Requote | রি-কোউট

2
181
Requote
সর্বশেষ আপডেট: October 14, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 4 মিনিট

Requote – আপনি যখন ফরেক্স ট্রেডিং শুরু করবেন তখন আপনি এই “Requote” শব্দটি প্রায়ই শুনতে পাবেন। বিশেষ করে কিছু ব্রোকারের ট্রেড করার সময় এই Requote খুববেশী পরিমানে সংগঠিত হয় যার ফলে চাইলে আপনি সঠিক প্রাইস লেভেলে এসে এন্ট্রি গ্রহন করতে পারবেন না। আজকের আর্টিকেল আমরা এই শব্দটির বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো এবং ট্রেডিং ক্ষেত্রে কিভাবে এটি প্রভাব বিস্তারিত করে সেটি বুঝবো। চাহলে চলুন শুরু করি।

অর্থ

ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে এই শব্দটির অর্থ হচ্ছে, আপনি ট্রেডিং টার্মিনালে যেই প্রাইসে এন্ট্রি গ্রহন করতে চাচ্ছেন ব্রোকার সেই প্রাইসে আপনাকে এন্ট্রি গ্রহন করতে দিচ্ছে না। যেমন ধরুন, আপনি “A” নামের একটি ব্রোকারে EUR/USD কারেন্সি পেয়ারে এন্ট্রি গ্রহন করতে চান।

এখন আপনি 1.1250 এই প্রাইসে একটি SELL এন্ট্রি গ্রহন করার জন্য অর্ডার দিচ্ছেন কিন্তু টার্মিনাল সেটিকে নিচ্ছে না। বার বার দেখাচ্ছে প্রাইস পরিবর্তিত হয়ে গেছে “পুনরায় চেষ্টা করুন।”

মনে রাখবেন, ৯৫ শতাংশ সময়ে মার্কেটে যখন প্রাইস এর মুভমেন্ট খুববেশী পরিমাণ থাকে অর্থাৎ ট্রেডিং এর ভাষায় যেটিকে বলা Volatile তখন এই Requote হয়ে থাকে। অর্থাৎ, আপনি একটি প্রাইসে এন্ট্রির জন্য অর্ডার করেছেন, প্রাইস মুভমেন্ট এর কারনে প্রাইস পরিবর্তিত হয়ে যায় এবং এই রি-কোউট হয়। যার কারনে ওই প্রাইসে আর এন্ট্রি নিতে পারেননা।

সাধারণত, বিভিন্ন নিউজ, ইভেন্ট, বড় আকারের কোনও ঘোষণা প্রদানের সময় এরকম দেখা যায়। এটি স্বাভাবিক। আরও একটি উধারন দিচ্ছি যাতে করে ভালো করে বিষয়টি বুঝতে পারেন।

ট্রেডার হিসাবে আমরা যখন কোনও এন্ট্রি গ্রহন করি তখন সেটি ট্রেডিং টার্মিনাল থেকে ব্রোকারের টার্মিনালে পৌছায়। এখানে আমরা ট্রেডিং টার্মিনাল বলতে MT4 কিংবা MT5 এর কথা বোঝাতে চেয়েছি।

মনে করুন, আপনি এন্ট্রি নেয়ার জন্য 1.1452 এই প্রাইসে একটি BUY অর্ডার করলেন আপনার টার্মিনাল থেকে কিন্তু ব্রোকারের এর কাছে সেটি রিকোয়েস্ট যেতে যাতে প্রাইস অতিরিক্ত মুভমেন্ট এর কারনে পরিবর্তিত হয়ে গেল। তখন, ব্রোকার আপনার নির্ধারিত প্রাইসে আর এন্ট্রিটিকে আর গ্রহন করতে পারবে না যার ফলে তখন টার্মিনালে তখন এই Requote শব্দটি দেখতে পাবেন।

এর অর্থ হচ্ছে, ব্রোকার আপনাকে পুনরায় এন্ট্রি গ্রহন করার জন্য বলছে।

যদি এরকম হয় তাহলে ট্রেডিং টার্মিনালে একটি পপ-আপ নোটিস এর মাধ্যমে সেটি আপনার সামনে আসবে এবং সেখানে যা থাকে সেটির বাংলা করলে দারায়, “দুঃখিত এন্ট্রিটি গ্রহন করা সম্ভব হয়নি। আপনি কি নতুন প্রাইসে এন্ট্রি নিতে চাচ্ছেন?” এখন আপনি চাইলে পরিবর্তিত প্রাইসে এন্ট্রি গ্রহন করতে পারেন।

যেহেতু প্রাইস মুভমেন্ট এর কারনে অর্ডারকৃত প্রাইস থেকে পরিবর্তিত হয়ে গেছে তাই ব্রোকার নতুন প্রাইসে এন্ট্রি গ্রহন করার পূর্বে আপনাকে জিজ্ঞাসা করবে। তবে অনেক ফরেক্স ব্রোকারই আছে যারা আপনাকে এটি জিজ্ঞাসা করবে না। অর্থাৎ, প্রাইস পরিবর্তিত হয়ে গেলেও আপনার এন্ট্রি নিয়ে নিবে। তবে ভালো ব্রোকারগুলো, গ্রাহকদের প্রথমে এই Requote এর সতর্কীকরণ নোটিশ প্রদান করে।

কেন হয়?

