Slippage কি?
স্লিপেজ হচ্ছে মুলত, ট্রেডিং এর জন্য আপনি যখন কোনও প্রাইস লেভেল কোনও অর্ডার সেট করেন তখন ওই প্রাইস থেকে ভিন্ন কোনও প্রাইস লেভেলে যখন ওই অর্ডারটি এক্সিকিউট হয়।
আরও সহজ করে যদি বলি, ধরে নিলেন আপনি একটি কারেন্সি পেয়ারে 1.1800 লেভেলে একটি পেন্ডিং অর্ডার সেট করেলন BUY পজিশন এর জন্য যেখানে মার্কেট প্রাইস ছিল 1.1850 । এখন দেখলেন কিছু সময় পর, আপনার পেন্ডিং অর্ডারটি এক্সিকিউট হল 1.1780 লেভেলে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সেট করেছিলেন 1.1800 লেভেলে তাহলে আরও ২০ পিপ্স নিচে এসে কেন আপনার এন্ট্রি এক্সিকিউট হলো? একেই বলা হয় স্লিপেজ।
যখনই দেখবেন, আপনি যেই প্রাইসে এন্ট্রি নেয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন কিন্তু এন্ট্রি হয়েছে ঠিক অন্য প্রাইসে এসে তাহলেই এটিকে বলা হয় Slippage ।
সবসময়ই মনে রাখবেন, মার্কেট প্রাইস তাৎক্ষণিকভাবে মুভ করতে পারে। যার কারনে, আপনি যখন কোনও এন্ট্রি নেন তখন টার্মিনালে দেখতে পাবেন লিখা উঠে “order being processed” এর অর্থ হচ্ছে, আপনার ট্রেডিং টার্মিনাল MT4 কিংবা MT5 থেকে গৃহীত এন্ট্রিটি এখনই কনফার্ম হয়নি। যদি মার্কেট এর প্রাইস মুভমেন্ট খুব বেশী থাকে তাহলে সাধারণত এরকমটি হয়ে থাকে।
মুভমেন্ট এর কারনে, আপনি এন্ট্রি নিলেন একটি প্রাইসে কিন্তু এন্ট্রিটি এক্সিকিউট হল ভিন্ন প্রাইস লেভেলে এসে। এটিকে বলা হয়ে থাকে স্লিপেজ।
প্রায়ই দেখা যায়, বিভিন্ন ধরনের নিউজ এবং ইভেন্ট সেই সাথে বিভিন্ন ধরনের বক্তৃতা যা কারেন্সি পেয়ার এর মুভমেন্টকে অনেক বৃদ্ধি করে। যার ফলে প্রাইস ওই সময়ে এসে প্রাইস এর মুভমেন্ট বেড়ে যায় এবং যার কারনে এই স্লিপেজ দেখা যায়।
সাধারণত মার্কেট প্রাইস এর মুভমেন্ট যখন স্বাভাবিক থাকে তখন মেজর কারেন্সি পেয়ার যেগুলো রয়েছে সেটিতে লিকুইডিটি এর পরিমাণ বেশী থাকার কারনে এই স্লিপেজ থাকেনা।
মার্কেট অর্ডার না নিয়ে যদি পেন্ডিং অর্ডার সেট করেন তাহলে এই স্লিপেজ গ্যাপ থেকে অনেকটাই বাঁচা যায়।
উধাহরন
ধরুন আপনি EUR/USD কারেন্সি পেয়ার একটি Buy এন্ট্রি গ্রহন করার চেষ্টা করছেন যেটির মার্কেট হচ্ছে 1.1050 লেভেল। আপনি যখন এন্ট্রি নেয়ার জন্য টার্মিনালে দেখলেন 1.1050 এই প্রাইস তখন Buy বাটনে ক্লিক করলেন অর্থাৎ, আপনি এই প্রাইস লেভেলেই বাই এন্ট্রি নিতে ছেয়েছেন। অর্থাৎ এই প্রাইস লেভেলেই আপনার Buy এন্ট্রিটি এক্সিকিউট হবে।
টার্মিনালে আপনি যেই অর্ডারটি নিলেন সেটি তখন ইন্টারনেট এর মাধ্যমে ব্রোকারের ট্রেডিং সার্ভারে জমা হলো। ব্রোকার তখন দেখবে, এন্ট্রি নেয়ার জন্য আপনার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কিনা। অর্থাৎ, ব্রোকার তখন দেখবে, আপনার ট্রেডিং একাউন্ট এর ফ্রি মার্জিন এর পরিমাণ কত?
