Skrill Fund Transfer – স্ক্রিল অ্যাকাউন্ট থেকে অন্য কোনও স্ক্রিল অ্যাকাউন্ট ব্যবহারকারীর কাছে ফান্ড ট্র্যান্সফার করা অনেক সহজ। অনেকটাই আমরা বিকাশ থেকে অন্য বিকাশ অ্যাকাউন্টে যেভাবে ফান্ড ট্র্যান্সফার করি ঠিক সেই রকমের।
ফান্ড ট্র্যান্সফার করার জন্য দুইজনেরই স্ক্রিল অ্যাকাউন্টের থাকতে হবে এবং সেটি সম্পূর্ণরূপে সক্রিয় থাকতে হবে। অর্থাৎ, Active হতে হবে। এছাড়াও, আমাদের পরামর্শ হচ্ছে, যেই অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্র্যান্সফার করবেন নিশ্চিত হয়ে নিন, সেই অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ভেরিফাই করা রয়েছে।
Skrill Fund Transfer | স্ক্রিল ফান্ড ট্র্যান্সফার প্রক্রিয়া
অনুগ্রহ করে ফান্ড ট্র্যান্সফার করার জন্য নিচের বর্ণিত নির্দেশনাগুলো অনুসরণ করুন।
- আপনার স্ক্রিল অ্যাকাউন্টে লগইন করে নিন। সেটি ওয়েবসাইট কিংবা মোবাইল এপ্স যেকোনোটি থেকেই হতে পারে। মোবাইল এপ্স ডাউনলোড করার জন্য অনুগ্রহ করে এই লিংক ক্লিক করুন – https://fxbd.co/skrillApp
- লগইন করার পর, ম্যানু অপশন থেকে “Transfer” বাটনটিতে ক্লিক করুন।
- এরপর সেখানে একটি ফর্ম আসবে, যেখানে আপনি যাকে ফান্ড ট্র্যান্সফার করতে চান সঠিকভাবে তার ইমেইল আইডিটি প্রদান করুন। এমাউন্ট এর ঘরে পরিমাণ উল্লেখ করুন এবং Submit বাটনটিতে ক্লিক করে নিশ্চিত হয়ে নিন।
অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ফান্ড ট্র্যান্সফার করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সীমাবদ্ধতা কিংবা লিমিট নেই। আপনার ব্যালেন্সে থাকা যেকোনো পরিমাণের অর্থ আপনি ট্র্যান্সফার করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে অ্যাকাউন্ট ট্র্যান্সফার করার জন্য কিছু পরিমাণ চার্জ যুক্ত হবে। এছাড়াও,
- যদি স্ক্রিল অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ভেরিফাই করা না থাকে তাহলে আপনি চাইলেই যেকোনো পরিমাণ এমাউন্ট ট্রান্সফার করতে পারবেন না। সুতরাং, নিশ্চিত হয়ে নিন যার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টটি ভেরিফাই করা রয়েছে। অ্যাকাউন্ট ভেরিফাই করার বিস্তারিত গাইডলাইন পাবেন এই আর্টিকেল থেকে। লিংক – https://fxbd.co/skrillverify
- আপনার অ্যাকাউন্টের কারেন্সি এবং যাকে ফান্ড ট্র্যান্সফার করবেন দুই অ্যাকাউন্টের কারেন্সি একই হতে হবে। যেমন ধরুন, আপনার স্ক্রিল অ্যাকাউন্টের কারেন্সি যদি USD হয় তাহলে যাকে ফান্ড ট্র্যান্সফার করবেন তার অ্যাকাউন্ট কারেন্সিও USD হতে হবে। অন্যথায়, অতিরিক্ত Foreign Exhcane Fees (FX Fees) চার্জ যুক্ত হবে।
- স্ক্রিল অ্যাকাউন্ট থেকে অন্য স্ক্রিল অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য একটি চার্জ যুক্ত হয়। সেই চার্জটি সর্বনিম্ন 0.50 USD এবং সর্বাধিক এমাউন্টের ক্ষেত্রে 2.5% পর্যন্ত চার্জ যুক্ত হবে। অর্থাৎ, আপনি যদি ১০০ ডলার ট্রান্সফার করেন তাহলে ২.৫% হিসাবে আপনার খরচ হবে ১০২.৫০ ডলার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
আমার নামীয় verified skrill account এ $১,০৩০ ডিপোজিট করব।
খুবই জরুরী।
ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ডিপজিট করতে পারতেছিনা।
একটা একাউন্টে কত ডলার রিসিভ করা যাবে.? এবং একটা একাউন্ট থেকে বাংলাদেশের ব্যাংক একাউন্টে কত ডলার ভাঙ্গানো যাবে এক দিনে.?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। স্ক্রিল একাউন্ট থেকে আপনার লোকাল ব্যাংক একাউন্টে ফান্ড উত্তোলন করার কোনও নির্দিষ্ট সীমা নেই। আপনার স্ক্রিল একাউন্টের যাবতীয় সকল অর্থই আপনি ব্যাংক ট্র্যান্সফার করার মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা অনুসারে একটি নির্দিষ্ট ট্রানজেকশনের মাধ্যমে ১০,০০০ ডলার পর্যন্ত আপনি বৈদেশিক মুদ্রা ট্র্যান্সফার করার মাধ্যমে দেশিয় ব্যাংক একাউন্টে নিয়ে আসতে পারবেন। এতে কোনও সমস্যা নেই। ব্যাংক আপনার থেকে কিছুই চাইবে না। তবে যদি এমাউন্টের পরিমাণ ১০,০০০ ডলারের উপরে হয় তাহলে শুধুমাত্র টাকা ট্র্যান্সফার করার প্রমানপত্র হিসাবে, স্ক্রিল একাউন্টের স্টেট্মেন্ট সাবমিট করতে হবে।
স্ক্রিল এ ডলার ডিপোজিট করার জন্য ইন্টারন্যাশিনাল ক্রেডিট কার্ড দরকার…কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কাছে চাইলে অনেক প্রশ্নের সম্মুক্ষিন হতে হচ্ছে…তখন যদি বলি ফরেক্স ব্রোকার এ ডিপোজিট করার জন্য স্ক্রিল এ ডলার সেন্ড করব… তখন উত্তর দেয় ফরেক্স অবৈধ…এর জন্য কার্ড দেয়া সম্ভব না…এক্ষেত্রে আমি কিভাবে পেতে পারি কার্ড?
Thanks a lot.
Thanks a lot for your valuable Feedback.
very good information for all forex traders. i love fx Bangladesh.
Thanks a lot for your valuable Feedback.