আশা করি শব্দটির অর্থ এর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম হয় ট্রেড করার সময়? ফরেক্স ট্রেডিং সাইকেল এর সর্বনিম্ন পর্যায়ে আমাদের মতন ট্রেডারদের অবস্থান যাকে বলা হয় রিটেইল ফরেক্স ট্রেডার। অর্থাৎ, এই ট্রেডাররা অল্প পরিমাণ ব্যালেন্স নিয়ে ছোট ছোট লট এর ট্রেড করে থাকেন। যার ফলে বেশীরভাগ সময়ই আমরা ভালো ব্রোকারে ট্রেড করার সুবিধা পাইনা।

কেননা টপ পজিশনে যেসকল ব্রোকার রয়েছে তাদের সর্বনিম্ন পরিমাণ ডিপোজিট করার ক্ষমতা আমাদের মতন ট্রেডারদের হয়না। যেমন অনেক ব্রোকার রয়েছে যাদের সর্বনিম্ন ডিপোজিট এমাউন্ট শুরুই হয় 10,000 ডলার থেকে। যা আমাদের মতন ট্রেডারদের জন্য কষ্টসাধ্য।

বেশীরভাগ সময়ই দেখা যায় কম ব্যালেন্সে ট্রেড করার সুবিধা প্রদান করে যেসকল ব্রোকার তার মুলত এই বড় বড় আকারের ব্রোকারের Proxy হিসাবে কাজ করে। অর্থাৎ, এরা আপনার অর্ডার টিকে বড় ব্রোকারের ট্র্যান্সফার করে দেয়। এই ট্রানজিশন এর জন্য কিছুটা সময় লাগে যার ফলে আপনি যেই প্রাইসে এন্ট্রির অর্ডার করেছেন সেটি প্রাইস মুভমেন্ট এর কারনে সেই সময়ে এক্সিকিউট হয়না।

তবে অবশ্যই মনে রাখবেন, Requote কিন্তু সবসময় হয়না। যদি আপনার ব্রোকারে খুব বেশী পরমান এটি হয়ে থাকে তাহলে বুঝবেন, ব্রোকার ইচ্ছাকৃত ভাবে এটি করছে এবং তখন ব্রোকার পরিবর্তন করে নেয়াই হবে বুদ্ধিমানের কাজ।

তবে কম ডিপোজিট এমাউন্ট এর সকল ব্রোকারেই যে Requote হয় বিষয়টি তাও নয়। আমারা যেসকল ব্রোকার ট্রেড করি এদের কাজ করার কিছু ধরন রয়েছে। এদের মধ্যে কিছু ব্রোকার আছে ECN+STP এই দুইটি মাধ্যমে ট্রেডিং সম্পাদন করে থাকে। এই ধরনের ব্রোকারে ট্রেড করাটা নিরাপদ। এবং এদের কাছে ট্রেডিং এর সময় এই রি-কোউট এর সম্ভাবনাও থাকবে অনেক কম। যেমন ধরুন Exness Broker । এই ব্রোকারে রি-কোউট হবার সম্ভাবনা খুবই কম পরিমানে থাকে কেননা এরা STP মাধ্যম ব্যবহার করে ট্রেডিং এর কার্যাদি পরিচালনা করে থাকে।

বিভিন্ন ধরনের ব্রোকার কিভাবে পরিচালিত হয় এবং এদের মধ্যকার গঠন প্রনালী জানার জন্য অনুগ্রহ করে আমাদের ব্রোকার অংশে ব্রোকারের ধরন আর্টিকেলটি পড়েনিন।

এখানে এই STP এর অর্থ হচ্ছে, আপনার এবং মার্কেটে কানেকশন হিসাবে ট্রেডিং টার্মিনাল ছাড়া ভিন্ন কিছুই নেই। এর জন্য এটিকে হলা হয় Straight Through Porcessing. অর্থাৎ, আপনি যখনই MT4 কিংবা MT5 এন্ট্রি নিবেন তখন সেটি সরাসরি রিয়েল মার্কেটে অর্ডারটি চলে যাবে। এখানে কোনও ব্রোকারের সার্ভার কিংবা টার্মিনাল থাকে না। যার কারনে অর্ডার হতে সময়ও লাগেনা এক কথায় Requote হয়না।

যদি দেখেন আপনার ব্রোকার তাৎক্ষণিক অর্ডার নিতে পারেনি তখন বুঝবেন সেখার রিয়েল মার্কেট এবং আপনার টার্মিনাল এর মধ্যে ব্রোকার এর ট্রেডিং সার্ভার রয়েছে। এক্ষেত্রে ব্রোকার প্রথমে আপনার থেকে এন্ট্রি অর্ডার নেয়, তারপর সেটি ব্রোকার এর সার্ভার হয়ে তারপর রিয়েল মার্কেটে যায়। এই কারনে এন্ট্রিতে সময় লাগে বেশী এবং রি-কোউট হয়ে থাকে।

