Skrill Account Registration – ফরেক্স মার্কেটে অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে Skrill । আমরা যারা বাংলাদেশে ফরেক্স ট্রেড করছি তারা সবসময়ই অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি কারন আমাদের দেশ থেকে সরাসরি লোকাল ব্যাংকের মাধ্যমে লেনদেন করার কোনও সুযোগ নেই। তাই ট্রেডাররা সবসময়ই তাদের বিনিয়োগকৃত অর্থ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন। ফরেক্স মার্কেটে লেনদেন করার সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে Skrill ।
এর বেশী জনপ্রিয়তার পিছনে মূল কারন হচ্ছে আমাদের দেশে এই স্ক্রিল পাওয়া খুবই সহজ এবং আপনি খুব সহজেই অন্য skrill অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করতে পারবেন অথবা আপনার যদি Skrill Master Card থেকে থাকে তাহলে খুব সহজেই যেকোনো ATM থেকে অর্থ তুলে নিতে পারবেন।
এছাড়াও, আপনি স্ক্রিল থেকে সরাসরি আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করতে পারবেন। www.skrill.com লিংক ক্লিক করলে skrill এর ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে “Open a Free Account” এ ক্লিক করলে আপনি একটি সাইন-আপ ফর্ম পাবেন, এখানে আপনার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবেন তাহলেই আপনার skrill অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে।
পাশের ফর্মটির ন্যায় একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে যেখানে আপনার তথ্যগুলো সঠিকভাবে প্রদান করতে হবে।
প্রথমে বক্সে আপনার সম্পূর্ণ নাম (আইডি অনুসারে) লিখতে হবে। যেমন ধরুন, আপনার নাম যদি হয় সাইফুল ইসলাম তাহলে “First Name” অংশে saiful এবং “Last Name” অংশে islam লিখবেন।
এরপর, দেশ হিসাবে “Bangladesh” নির্বাচন করবেন এবং “Currency” হিসাবে “USD” সিলেক্ট করবেন। তারপর, আপনার সঠিক ইমেইল আইডি এবং পাসওয়ার্ড লিখে নিচের “Register” বাটনটিতে ক্লিক করবেন।
অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনাকে ইমেইলের মাধ্যমে বাকি তথ্য জানিয়ে দেয়া হবে। এরপরের কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেয়া। অ্যাকাউন্ট ভেরিফাই করার বিস্তারিত প্রক্রিয়া জানতে “Skrill Verificaiton” আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিতে পারেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।