Stick Sandwich প্যাটার্ন
এটি তিনটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটির মধ্যবর্তী ক্যান্ডেলটি হবে এর পাশের ক্যান্ডেল এর বিপরীত। অর্থাৎ, যদি ১ম ক্যান্ডেলটি হয় বুল্লিশ কিংবা buy ক্যান্ডেল তাহলে ২য় ক্যান্ডেলটি হবে বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল।
প্যাটার্ন এর ১ম এবং ৩য় ক্যান্ডেলটি হবে মধ্যবর্তী অর্থাৎ, ২য় ক্যান্ডেলটির তুলনায় আকারে বেশ বড় যেটি বুঝাবে, ১ম এবং ৩য় ক্যান্ডেল এর এর ট্রেডিং রেঞ্জটি হবে অনেক বড়।
গঠন
চার্টে এই প্যাটার্নটি খুঁজে পাওয়ার জন্য প্রথমে এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেয়া প্রয়োজনঃ
- তিনটি ক্যান্ডেল একসাথে এই প্যাটার্নটি গঠিত হবে।
- ২য় অর্থাৎ, মধ্যবর্তী ক্যান্ডেলটি হবে – ১ম কিংবা ৩য় ক্যান্ডেল এর ঠিক বিপরীত। অর্থাৎ, ১ম কিংবা ৩য় ক্যান্ডেলটি যদি বুল্লিশ হয় তাহলে ২য় ক্যান্ডেলটি হবে বেয়ারিশ।
- প্যাটার্নটি দুইটি ফরমেশনে গঠিত হয়ে থাকে।
- একটি হচ্ছে বুল্লিশ – বেয়ারিশ – বুল্লিশ ফরমেশন।
- অন্যটি হচ্ছে, বেয়ারিশ – বুল্লিশ – বেয়ারিশ ফরমেশন।
- প্যাটার্নটির ১ম এবং ৩য় ক্যান্ডেলটির আকার হবে তুলনামুলকভাবে ২য় ক্যান্ডেল এর থেকে বড়।
- প্যাটার্নটির ২য় ক্যান্ডেলটি হবে আকারে অন্য ক্যান্ডেল এর থেকে ছোট। যাতে করে পাশের দুইটি ক্যান্ডেলকে যদি এটির উপরে রাখা যায় তাহলে সম্পূর্ণরূপে ঢেকে যাবে। যাকে ট্রেডিং এর ভাহায় বলা হয় “Engulfed”।
- চলমান ডাউনট্রেন্ডে থেকে যদি এই প্যাটার্নটি গঠিত হয় তাহলে এই বুল্লিশ রিভার্সাল = আপট্রেন্ড এর সিগন্যাল প্রদান করে থাকে। অন্যদিকে, আপট্রেন্ডে থেকে যদি এই প্যাটার্নটি গঠিত হয় তাহলে এই বেয়ারিশ রিভার্সাল = ডাউনট্রেন্ড এর সিগন্যাল প্রদান করে থাকে।
অর্থ
যেহেতু এই প্যাটার্নটি আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ড দুই দিকেই হতে পারে সেক্ষেত্রে চার্টে অবশ্যই ভালো করে প্যাটার্ন এর ফরমেশন এর দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ, প্যাটার্নে গঠিত ক্যান্ডেলগুলো বুল্লিশ নাকি বেয়ারিশ সেদিকে লক্ষ্য রাখতে হবে।
যদি প্রাইস আপট্রেন্ডে থাকে তাহলে প্রাইস এর নিয়ন্ত্রন থাকে Buyer এর কাছে যতক্ষণ না প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি গঠিত হয়। ২য় ক্যান্ডেলটি বোঝায়, প্রাইসের নিয়ন্ত্রণ বাইয়ার এর কাছে থেকে ছুটে যাচ্ছে এবং বিদ্যমান এই বাই-প্রেসার যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে।
যেহেতু দুইটি ক্যান্ডেল একই লেভেল ক্লোজ হয় সেক্ষেত্রে এটি একটি সম্ভাব্য সাপোর্ট লেভেল তৈরি করছে। কনফার্মেশন এর জন্য প্যাটার্ন এর মধ্যবর্তী অর্থাৎ, ২য় ক্যান্ডেলটি কি আকারে গঠিত হচ্ছে সেটির উপর লক্ষ্য রাখতে হবে।
মনে রাখবেন, আপট্রেন্ড এর ক্ষেত্রে মধ্যবর্তী ক্যান্ডেলটি উপরে যেয়ে এবং ডাউনট্রেন্ড এর ক্ষেত্রে এটি ক্লোজ হবে নিচে নেমে এসে। সুতরাং, এখানে ২য় ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস হচ্ছে গুরুত্বপূর্ণ।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।