Supply And Demand – সাপ্লাই এবং ডিমান্ড হচ্ছে অর্থনীতির দুইটি টার্ম যেটিতে Supply অর্থ প্রকাশ করে কোনও কিছুর সরবরাহ মার্কেট কি পরিমাণ রয়েছে যেখানে Demand হচ্ছে, ওই বস্তুর চাহিদা কি পরিমাণে মার্কেটে রয়েছে সেটির একটি সার্বিক অবস্থান।
আসলে আমরা এখানে অর্থনীতি নিয়ে আলোচনায় আসিনি। তবে এই শব্দ দুইটি অর্থনীতি থেকেই এসেছে সেটির পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনাদের বলা। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে Supply And Demand শব্দটি অর্থনীতির অর্থই প্রকাশ করে।
পরিচিতি
ফরেক্স ট্রেডিং এর ভাষায় সাপ্লাই হচ্ছে, ট্রেডিং এর জন্য কোনও এসেট কিংবা ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর কি পরিমানে রয়েছে সেটি বোঝায়। অন্যদিকে, ডিমান্ড হচ্ছে কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্ট BUY করার জন্য ট্রেডার এর সম্মিলিত চাহিদার পরিমাণ।
মার্কেটে যখনই কোনও ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর Supply বৃদ্ধি পায় ঠিক তখনই এর মুল্য কিংবা ভ্যালু কমে আসে। অন্যদিকে, ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর Demand কিংবা চাহিদা বৃদ্ধি পেলে মূল্য কিংবা ভ্যালু পূর্বের থেকে অনেকটাই বেড়ে যায়।
কিংবা যদি ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর চাহিদা কমে আসে তাহলেই সেটির মুল্য হ্রাস পেতে থাকে।
যার কারনে আমরা তখন চার্টে, কোনও কারেন্সি পেয়ার এর ভ্যালু কমে যেতে কিংবা বৃদ্ধি পেতে দেখি।
Supply And Demand কে সরাসরি প্রভাবিত করে ওই কারেন্সি কিংবা এর দেশের সম্পর্কিত কোনও ফান্ডামেন্টাল ইস্যু। যেমন ধরুন, কোনও গুরুত্বপূর্ণ নিউজ এর প্রকাশনা হবার পর ট্রেডাররা US. Dollar এর পক্ষে কিংবা বিপক্ষে নিজেদের অবস্থান নিতে থাকবে যার মুভমেন্ট আমরা দেখতে পাবো সকল ডলার এর কারেন্সি পেয়ারগুলোতে।
যেমন ধরুন, যদি ডলার এর ইন্টারেস্ট রেট এর নিউজ প্রকশিত হয় এবং সেটি যদি ডলার কারেন্সির জন্য ভালো মানের হয় তাহলে কারেন্সি মার্কেট ডলার এর পক্ষে Demand বৃদ্ধি পাবে। যা সরাসরি প্রভাব ফেলবে ডলার এর কারেন্সির উপর। তখন ট্রেডাররা, ডলার এর পক্ষে নিজেদের অবস্থান গ্রহন করতে থাকবে এবং ফলাফল হিসাবে চাহিদা বৃদ্ধি পাবার কারনে ডলার এর ভ্যালু কিংবা মান শক্তিশালী হবে।
অন্যদিকে, যদি ডলার এর সাথে সম্পর্কিত খারাপ কোনও নিউজ প্রকাশিত হয় তাহলে ডলার এর চাহিদা কমে আসবে এবং মার্কেটে Supply বেশী থাকার কারনে এর ভ্যালু কমে আসবে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।