Quote Currency কি?
আপনি যখন ট্রেড করার জন্য কোনও কারেন্সি পেয়ার সিলেক্ট করবেন তখন দেখবেন এক সাথে দুইটি কারেন্সির নাম দেখতে পাবেন। যেমন ধরুনঃ EUR/USD এটি হচ্ছে একটি কারেন্সি পেয়ার। যেটির “/” অংশের পরে যেই কারেন্সি অবস্থান করছে সেটিকে বলা হয় Quote কারেন্সি।
Quote কারেন্সিকে আবার অনেকে Counter Currency নামেও ডাকেন।
কারেন্সির চিহ্ন
আপনি হয়তোবা ইতিমধ্যেই খেয়াল করেছেন EUR এবং USD এই চিহ্ন এর মাধ্যমে কারেন্সি পেয়ার গঠিত থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন এরকম হয়। আসলে এটি International Organization for Standardization যা সংক্ষেপে ISO নামে পরিচিত এই প্রতিষ্ঠান এই নাম কারেন্সি পেয়ার আর আন্তর্জাতিক সংক্ষেপে প্রকাশ করে থাকে। যা হচ্ছে ISO 4217 এর মান অনুসারে প্রকশিত হয়ে থাকে।
প্রতিটি দেশের কারেন্সি কিংবা মুদ্রাকে তিন অক্ষরে প্রকাশ করা হয়ে থাকে যেমন BDT হচ্ছে বাংলাদেশ মুদ্রা TAKA এর আন্তর্জাতিক চিহ্ন।
৩ অক্ষর এর এই কারেন্সি কোড এর ১ম অক্ষর ওই দেশের নাম এবং শেষ অক্ষর কারেন্সি নামকে সংক্ষেপে প্রকাশ করে থাকে। আপনি শুধু এতটুকু মনে রাখবেন,
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।