Piercing Line প্যাটার্ন
দুইটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটি একটি পসিবল বুল্লিশ রিভার্সাল এর নির্দেশনা প্রদান করবে। “Piercing” শব্দটির বাংলা অর্থ হচ্ছে ছিদ্র কিংবা মাঝ বরাবর কোনও কিছুকে ভেদ করা।
অর্থাৎ, ২য় ক্যান্ডেলটি, ১ম ক্যান্ডেলটির মাঝ বরাবর এর উপরে এসে ক্লোজ হবে। এখানে, ১ম ক্যান্ডেলটি হবে একটি বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল এবং ২য় ক্যান্ডেলটি হবে একটি বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল।
প্যাটার্নটিটে ২য় ক্যান্ডেলটি ওপেন হবে ১ম ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস এর থেকে কিছুটা গ্যাপে।
এটি মুলত একটি নির্দেশ করে, প্রাইস এর বিদ্যমান নিম্নমুখী ধারা শেষ হবার সম্ভাবনা রয়েছে এবং প্রাইস যেকোনো সময় উপরের দিকে উঠে আসতে পারে।
বৈশিষ্ট্য
চার্টে Piercing Line প্যাটার্নটি খুঁজে নিতে কিছু চিহ্ন সম্পর্কে জানা প্রয়োজনঃ
- মার্কেট প্রাইস ডাউনট্রেন্ডে থাকবে।
- প্যাটার্নটির ১ম ক্যান্ডেলটি হবে একটি বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল
- প্যাটার্নটির ২য় ক্যান্ডেলটি হবে একটি বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল
- ২য় ক্যান্ডেলটি অবশ্যই ১ম ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস এর নিচে ওপেন হবে এবং ২য় ক্যান্ডেলটি ক্লোজ হবে ১ম ক্যান্ডেল এর মধ্যবর্তী অবস্থান এর উপরে।
- আপনি যদি ১ম ক্যান্ডেল এর মাঝ বরাবর একটি লাইন আকেন তাহলে দেখেত পাবেন ২য় ক্যান্ডেলটি ক্লোজ হবে এই লাইনের উপরে।
প্যাটার্নটির ১ম ক্যান্ডেলটি হবে বেয়ারিশ যার অর্থ হচ্ছে, প্রাইস এর নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণরূপে Seller এর কাছে। ২য় ক্যান্ডেলে এসে মার্কেটে বিদ্যমান Seller রা প্রাইসকে আরও নিচের দিকে নামানোর চেষ্টা করবে যার কারনে ক্যান্ডেলটি শুরু হবে বেয়ারিশ মুভমেন্ট এর মাধ্যমে কিন্তু ক্যান্ডেলটি ক্লোজ হবে উপরের দিকে এসে অর্থাৎ ক্যান্ডেল সম্পূর্ণরূপে ক্লোজ হবে বুল্লিশ মুডে।
অর্থাৎ, প্রাইস ইউটার্ন করে সেই ট্রেডিং সেশনের ঊর্ধ্বমুখী অবস্থানে এসে ক্লোজ হবে। যদি ২য় ক্যান্ডেলটি পূর্বের প্রাইস লেভেল এর উপরে ক্লোজ হতে সক্ষম হবেনা তবে এটি ক্লোজ হবে প্রায় ১ম ক্যান্ডেল এর মধ্যবর্তী স্থান এর উপরে এসে।
চার্টে এই প্যাটার্নটি বোঝার জন্য অবশ্যই কিছু বিষয় মনে রাখবেনঃ
- দুইটি ক্যান্ডেল এর আকার যত বড় হবে, রিভার্সাল শক্তিও ততবেশী হবে।
- ১ম ক্যান্ডেল এর তুলনায় ২য় ক্যান্ডেলটি যত বেশী গ্যাপে ওপেন হবে রিভার্সাল এর শক্তিও হবে ততবেশী।
- ২য় ক্যান্ডেলটি, ১ম ক্যান্ডেল এর বডির যত উপরে ক্লোজ হবে রিভার্সাল এর সম্ভাবনাও হবে ততবেশী।
Piercing Line ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি Dark Cloud Pattern এর ঠিক বিপরীত যেটি মুলত একটি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যেটি একটি আপট্রেন্ডে গঠিত হবে এবং নির্দেশ করবে প্রাইস এর খারাপ সময় হয়তোবা আসছে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।