Skrill Account Verification | স্ক্রিল ভেরিফিকেশন সিস্টেম

0
189
Skrill Account Verification
সর্বশেষ আপডেট: April 23, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট

Skrill Account Verification – ফরেক্স মার্কেটে অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে Skrill. আমরা যারা বাংলাদেশে ফরেক্স ট্রেড করছি তারা সবসময়ই অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি কারন আমাদের দেশ থেকে সরাসরি লোকাল ব্যাংকের মাধ্যমে লেনদেন করার কোনও সুযোগ নেই। তাই ট্রেডাররা সবসময়ই তাদের বিনিয়োগকৃত অর্থ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন। ফরেক্স মার্কেটে লেনদেন করার সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে Skrill.

আজকের আর্টিকেলে Skrill Account Verification এর বিস্তারিত তথ্য আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।

রেজিস্ট্রেশন করার পর আপনি চাইলে যেকোনো পরিমাণ এমাউন্ট লেনদেন করতে পারবেন কেননা, স্ক্রিল একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক নয়। যদি আপনার একাউন্ট এর জন্য ভেরিফিকেশন বাধ্যতামূলক হয়, তাহলে একাউন্ট লগইন করার পর আপনি সেটি দেখতে পাবেন। তখনই শুধুমাত্র ভেরিফিকেশন এর তথ্যসমূহ সাবমিট করতে পারবেন।

  • ১ম ধাপ, ভেরিফিকেশন এর জন্য তথ্য সাবমিট করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে, গুগল প্লে-স্টোর থেকে এপ্স ডাউনলোড করে তারপর তথ্যসমূহ সাবমিট করা। এপ্সটি ডাউনলোড করার জন্য এই লিংক ক্লিক করুন এবং সেটি আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে এপ্স ডাউনলোড করেনিন। লিংক – https://fxbd.co/skrillApp । এপ্স ডাউনলোড হয়ে যাওয়ার পর, আপনার তথ্যসমূহ প্রদান করে একাউন্টে লগইন করে নিন।
  • ২য় ধাপ, একাউন্ট লগইন করার পর ভেরিফিকেশন করার জন্য, দুই ধরনের তথ্য সাবমিট করতে হবে। প্রথমে আপনি পরিচয় ভেরিফাই করার জন্য, আপনার নামে রয়েছে এরকম NID/ Passport / Driving License এর রঙিন ছবি আপলোড করতে হবে। মনে রাখবেন, ছবি আপনার তুলে আপলোড করতে হবে। আপনি যদি স্ক্যান করে ছবি আপলোড করেন তাহলে সেটি বাতিল বলে গণ্য হবে। ছবি তোলার সময় লক্ষ্য রাখতে হবে, সেটি যেন স্পষ্ট এবং আইডি কার্ড এর ৪টি কোনা যাতে সহজে বোঝা যায়।
  • ৩য় ধাপ, এবার আপনাকে আপনার ঠিকানা সঠিকভাবে ভেরিফাই করার জন্য, আপনার নামে রয়েছে এমন যে কোনও একটি Utility BIll/Council papers/Court Bill/Bank Statement এর কপির ছবি আপলোড করবেন। তথ্যগুলো সঠিকরূপে সাবমিট করা হয়ে গেলে প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর, ইমেইল এর মাধ্যমে আপনার একাউন্ট ভেরিফিকেশন এর আপডেট জানিয়ে দেয়া হবে। এছাড়াও এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে Skrill এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.skrill.com

বি:দ্র: Skrill Account সঠিকভাবে ভেরিফাই করার সময়, নিম্নলিখিত বিষয়সমূহ সম্পর্কে সতর্ক থাকবেন –

  • আপলোড কৃত ছবি রঙিন হতে হবে। সাদাকালো কিংবা ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
  • NID/Passport/Driving License এর ছবি স্পষ্ট এবং এখানে আপনার নাম এবং বয়স যাতে বোঝা যায় এরকম হতে হবে
  • ছবি স্ক্যান করে আপলোড করা যাবে না। স্ক্যানিং করা কোনও ইমেইজ ভেরিফিকেশন এর জন্য সাবমিট করা যাবে না। এক্ষেত্রে, ডকুমেন্ট সাবমিট করার সময়  আপনার স্মার্টফোন থেকে সরাসরি ছবি তুলে আপলোড করে দিবেন।
  • ডকুমেন্টস এর ছবি তোলার সময়, সেটি একটি পরিষ্কার টেবিলে রেখে তারপর ভালো করে ফোকাস করে ছবি তুলবেন এবং লক্ষ্য রাখবেন, আপনার ডকুমেন্টস এর ৪টি কোনা যাতে করে স্পষ্ট বোঝা যায়।
  • VPN এর মাধ্যমে নেটেলার একাউন্ট রেজিস্ট্রেশন কিংবা ভেরিফাই করতে যাবেন না। এতে করে আপনার একাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেয়া হতে পারে।
  • কখনোই একই নামে দুইটি কিংবা একাধিক স্ক্রিল একাউন্ট খুলতে যাবেন না, এতে আপনার দুইটি একাউন্টই ব্লক হয়ে যাবে। স্ক্রিল প্রতিষ্ঠান, একাধিক একাউন্ট ব্যবহার করার কোনও সুবিধা প্রদান করে না। এবং আপনি যখন একাউন্ট রেজিস্টার করেন, তখন আপনার ইন্টারনেট আইপি (IP) নেটেলার এর সার্ভারে জমা হয়ে যায়। যদি একই আইপি ব্যবহার করে একাউন্ট রেজিস্টার করার চেষ্টা করেন তাহলে আপনি নিজেই বিপদে পারবেন।
  • ভুল কোনও তথ্য দিয়ে একাউন্ট ওপেন করতে যাবেন না। যদি আপনার কাছে এই দরকারি তথ্যগুলো না থাকে তাহলে আপনার নামে একাউন্ট রেজিস্টার করারও কোনও প্রয়োজন নেই। এতে আপনিই বিপদে পরতে পারেন।
  • একাধিক ব্রাউজার কিংবা আইপি ব্যবহার করে নিজের স্ক্রিল একাউন্ট লগইন তথাপি ব্যবহার করবেন না। এতে করে আপনার একাউন্ট এর নিরাপত্তাহানী হতে পারে। আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পাবলিক স্থানের ইন্টারনেট কানেকশন (যেমন, মার্কেট, পার্ক, হোটেল, সাইবার ক্যাফে) ব্যবহার করে কখনোই নেটেলার একাউন্টে লগইন কিংবা ব্রাউজ করবেন না। এতে করেও আপনার একাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেয়া হতে পারে।
স্ক্রিল সম্পর্কে আরও বিস্তারিত তথ্যাদি জানতে পারবেন আমাদের ওয়েবসাইটের Skrill Wallet অংশ থেকে। অনুগ্রহ করে লিংক ক্লিক করে গাইডলাইন কিংবা সমস্যার সমাধান দেখে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 1 1 of 2 found this article helpful.
Views: 209

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here