[ ভিডিও টিউটোরিয়াল ]
Shooting Star প্যাটার্ন
একটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মুলত মার্কেট প্রাইস যখন আপট্রেন্ডে থাকে তখন গঠিত হয়। এই ক্যান্ডেলটি প্রাইস এর উপরিভাগে দেখা যায়। সাধারণত, যখন কোনও ক্যান্ডেল এর ওপেনিং প্রাইসে হাই লেভেল তৈরি করে এবং ট্রেডিং সেশনে প্রাইস আরও উপরের দিকে মুভ করে কিন্তু ক্যান্ডেলটি ক্লোজ হয়-ক্যান্ডেলটির ওপেনিং প্রাইস এর কাছাকাছি এসে ক্লোজ হয় তখন এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়।
Shooting Star ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুলত একটি ক্যান্ডেল এর মাধ্যমে তৈরি যেটির বডির আকার হয় অনেক ছোট, এটির বডির নিচে কোনও দাগ কিংবা shadow থাকবে না কিংবা থাকলেও আকারে হবে অনেক ছোট এবং বডির উপরের দাগটির আকার হবে অনেক বড়। নিচের চিত্রটি দেখেনিন।
গঠন এবং ট্রেডিং
চার্টে এই প্যাটার্নে খুঁজে নেয়ার জন্য এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জেনে নেয়া প্রয়োজন।
- চলমান কোনও ডাউনট্রেন্ডে এসে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হবেনা।
- ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয় যখন প্রাইস আপট্রেন্ডে থাকে।
- ক্যান্ডেল এর বডির আকার হবে অনেক ছোট
- ক্যান্ডেল এর বডির নিচে কোনও shadow থাকবে না কিংবা থাকলেও অনেক ছোট হবে আকারে।
- ক্যান্ডেল এর বডির উপরে shadow আকারে হবে ক্যান্ডেল এর বডির আকারের কমপক্ষে দ্বিগুণ।
এখন প্রশ্ন হচ্ছে, এই ক্যান্ডেলটি ব্যবহার করে কিভাবে রিয়েল ট্রেডিং করবেন?
প্রথমেই বলে রাখছি, Shooting Star ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি বেয়ারিশ রিভার্সাল ট্রেন্ড এর নির্দেশ করে থাকে। এর অর্থ হচ্ছে, প্রাইস নির্দিষ্ট ট্রেডিং সেশনের হাই লেভেলে চলে এসেছে অর্থাৎ, চলমান আপট্রেন্ড এর চুরায় চলে এসেছে যেখান থেকে যেকোনো সময় প্রাইস রিভার্স পজিশনে চলে আসতে পারে। অর্থাৎ, ডাউনট্রন্ড এর সম্ভাবনা রয়েছে।
বৈশিষ্ট্য
এই ক্যান্ডেলটির পূর্বের ক্যান্ডেল পর্যন্ত প্রাইস এর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ থাকবে Buyer এর কাছে এবং বাইয়ার চেষ্টা করবে প্রাইসকে আরও উপরে দিকে নিয়ে যেতে। ট্রেডিং সেশনে বাইয়ার উপরের দিকে প্রাইসকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও মার্কেটে Seller দের উপস্থিতি বৃদ্ধি পায় এবং এর কারনে প্রাইস নিচের দিকে নেমে আসতে থাকে এবং ক্যান্ডেল উপরের যাওয়ার পরিবর্তে ক্লোজ হয়, ক্যান্ডেল এর ওপেনিং প্রাইস এর কাছাকাছি আসে।
ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি চার্টে ব্যবহার করার জন্য কিছু বিষয়ের উপরে লক্ষ্য রাখার প্রয়োজন হবে।
- যদি প্যাটার্নটি গঠিত ক্যান্ডেল এবং এর পূর্বের ক্যান্ডেলটির মধ্যে প্রাইস গ্যাপ থাকে তাহলে এটি শক্তিশালী ট্রেন্ড রিভার্সাল এর নির্দেশ প্রদান করে।
- প্যাটার্ন এর ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটিই হতে পারে তবে যদি ক্যান্ডেলটি বেয়ারিশ কিংবা Sell ফরমেশনে তৈরি হয় তাহলে রিভার্সাল সিগন্যালও হবে শক্তিশালী।
- প্যাটার্ন এর ক্যান্ডেলটির উপরের Shadow এর আকার যত বড় হবে, রিভার্সাল এর সম্ভাবনাও অনেকবেশী।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।