Rising Three Methods প্যাটার্ন
এটি একটি বুল্লিশ ট্রেন্ড এর ধাবাহিকতা নির্দেশ করে যেটি মুলত গঠিত হয় আপট্রেন্ডে যেয়ে। এই জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কমপক্ষে ৫টি কিংবা এরও বেশী ক্যান্ডেল নিয়ে গঠিত।
আমরা এখন পর্যন্ত দুই কিংবা তিন ক্যান্ডেল বিশিষ্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এই প্যাটার্নটি একটু ভিন্ন কেননা Rising Three Methods ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কমপক্ষে ৫টি কিংবা এরও বেশী ক্যান্ডেল নিয়ে এই প্যাটার্নটি গঠিত হয়ে থাকে।
এই প্যাটার্নটির ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল থাকবে যেটির পর ছোট আকারের আরও ৩টি ক্যান্ডেল থাকবে এবং এই ৩টি ক্যান্ডেল হবে আগের ক্যান্ডেল অর্থাৎ ১ম ক্যান্ডেল এর বডির মাঝখানে। ৫ম ক্যান্ডেটি হবে বড় আরও একটি বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল যেটির হাই লেভেল হবে ১ম ক্যান্ডেল এর উপরে।
গঠন
এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি ৫টি আলাদা আলাদা ক্যান্ডেল নিয়ে গঠিত যেটিতে ২টি বড় বুল্লিশ ক্যান্ডেল এবং ৩টি ছোট আকারের ক্যান্ডেল এর উপস্থিতি থাকবে। আরও স্পষ্ট করে যদি বলি –
চার্টে এই প্যাটার্নটি খুঁজে পেতে হলে প্রথমে আপনাকে এটির বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। চলুন প্রথমে সেগুলোকে জেনে না যাকঃ
- মার্কেট প্রাইস আপট্রেন্ড এর মধ্যে অবস্থান করবে।
- প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি হবে একটি বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল এবং এর বডির আকার হবে বড়।
- পরের তিনটি ক্যান্ডেল অর্থাৎ ২য়, ৩য় এবং ৪র্থ ক্যান্ডেলগুলোর বডির আকার হবে ছোট এবং সেগুলো হবে ছোট আকারের বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল।
- ২য়, ৩য় এবং ৪র্থ ক্যান্ডেলগুলো- ১ম বুল্লিশ ক্যান্ডেলটির বডির রেঞ্জ এর মধ্যে অবস্থান করবে। অর্থাৎ, ১ম ক্যান্ডেল এর ওপেনিং এবং ক্লোজিং প্রাইস এর মধ্যে অবস্থান করবে।
- ৫ম ক্যান্ডেলটি হবে আরও একটি বড় আকারের বুল্লিশ ক্যান্ডেল যেটি ক্লোজ হবে ১ম ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস এর উপরে।
অর্থ
যেহেতু Rising Three Methods প্যাটার্নটি আপট্রেন্ড এর পর গঠিত হয়ে থাকে যার অর্থ হচ্ছে, মার্কেটে Buyer এর আধিক্য থাকবে বেশী।
১ম বড় বুল্লিশ ক্যান্ডেলটি গঠিত হওয়ার পর কিছুক্ষণ এর জন্য প্রাইস নিউট্রাল পজিশনে চলে যাবে অর্থাৎ, প্রাইস আর উপরে যেতে পারবে না। যার ফলে তখন ৩টি ছোট আকারের বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে তবে এগুলও ১ম ক্যান্ডেল এর লো লেভেল এর নিচে যেতে পারবে না।
সেলার প্রাইসকে নিচে নামিয়ে আনতে চাইলেও সফল না হয়ে পুনরায় প্রাইস উপরের দিকে উঠে আসে যার কারনে ৫ম ক্যান্ডেলে আরও একটি বড় আকারের বুল্লিশ কিংবা Buy ক্যান্ডেল তৈরি হবে। যেটি প্রাইসে আরও উপরের দিকে উঠিয়ে নিবে এবং ধরে নিতে হবে প্রাইস পুনরায় আপট্রেন্ড এর দিকেই ফিরে যাবে।
Three Methods Pattern
এই প্যাটার্নটি মুলত ৫টি কিংবা আরও বেশী ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত হয়। এই প্যাটার্নটি মুলত ট্রেন্ড এর ধারবাহিকতা প্রকাশ করতে সহায়তা প্রদান করে। এটি একটি চলমান আপট্রেন্ড কিংবা ডাউনট্রেন্ড এর পর গঠিত হয় যেটি বোঝায় প্রাইস আরও ট্রেন্ড এর দিকে বিদ্যমান থাকবে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।