Skrill এখন বাংলাদেশে

0
768
Skrill In Bangladesh
সর্বশেষ আপডেট: October 19, 2021
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট

Paysafe Group এর অন্যতম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্ক্রিল এই বছরের ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ বাংলাদেশ এর সোনালি ব্যাংক এর সাথে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত করে যার মাধ্যমে এখন থেকে বাংলাদেশে সরাসরি স্ক্রিল তাদের সেবা বৈধভাবে তাদের সেবা প্রদান করতে পারবে। এতদিন, স্ক্রিল বাংলাদেশে তাদের সেবা পরিচালনা করলেও সরকারী কোনও নীতিমালা না থাকার দরুন কিছু সমস্যা ছিল যা এইবার শেষ হবে বলে আশা করা হচ্ছে।

লন্ডনে Paysafe Group এর রিজিওনাল হেড এর সাথে বাংলাদেশ এর রস্ত্রয়াত্ত ব্যাংক সোনালি এর সাথে একটি চুক্তি সম্পাদিত হয় যেখানে উপস্থিত ছিলেন জুনায়েদ আহমেদ পলক। ফরেক্স ট্রেডারদের জন্য এটি একটি সুখবর কেননা এতদিন কোনও বৈধ চ্যানেল এর মাধ্যমে ফান্ড লেনদেন এর উপায় বাংলাদেশ থেকে ছিল না। Skrill এর সাথে সোনালি ব্যাংক এর এই চুক্তির ফলে যারা নিয়মিতভাবে এতদিন স্ক্রিল ব্যবহার করছিলেন তারা কোনও ঝামেলা ছাড়াই এখান থেকে ফান্ড ট্র্যান্সফার এর সকল সুবিধা পাবেন বলে ধারনা করা হচ্ছে।

এছারাও ব্যবহারকারীদের জন্য আরও নতুন কিছু সুবিধা যোগ হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে সম্পূর্ণরূপে সকল সেবা ব্যবহার করার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 4 of 4 found this article helpful.
Views: 909
পূর্বের আর্টিকেলAscending Trend Line
পরবর্তী আর্টিকেলExness Standard Cent Account
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here