অর্ডার নেয়ার থেকে অর্ডারটি সম্পন্ন হওয়া পর্যন্ত, আপনার টার্মিনাল থেকে ব্রোকার এবং ব্রোকার এর চেক করে এই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য কিছূটা সময়ের প্রয়োজন হয়।
যার কারনে, আপনি যখন একটি নিয়েছেন অর্থাৎ যেই প্রাইসে এন্ট্রি অর্ডার নেয়ার জন্য ক্লিক করেছেন সেখান থেকে ব্রোকারের পজিশন চেক পর্যন্ত প্রাইস একই নাও থাকতে পারে। এর জন্য আপনি যেই প্রাইসে এন্ট্রি নেয়ার অর্ডার করেছেন এবং আপনার অর্ডার হয়েছে যেই প্রাইস লেভেলে এসে এই দুইটি প্রাইস লেভেল এর পার্থক্যই হচ্ছে Slippage ।
প্রকারভেদ
স্লিপেজ মুলত তিনভাবে ভাগ করা হয়ঃ
- no slippage,
- positive slippage,
- negative slippage
No Slippage: এটি হচ্ছে আপনি যেই প্রাইস লেভেলে এন্টি নেয়ার জন্য রিকোয়েস্ট করেছেন, আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে সেই প্রাইস লেভেলেই। যেমন ধরুন, আপনি অর্ডার নিলেন 1.1050 এই লেভেলে এসে এবং অর্ডারটি সম্পন্ন হল একই প্রাইস লেভেল 1.1050 এসে। অর্থাৎ, অর্ডার নেয়া এবং অর্ডার হওয়া এই দুই প্রাইসের মধ্যে কোনও পার্থক্য নেই।
Positive Slippage: আপনি Buy এন্ট্রি নেয়ার জন্য অর্ডার নিলেন 1.1050 এই প্রাইস লেভেলে। কিন্তু প্রাইস এর মুভমেন্ট এর কারনে আপনার অর্ডারটি সম্পন্ন হল আরও কম প্রাইস লেভেলে। যেমন হতে পারে 1.1045 এই প্রাইস লেভেল। অর্থাৎ, আপনি যেই প্রাইসে অর্ডার নেয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন, আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে আরও কম প্রাইস লেভেলে।
Negative Slippage: ধরুন Buy এন্ট্রির জন্য অর্ডার নিলেন 1.1050 এই প্রাইস লেভেলে। কিন্তু প্রাইস এর মুভমেন্ট এর কারনে, আপনার অর্ডারটি প্লেস হল আরও ৭ পিপ্স উপরে যেয়ে অর্থাৎ, 1.1057 লেভেলে এসে। যেহেতু আপনি বাই এন্ট্রির অর্ডার করেছিলেন সেক্ষেত্রে আরও ৭ পিপ্স উপরে অর্ডারটি প্লেস হল। এই ধরনের স্লিপেজ হল, আপনার জন্য লস।
স্লিপেজ কেন হয়?
এখন প্রশ্ন হচ্ছে, স্লিপেজ কেন হয়? কেনইবা আপনি যেই প্রাইস লেভেলে এন্টি নেন সেটি ওই প্রাইস লেভেলে এক্সিকিউট হয়না?
