Skrill Deposit Process | স্ক্রিল ডিপোজিট প্রক্রিয়া

0
933
Skrill Deposit Process
সর্বশেষ আপডেট: April 23, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Skrill Deposit Process – যারা মূলত ফরেক্স কিংবা ট্রেডিং এর সাথে সম্পৃক্ত তাদের কাছে স্ক্রিল খুবই জনপ্রিয় একটি ওয়ালেট সিস্টেম কেননা এতে করে সহজেই আন্তর্জাতিক লেনদেন করা যায় এবং সেই সাথে স্ক্রিল ব্যবহার করে অনেক মার্চেন্ট ওয়েবসাইটে (যারা সাপোর্ট করে) পেমেন্টও করতে পারবেন। আজকের আর্টিকেলটিতে আমরা মূলত স্ক্রিল একাউন্টে ফান্ড ডিপোজিট করার কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো।

Skrill Deposit Process | স্ক্রিল ডিপোজিট প্রক্রিয়া

বিভিন্ন উপায় কিংবা মাধ্যম ব্যবহার করে স্ক্রিলে একাউন্টে ফান্ড ডিপোজিট করার সুযোগ থাকলেও বাংলাদেশ থেকে নিবন্ধিত একাউন্টের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ থেকে যারা এই একাউন্ট ব্যবহার করছেন তারা শুধুমাত্র নিচের ৩টি মাধ্যম ব্যবহার করে ডিপোজিট করে নিতে পারবেন।

ক্রেডিট কার্ড: ফান্ড ডিপোজিট করার জন্য বাংলাদেশ থেকে একমাত্র বৈধ প্রক্রিয়া হচ্ছে আন্তর্জাতিক লেনদেন করার সুবিধা সম্বলিত ক্রেডিট কার্ড। অর্থাৎ, আপনার যদি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে তাহলেই কেবল আপনি স্ক্রিল একাউন্টে ফান্ড ডিপোজিট করার সুবিধা পাবেন। এছাড়া, বাংলাদেশ থেকে ফান্ড ডিপোজিট এর কোনও সুযোগ নেই। এখন বিভিন্ন ব্যাংক ডুয়াল কারেন্সি প্রি-পেইড কার্ড সেবা প্রদান করে। এই কার্ড ব্যবহার করে স্ক্রিল একাউন্টে ফান্ড ডিপোজিট করতে পারবেননা। ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানার থাকলে অনুগ্রহ করে আপনার ব্যাংকের সাথে কথা বলুন।

তবে এখানে বলে রাখা ভালো, ক্রেডিট কার্ড অবশ্যই স্ক্রিল একাউণ্ট ব্যবহারকারীর নামে হতে হবে। অন্যথায় সেই কার্ড ব্যবহার করে ফান্ড ডিপোজিট করতে পারবেননা। এছাড়াও, বাংলাদেশে ব্যাংক এর নির্দেশনা মতে, আপনি বছরে ১০,০০০ অধিক ফান্ড ডিপোজিট করতে পারবেন না এবং একই সাথে ৩০০ ডলারের অধিক লেনদেন করতে পারবেননা। ক্রেডিট কার্ডটিে অবশ্যই, Visa, Mastercard হতে হবে। অন্য কোনও ব্র্যান্ড যেমন American Express কিংবা Nexus ব্যবহার করে লেনদেন করতে পারবেননা।

নেটেলার একাউন্ট এর মাধ্যমে নেটেলার থেকে স্ক্রিল কিংবা স্ক্রিল থেকে নেটেলার একাউন্টে ফান্ড ডিপোজিট করার সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে নেটেলার একাউন্টটি আপনার স্ক্রিল একাউন্টের তথ্যের সাথে মিল থাকতে হবে। অর্থাৎ, অন্য কোনও ব্যবহারকারীর নেটেলার একাউন্ট ব্যবহার করে আপনার স্ক্রিল একাউন্টে ফান্ড ডিপোজিট করতে পারবেননা।

এই প্রক্রিয়া ব্যবহার করে ফান্ড ডিপোজিট করার জন্য, অনুগ্রহ করে আপনার স্ক্রিল একাউন্টে লগইন করুন এবং সেখান থেকে “Upload Money” বাটনে ক্লিক করে “Neteller” লোগোতে ক্লিক করুন। এরপর এমাউন্ট লিখে কনফার্ম করে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করেনিন।

একাউন্ট ট্র্যান্সফার: প্রথমেই বলে রাখি, এই প্রক্রিয়াটি বৈধ নয় এবং এতে লেনদেন করা জনিত স্ক্যামিং এর শিকারও হতে পারেন। এই মাধ্যমে, অন্য কোনও স্ক্রিল একাউন্ট ব্যবহারকারীর কাছ থেকে আলচনার মাধ্যমে ফান্ড আপনি টাকার মাধ্যমে কিনে নিতে পারেন। ওই ব্যাক্তি তখন Skrill Fund Transfer প্রক্রিয়ার মাধ্যমে, তার একাউন্ট থেকে আপনার একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করে দিবে।

এই প্রক্রিয়ায় ফান্ড ডিপোজিট করার পরামর্শ আমরা দেই না কেননা এটি সম্পূর্ণরূপে অবৈধ এবং অনেকক্ষেত্রেই দেখা যায়, আপনি টাকা দিয়ে দিলেও অপর ব্যাক্তি ফান্ড ট্র্যান্সফার না করে প্রতারণা করতে পারে। এই সমস্যাটি হরহামেশাই হয়। সুতরাং, অপরিচিত কারও সাথে লেনদেন করার সময় সতর্ক থাকবেন।

স্ক্রিল সম্পর্কে আরও বিস্তারিত তথ্যাদি জানতে পারবেন আমাদের ওয়েবসাইটের Skrill Wallet অংশ থেকে। অনুগ্রহ করে লিংক ক্লিক করে গাইডলাইন কিংবা সমস্যার সমাধান দেখে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 1 2 of 3 found this article helpful.
Views: 993

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here