এই ধরনের ব্রোকাররা মুলত মার্কেট মেইকার ব্রোকার নামেও পরিচিত। মার্কেট মেইকার ব্রোকার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন Market Makers আর্টিকেল থেকে।

আবারও বলছি রি-কোউট হচ্ছে ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত একটি ফ্যাক্ট যেটি যেকোনো ট্রেডার এরই কোনও না কোনও সময় সম্মুখীন হতে হয়। তবে এটি সব সময় হয়না। শুধুমাত্র যখন মার্কেটে প্রাইস এর মুভমেন্ট অনেক বেশী থাকে যেমন ধরুন নিউজ কিংবা বড় আকারের কোনও ইভেন্ট এর সময় তখন এন্ট্রি গ্রহনে এটি দেখা যেতে পারে।

এছাড়া বাকি সময় ট্রেডে এন্ট্রি নিতে এই Requote হবেনা এবং হবার কথাও নয়। তবে যদি আপনি নিয়মিত এন্ট্রির সময় এটি দেখতে পান তাহলে নিশ্চিতভাবে আমাদের পরামর্শ হচ্ছে ব্রোকার পরিবর্তন করে নেয়ার।

আপনি হয়ত আর্টিকেলটি পড়ার পর গুগলে সার্চ করবেন No Requote Broker নামে এবং সেখান থেকে হাজার খানেক আর্টিকেল কিংবা ব্রোকার এর নামও পাবেন তবে আমাদের পরামর্শ থাকবে যেসকল ব্রোকার ECN + STP এর মাধ্যমে ট্রেডিং কার্যাদি পরিচালনা করে থাকে সেই সকল ব্রোকারে ট্রেড করার। যেমন বলতে পারি EXNESS .

ট্রেডিং এ প্রভাব

সাধারণত মার্কেট প্রাইস এর মুভমেন্ট এর কারনে আমরা প্রফিট করতে পারি তবে এই মুভমেন্ট নিউজ এর সময় আরও বেশী পরিমানে হয়ে থাকে যার কারনে, ট্রেডার সে সময়ে এন্ট্রি গ্রহন করলে ব্রোকার এর পক্ষে সেই প্রাইসে অর্ডারটি এক্সিকিউট করা কষ্টের হয়ে যায়।

আমরা যেমন ট্রেডিং টার্মিনাল এর মাধ্যমে ব্রোকারে এন্ট্রির জন্য অর্ডার প্রদান করি, তেমন ব্রোকার আপনার অর্ডারটিকে এর নিজস্ব ব্রোকারে অর্ডার এন্ট্রির জন্য রিকোয়েস্ট প্রদান করে। প্রাইস মুভমেন্ট খুব বেশী থাকার কারনে আপনি যেই প্রাইসে এন্ট্রি নেন সেই প্রাইসে তখন অর্ডারটি এক্সিকিউট করতে সক্ষম হয়না। যার কারনে নতুন প্রাইসে অর্ডার গ্রহন করার একটি নোটিশ ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে টার্মিনালে প্রদান করে।

যেহেতু সঠিক প্রাইসে এন্ট্রি গ্রহন করা সম্ভব হয়না তাই ট্রেডার এর কাছে এই রি-কোউট খুবই অপছন্দের কেননা সঠিক প্রাইসে এন্ট্রি গ্রহন করতে না পারার অর্থ হচ্ছে আপনি এন্ট্রির পূর্বেই পিপ্স লস করে ফেলছেন। যা এক কথায় ট্রেডারদের জন্য লস।

এছাড়াও, মার্কেট মেইক করে যেসকল ব্রোকার তারা এই Requote এর মাধ্যমে মুনাফা করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে?

ধরুন আপনি GBP/USD কারেন্সি পেয়ারে একটি BUY এন্ট্রি নেয়ার জন্য অর্ডার নিলে 1.3250 প্রাইস লেভেল। ব্রোকার সেই অর্ডার এর প্রাইস প্রবর্তন করে আপনাকে দেখলো রি-কোউট এর নোটিশ এবং বলা হল নতুন প্রাইস হচ্ছে 1.3253 । এখন আপনি যদি এই প্রাইসে এন্ট্রি নেন তাহলে এন্ট্রির শুরুতেই ব্রোকার আপনার থেকে ৩ পিপ্স এর প্রফিট করে ফেললো।

বুঝলেন কিছু?


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 5 of 5 found this article helpful.
Views: 199

আরও জানুন

পূর্ববর্তী: Copy Trading Performance
পরবর্তী: Take Profit (TP)
পূর্বের আর্টিকেলScalping | স্কাল্পিং ট্রেড কি?
পরবর্তী আর্টিকেলSpread | স্প্রেড কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here