Skrill Pin Code – স্ক্রিল হচ্ছে একটি অনলাইন পেমেন্ট সিস্টেম যেটির মাধ্যমে ফরেক্স কিংবা বাইনারি ট্রেডিং এর জন্য সহজেই ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করে নিতে পারবেন। এছারাও, যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত তারা এই পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে চাইলে ফান্ড ট্র্যান্সফার করে নেয়ার সুবিধা পাবেন।
FCA রেগুলেটেড এই পেমেন্ট সিস্টেম খুব নির্ভরযোগ্যতার সাথে ১ দশকের উপরে সেবা প্রদান করে আসছে এবং ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। যদিও প্রতিষ্ঠানটি এর আগে থেকে বাংলাদেশে সেবা পরিচালনা করে আসছিল।
তারপরও সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এর সাথে একটি চুক্তি সম্পাদন করে যার বিস্তারিত জানতে পারবেন এই Skrill in Bangladesh আর্টিকেল থেকে। আজকের আর্টিকেল থেকে স্ক্রিল পিন কোড সম্পর্কে কিছু তথ্য জেনে নিব।
রেজিস্ট্রেশন
যাদের এখনও কোনও স্ক্রিল একাউন্ট নেই, তারা চাইলে খুব সহজেই একটি স্ক্রিল একাউন্ট রেজিস্টার করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে www.skrill.com এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখান থেকে নিজের সঠিক তথ্য ব্যবহার করে একটি একাউন্ট রেজিস্টার করে নিন।
তারপরও একাউন্ট রেজিস্টার করার বিস্তারিত প্রক্রিয়া জানতে পারবেন, Skrill Account আর্টিকেলটি থেকে। এখানে সম্পূর্ণ প্রক্রিয়া এবং একাউন্ট ভেরিফাই করার বিস্তারিত তথ্য প্রদান করা আছে।
পিন রিসেট প্রক্রিয়া
অনেকেই আছেন, যারা স্ক্রিল একাউন্টের পিন কিংবা সিকিউরিটি পিন নিয়ে ঝামেলায় পড়েন। অর্থাৎ, এটি ভুলে যান কিংবা হারিয়ে ফেলেন। যদি এমনটি আপনার সাথে হয় তাহলে কিভাবে পিন নতুন করে সেট করে নিবেন সেটি সম্পর্কে আনাদের সাথে Skrill Pin Code আর্টিকেলটিতে আলোচনা করবো।
পিন হচ্ছে, ৬ ডিজিট এর একটি পাসওয়ার্ড যেটি আপনার একাউন্ট থেকে যেকোনো লেনদেন করার সময় ব্যবহার করতে হবে। অর্থাৎ, আপনি যদি ফান্ড ট্র্যান্সফার করেন কিংবা উত্তোলন করেন কিংবা কোনও ব্রোকারে ডিপোজিট করেন তাহলে এই পিন কোডটির প্রয়োজন হবে। যখন নতুন করে স্ক্রিল একাউন্ট রেজিস্টার করেছিলেন তখনই আপনার পছন্দ অনুসারে পিন সেট করে নিতে হয়েছিল।
যদি আপনি এই সিকিউরিটি পিন ভুলে যান, তাহলেও আপনার একাউন্টে লগইন করতে পারবনে। কেননা লগইন করার জন্য পিন এর প্রয়োজন হয়না। অনুগ্রহ করে নিচের নির্দেশনা গুলো অনুসরন করুনঃ
- প্রথমে আপনার স্ক্রিল একাউন্ট লগইন করুন – www.skrill.com
- সেখান থেকে Settings > ‘Security’ সেকশনে ক্লিক করুন।
- এখানে ‘Reset’ অপশন এর ‘Reset PIN’ বাটনে ক্লিক করুন।
- পিন নতুন করে সেট করার জন্য একটি ইমেইল আপনার কাছে চলে আসবে। অনুগ্রহ করে ইমেইলটি চেক করেন নিন এবং সেই লিংক ক্লিক করে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরন করে নতুন করে Skrill Pin Code সেট করে নিন।
নতুন পিন সেটাপ
মনে রাখবেন, আপনার স্ক্রিল একাউন্ট এর সিকিউরিটি শক্তিশালী করার জন্য, এই কোডটি প্রয়োজন হবে। কেননা, কেউ যদি আপনার একাউন্ট এর আইডি এবং পাসওয়ার্ড জেনেও যায় তাহলেও সে এই পিন ছাড়া একাউন্ট থেকে ফান্ড লেনদেন করতে পারবেনা এবং এই পিন আপনি ছাড়া আর কারও কাছে রেকর্ড হিসাবে থাকেনা। অর্থাৎ, আপনি নিজে যদি কাউকে না বলেন, তাহলে কারও পক্ষে পিনটি জানাও সম্ভব নয়।
নতুন পিন সেটাপ করার জন্য নিচের লক্ষ্যনীয় বিষয়গুলো মনে রাখবেনঃ
- পিনটিকে অবশ্যই ৬টি ডিজিট এর হতে হবে।
- এটি শুধুমাত্র অংকে হতে হবে, কোনও বর্ণ কিংবা অক্ষর ব্যবহার করা যাবেনা।
- কোনও সাংকেতিক চিহ্ন যেমন ?><)# এই জাতীয় ব্যবহার করা যাবেনা।
- একই ধরনের নাম্বার হওয়া যাবেনা যেমন 111111
- আপনার জন্মতারিখ এর সাথে মিলথাকা যাবেনা, যেমন 01.01.1990 = 111990
- ক্রমিক নাম্বার হওয়া যাবেনা। যেমনঃ 123456 কিংবা 654321
- যদি আপনি নতুন করে পিন সেট করে নিতে চান, তাহলে নতুন পিনটি – পুরাতন পিন এর সাথে মিল থাকা যাবেনা।
আশা করছি বুঝতে পেরেছেন। আর্টিকেল সম্পর্কিত কোনও মতামত কিংবা প্রশ্ন থাকলে অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।