প্রতিটি বাইয়ার চায় একটি নির্দিষ্ট প্রাইস লেভেলে এসে কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্টে বাই এন্ট্রি গ্রহন করে প্রাইস এর মূল্যকে আরও বৃদ্ধি করতে এবং অন্যদিকে, সেলার চায় নির্দিষ্ট প্রাইস লেভেলে এসে কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্টে সেল এন্ট্রি গ্রহন করে প্রাইস এর মূল্যকে নিচে নামিয়ে আনতে।
যদি মার্কেটে বিদ্যমান Buyer এবং Seller এর পরিমাণ একই না হয় তাহলে একটি ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। যার কারনে, মুলত চার্টে প্রাইস এর উপরে কিংবা নিচের দিকে মুভমেন্ট লক্ষ্য করা যায়।
ধরুন, আপনি EUR/USD কারেন্সি পেয়ারে 1.1050 লেভেলে এসে একটি BUY এন্ট্রি গ্রহন করতে চান। কিন্তু অন্যান্য ট্রেডাররা এই প্রাইস লেভেলে এসে Sell এন্ট্রি গ্রহন করতে আগ্রহী নয়। যেহেতু সেল পজিশনে ট্রেডার নেই এর জন্য প্রাইস আগের থেকে বৃদ্ধি পাবে। এটিকে বলা হয় negative slippage. ধরে নিন, আপনার Buy অর্ডারটি কনফার্ম হল 1.1053 এই প্রাইসে সেক্ষেত্রে আপনার নেগেটিভ স্লিপেজ এর পরিমাণ হবে ৩ পিপ্স এর মতন।
অন্যদিকে, যদি প্রাইসে Seller এর আধিক্য বেশী থাকে তাহলে কম প্রাইসে অর্ডার কনফার্ম হতে পারে। যেমন মনে করেন, আপনার অর্ডারটি, আপনি যেই প্রাইসে এন্ট্রি নিয়েছেন সেই প্রাইস থেকে কম প্রাইসে অর্ডারটি কনফার্ম হল। এক্ষেত্রে ধরুন আপনার অর্ডার কনফার্ম প্রাইস হচ্ছে 1.1048 যেখানে আপনি অর্ডার নিয়েছিলেন 1.1050 প্রাইস লেভেলে এসে। এক্ষেত্রে আপনার এন্ট্রিটি ২ পিপ্স নিচে এসে অর্ডার কনফার্ম হয়েছে। অর্থাৎ, positive slippage এর পরিমাণ হচ্ছে ২ পিপ্স।
যেমন ধরুন, আপনি EUR/USD কারেন্সি পেয়ারে 1.1050 প্রাইসে একটি Buy এন্ট্রি গ্রহন করলেন এবং সেইট জন্য 1.1030 লেভেল স্টপলস সেট করলেন। হটাত করে ইউরোপে দস্যুরা আক্রমন করলো যার কারনে হিসাবে আমরা দেখলাম অস্বাভাবিক মুভমেন্ট। পরে দেখলেন, আপনার স্টপলস অর্ডারটি কনফার্ম হল 1.0930! অর্থাৎ, আপনার negative slippage এর পরিমাণ হচ্ছে ১০০ পিপ্স।
গুরুত্ব
স্লিপেজ এর পরিমাণ ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এটির মাধ্যমে, আপনি অস্বাভাবিক প্রাইস এর সম্মুখীন হতে পারে। যার কারনে, ব্রোকার আপনার ট্রেডিং একাউন্ট থেকে ব্যাপক আকারের প্রফিটও করতে পারে।
উধারন হিসাবে যদি বলি, ধরুন আপনি GBP/USD কারেন্সি পেয়ারে ট্রেড করতে আগ্রহী। ব্রোকারের টার্মিনালে এন্ট্রির জন্য দুই ধরনের প্রাইস দেখতে পাচ্ছেন একটি হচ্ছে 1.3085 (bid) এবং অন্যটি হচ্ছে 1.3090 (ask) ।
আপনি যখন এই কারেন্সি পেয়ার একটি Buy এন্ট্রি গ্রহন করতে চান, তখন আপনার প্রাইস লেভেল হবে 1.3090 । যেহেতু আপনার টার্মিনাল থেকে ব্রোকার পর্যন্ত অর্ডার হওয়ার কিছুটা সময় লাগে। এই সময়ের মধ্যে ধরে নিন, প্রাইসটি পরিবর্তিত হয়ে নিচে নেমে এসেছে 1.3080 প্রাইস লেভেলে।
ব্রোকার এখন আপনার অর্ডারটি সম্পন্ন করবে 1.3080 প্রাইস লেভেলে কিন্তু আপনি অর্ডার এন্ট্রি নিয়েছিলেন 1.3090 প্রাইস লেভেলে এসে।
