Spinning Top প্যাটার্ন
একটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত এই জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিতে, ক্যান্ডেল এর বডির উপরে এবং নিচে লম্বা দাগ কিংবা shadow থাকবে। ক্যান্ডেলটি ছোটআকারের বডির নির্দেশ করবে প্রাইস এর নিয়ন্ত্রণ Buyer কিংবা Seller কারও কাছে নেই এবং যার কারনে, প্রাইস উপরে এবং নিচে নেমে পরে ক্যান্ডেল এর মাঝ বরাবর ক্লোজ হয়। যেখানে ক্যান্ডেল এর লম্বা Shadow বুঝাবে মার্কেটে বিদ্যমান বাইয়ার এবং সেলার এর অংশগ্রহন।
এটি মুলত নিউট্রাল পজিশনের প্রাইস এর অবস্থান নির্দেশ করে কিন্তু এর সাথে আরও কিছু ক্যান্ডেল এর মাধ্যমে সম্ভাব্য প্রাইস মুভমেন্ট এর নির্দেশনা প্রদান করে থাকে।
গঠন
এটি দেখতে অনেকটা Doji ক্যান্ডেল এর মতন যেখানে দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এরই লম্বা shadow থাকে। শুধু পার্থক্য হচ্ছে, একটি ক্যান্ডেল এর বডি থাকে (spinning top) অন্য ক্যান্ডেলটির কোনও বডি থাকেনা (doji) ।
সুতরাং, চার্টে যখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে এটির বডির আকার হবে ছোট এবং উপরে ও নিচের দিকে Shadow এর উপস্থিতি থাকবে। ক্যান্ডেলটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটিই হতে পারে।
অর্থ
চার্টে যখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখতে পাবেন, এটি মুলত প্রাইসের অনিশ্চিত মুভমেন্ট এর অর্থ প্রকাশ করে। যার অর্থ হচ্ছে, প্রাইস এর নিয়ন্ত্রণ মার্কেটে অবস্থিত Buyer কিংবা Seller এর কারও কাছে নেই। যার কারনে, প্রাইস এর সম্ভাব্য গন্তব্য ঠিক কোনদিকে হতে পারে সেটি বোঝাও সম্ভব নয়।
প্রায়ই চার্টে এই প্যাটার্নটি লক্ষ্য করা যায় কিন্তু সবসময়ই এটি কাজ করবে সেটি চিন্তা করার কিছু নেই। এটি মুলত আরও কিছু ক্যান্ডেল এর সাথে মিলিত হয়ে কাজ করে ভালো সিগন্যাল প্রদান করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাপোর্ট-রেসিস্টেন্স, ট্রেন্ডলাইন, ইত্যাদি।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Y
কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিশেষ কিছু জানার থাকলে ইমেইল করুন [email protected]