যেসব বিষয় একটু বেশী জটিল সেগুলো সহজে উপস্থাপন করার জন্য রয়েছে ভিডিও টিউটোরিয়াল।
কোর্স চলাকালীন সময়ে আপনাদের কোনও বিষয় সম্পর্কে যদি প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের এক্সপার্ট ট্রেডাররা থাকবেন সবসময় উত্তর দেবার জন্য।
কোর্স করার জন্য কি কি দরকার হবে?
শুরুতেই বলেছি, আপনাদের ট্রেড শিখার ইচ্ছাশক্তি থেকেই আমাদের এই Online Forex Training সুতরাং আপনাদের যাতে শিখতে কোনও সমস্যা না হয় সে বিষয়টির প্রতি আমাদের গুরুত্ব ছিল সর্বাধিক। আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহন করার জন্য আপনার কিছুই লাগবে না! শুধু প্রয়োজন হবে আপনার কোনও কিছু শিখার ইচ্ছাশক্তি এবং একটু ধৈর্য। দেশের যেকোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে পারবেন। শুধু প্রয়োজন হবে একটি স্মার্টফোন কিংবা একটি পিসি, আর সেই সাথে একটি ইন্টারনেট সংযোগ। আপনি আপনার ফোন থেকেই আমাদের এই কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন।
কতদিন লাগবে কোর্স শেষ করতে?
সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার বোঝার ক্ষমতার উপর। এখানে কোনও সময়ের বাধ্যবাধকতা নেই। আপনি যদি একবার পড়েই বুঝে জান তাহলে খুবই ভালো। অন্যদিকে, যদি সহজে বুঝতে না পারেন তাহলে আপনাকে আরও বেশী মনোযোগ সহকারে বিভিন্ন বিষয় শিখতে হবে। কোনও কোর্সে একবার রেজিস্ট্রেশন করে নিলে সেটা আপনার কাছেই সবসময় থাকবে। আপনি যখন ইচ্ছা তখনই আবার আগের লেকচারগুলো পড়তে পারবেন।
কিভাবে কোর্স শুরু করবেন?
ট্রেনিং প্রোগ্রামের যেকোনো কোর্সে অংশ নিতে হলে আপনাকে প্রথমে অবশই রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রক্রিয়াটি খুবই সহজ। প্রথমে, আমাদের ট্রেনিং প্রোগ্রামে যাবেন –
www.fxbangladesh.com/training
তারপর সবার উপরে দেখুন “Register” বাটন রয়েছে। সেখানে ক্লিক করবেন। সেখানে আপনার নাম, আপনার ইমেইল আইডি এবং আপনার পাসওয়ার্ড প্রদান করে নিচের “SIGN UP” বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর, আপনি সফলতার সাথে আমাদের ট্রেনিং প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এবার, আপনার ইমেইল চেক করুন। সেখানে স্বয়ংক্রিয়ভাবে একটি নিশ্চিতকরণ ইমেইল পেয়ে যাবেন।
কোর্স শুরু করার জন্য, যে কোর্স আপনার পছন্দ হবে সেটা প্রথমে নির্বাচন করুন এবং তারপর “Take This Course” বাটনে ক্লিক করুন। সয়ংক্রিয়ভাবে আপনি কোর্সে রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এবার কোর্সের প্রথম আর্টিকেল/লেকচার থেকে পড়া শুরু করুন এবং শেষ হয়ে গেলে “Complete” বাটনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, কোর্সের কতটুকু আপনি শেষ করেছেন এবং পর্যায়ক্রমে পরবর্তী আর্টিকেলগুলো দেখুন।
Vai online a training er jonno ki kortey hobey kicui toe bujhtey parci na.pls help me.apnader contact no. O bondho
কমেন্ট এর জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে এই লিংক যেয়ে প্রথমে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করেনিন। লিংক – https://fxbd.co/training এরপর সেখান থেকে আমাদের প্রকাশিত কোর্সগুলোতে ফ্রি রেজিস্ট্রেশন করেনিন। এই লিংক থেকে সব কোর্সগুলো একসাথে দেখতে পাবেন। কোর্সগুলো পর্যায়ক্রমে সাজানো রয়েছে সুতরাং, যেভাবে আছে সেভাবেই একটির পর একটি শুরু করুন। কোর্স এর লিংক – https://fxbd.co/courses