একজন ট্রেডার হিসাবে আপনি কখনোই বুঝতে পারবেন না প্রাইস কিভাবে পরিবর্তিত হল। আপনি শুধু দেখলেন আপনার Buy অর্ডারটি সম্পন্ন হয়েছে 1.3090 প্রাইস লেভেলে এসে। কিন্তু এটি বুঝতে পারলেন না, আপনার গৃহীত অর্ডার থেকে ব্রোকার রিস্ক ছাড়াই ১০ পিপ্স এর প্রফিট করে ফেলেছে।
Requotes
ভিন্ন প্রাইসে অর্ডার সম্পন্ন করা থেকে অনেক ব্রোকার requoting এর মাধ্যমে অর্ডার সম্পন্ন করে থাকে।
এটি এমন একটি অবস্থা যখন ব্রোকার আপনার অর্ডারকৃত প্রাইসে সেটিকে সম্পাদন করতে দেয়না। এটির জন্য ব্রোকার, অর্ডার সম্পাদনে কিছূটা সময় সেট করে নেয় এবং অর্ডার এক্সিকিউশন করার সময় নতুন প্রাইস প্রদান করে। যেটি আপনার লসের কারন।
যদি মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট লেভেল থেকে পরিবর্তিত হয়, তখন ব্রোকার আপনাকে নতুন একটি প্রাইস প্রদান করে অর্ডার নেয়ার জন্য। এটিই হচ্ছে “re quote“।
এই ধরনের রি-কোউট সবথেকে বেশী দেখা যায় যখন প্রাইস এর মুভমেন্ট থাকে অনেকবেশী। যেমন, যখন কোনও গুরুত্বপূর্ণ নিউজ, নির্বাচন কিংবা প্রেসিডেন্ট এর বক্তৃতা থাকে তখন এটি দেখাযায়।
আপনার অর্ডারটি সম্পন্ন করার জন্য যখন ব্রোকার চেক করে এবং তখন প্রাইস এর মুভমেন্ট যদি বেশী থাকে এবং এবং প্রাইস যদি পরিবর্তিত হয়ে যায়, তখন ব্রোকার requote প্রাইসটি একটি নোটিফিকেশন এর মাধ্যমে আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে প্রদর্শন করে। এর মাধ্যমে তখন ব্রোকার জানিয়ে দেয়, যেই প্রাইসে আপনি অর্ডার নিতে চেয়েছিলেন সেটি প্রদান করা সম্ভব হচ্ছে না। এবং আপনি তখন এই প্রাইসটিতে চাইলে অর্ডার গ্রহন করতে পারেন। সেটি সম্পূর্ণরূপে আপনার ইচ্ছা। যদি এন্ট্রিটি নেন, তাহলে সেটি পরিবর্তিত প্রাইসে নিতে হবে।
যদি আপনার ব্রোকার, তাৎক্ষণিকভাবে এন্ট্রি সম্পাদন করতে না দেয়, তাহলে প্রাইস এর পরিবর্তন দেখবেন সেটি নিশ্চিত। এমনটি সেটি সেকেন্ড এর মধ্যেও হতে পারে।
অনেক ট্রেডারদের কাছেই এই “re quote“ খুবই বিরক্তিকর তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র কেবল তাৎক্ষণিকভাবে প্রাইস এর পরিবর্তনকে বোঝায়।
তবে যদি আপনি দেখেন, সাধারণ মার্কেট এর পরিস্থিতিতে অর্থাৎ, যখন প্রাইসের মুভমেন্ট সীমিত থাকে তখনও যদি এমন হয় কিংবা প্রায়ই এন্ট্রি নেয়ার সময় এই পরিস্থিতির শিকার হন তাহলে মনে রাখবেন, আপনার ব্রোকার পরিবর্তন করার সময় এসে গেছে।
এরকম অবস্থায়, আমাদের পরামর্শ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ব্রোকার পরিবর্তন করে ফেলুন। এর জন্য চাইলে Exness ব্রোকার একাউন্ট খুলে নিতে পারেন। এটি রেগুলেটেড এবং প্রফেশন হিসাবে ট্রেড করার জন্য পারফেক্ট ব্রোকার।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Exness ব্রোকারে ওভার নাইট ফি কি মুল ব্যালেন্স থেকে কাটে নাকি বিনিয়োগ/ এন্টি থেকে কাটে ৷
কমেন্ট এর জন্য ধন্যবাদ। এক্সনেস ব্রোকার এর ওভারনাইট কোনও ফি কিংবা চার্জ নেই। অর্থাৎ এই ব্রোকার সোয়াপ ফ্রি ট্রেডিং এর সুবিধা প্রদান করে। বিস্তারিত – https://fxbd.co/exness