Support Level হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি টুল যেটি এমন একটি অবস্থার নির্দেশ করে যখন মার্কেটে অবস্থিত Seller রা প্রাইসকে আর নিচের দিকে নামিয়ে নিতে আগ্রহী নন যার কারনে দেখা যায়, একটি নির্দিষ্ট লেভেলে এসে প্রাইস আর নিচে নামতে পারেনা এবং বিদ্যমান ডাউনট্রেন্ড এর মুভমেন্ট শেষ হয়ে আসে। এই লেভেলটিকে মুলত বলা হয় সাপোর্ট লেভেল।
বিস্তারিত
আরও সহজ করে যদি বলি, Support Level হচ্ছে এমন একটি লেভেল যেখানে প্রাইস ব্রেককরে আর নিচে যেতে সক্ষম হয়না এবং ট্রেডাররা এই লেভেলে এসে নতুন করে BUY এন্ট্রি গ্রহন করে থাকে। প্রাইস এই সাপোর্ট লেভেল এর যত কাছে অবস্থান করে, ট্রেডাররাও ততবেশী পরিমাণ BUY এন্ট্রি গ্রহন করতে থাকে।
সাপোর্ট লেভেল বোঝায়
- প্রাইস এই সাপোর্ট লেভেল এর নিচে নেমে যেতে সক্ষম হয়না।
- এই প্রাইস লেভেল এসে ট্রেডাররা বাই পজিশনে এন্ট্রি গ্রহন করে থাকে যার কারনে এই লেভেলে এসে প্রাইস বাউন্স করে উপরের দিকে ফিরে আসে।
সাধারণত এই সাপোর্ট লেভেলে এসে, প্রাইস নতুন করে আর নিচে নেমে যেতে পারেনা এবং মার্কেটে সেলার এর উপস্থিতি কমে আসে যার কারনে প্রাইস পুনরায় বাউন্স করে উপরের দিকে ফিরে আসে।
অন্যদিকে রেসিস্টেন্স লেভেল হচ্ছে এর ঠিক বিপরীত, অর্থাৎ এই লেভেলে এসে প্রাইস নতুন করে উপরের দিকে আর উঠে যেতে পারেনা এবং মার্কেটে অবস্থিত Buyer এর সংখ্যাও এখানে কমে আসে। যার কারনে প্রাইস এই রেসিস্টেন্স লেভেল থেকে বাউন্স করে নিচে নেমে আসে।
মনে রাখবেন, যদি প্রাইস এই লেভেলকে ব্রেককরে নিচের দিকে নেমে আসতে সক্ষম হয়, তাহলে এটিকে ট্রেডিং এর ভাষায় বলা হয় “Level Broken”
এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন, নিচের উল্লেখিত ভিডিও টিউটোরিয়ালটি থেকে। অনুগ্রহ করে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
ট্রেডে ব্যবহার
Support লেভেল ব্যবহার করে কিভাবে রিয়েল ট্রেড করবেন সেটি বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে সাপোর্ট এবং রেসিস্টেন্স আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এই আর্টিকেল থেকে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়াও, এই সম্পর্কে আমাদের একটি ভিডিও টিউটোরিয়ালও রয়েছে। এই টিউটোরিয়ালটি দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ক্লাউড লাইব্রেরী দেখুন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।