Price Action – সহজ অর্থে প্রাইস একশন হচ্ছে, ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর মুভমেন্টকে বোঝায়। প্রাইস একশন হচ্ছে মুলত Technical Analysis এর একটি অংশ।
ট্রেডিং এর জন্য বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন কিংবা ইন্ডিকেটর ব্যবহার না করে চার্টে অবস্থিত ক্যান্ডেল এর প্রাইস বিবেচনা করে ট্রেডার ট্রেডিং স্ট্রেটিজি নির্ধারণ করে থাকেন। ট্রেডিং এর ভাষায় Price Action হচ্ছে bare bones of trading.
প্রাইস অ্যাকশন এর মাধ্যমে ট্রেডার একটি নির্দিষ্ট টাইমফ্রেমে এসে কারেন্সি পেয়ার এর সার্বিক মুভমেন্ট এনালাইসিস করে থাকেন। আপনি কারেন্সি পেয়ার এর ট্রেন্ড, ব্রেকআউট, মুভমেন্ট সম্পর্কে জানতে পারবেন।
অর্থাৎ, যদি আপনি কোনও এন্ট্রিতে লস করেন তাহলে বুঝতে হবে আপনার এন্ট্রিই ভুল ছিল।
একজন ট্রেডার হিসাবে আপনার কাজ হচ্ছে, ট্রেডিং এর সাথে সম্পৃক্ত সকল ঝুঁকিসমুহ ম্যানেজ করা এবং সে হিসাবে নিজ এন্ট্রি গ্রহন কিংবা ক্লোজ করা। ট্রেডার হিসাবে আপনি এই রিস্ক কিংবা ঝুঁকিগুলো যত ভালো করে ম্যানেজ করতে পারবেন আপনি ততটা ভালো মানের ট্রেড করতে পারবেন।
– ভিডিও টিউটোরিয়াল –
Price Action ট্রেডিং এর জন্য সবচেয়ে বেশী ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ডলাইন, চ্যানেল, চার্ট প্যাটার্ন কিংবা নিউজ ট্রেডিং। এই বিষয়গুলো খেয়াল রেখে একজন ট্রেডার, মার্কেটে বিদ্যমান কারেন্সি পেয়ার এর প্রাইসের মুভমেন্ট সম্পর্কে ধারনা পেতে পারে এবং সে হিসাবে এন্ট্রি গ্রহন করতে পারে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
অর্থাৎ Support – registance, Trendline, candlestick, chart pattern, strong price এসবকে একত্রে প্রাইস একশন বলে?।
কমেন্টের জন্য ধন্যবাদ। জি আপনি ঠিক ধরেছেন। প্রাইস অ্যাকশন হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক্যাল টুল এবং চার্ট এনালাইসিস এর সংমিশ্রণ। এর মধ্যে সাপোর্ট-রেসিসটেন্স, বিভিন্ন টেকনিক্যাল টুল যেমন ট্রেন্ডলাইন, চ্যানেল, ক্যান্ডেলস্টিক প্যাটার্নসমুহ, চার্ট প্যাটার্ন সমুহ, ফিবনাচি, মুভিং এভারেজ এর সাথে প্রাইসের মোমেন্টাম এবং মুভমেন্টও অন্তর্ভুক্ত।