Symmetrical Triangle চার্ট প্যাটার্ন

0
405
Symmetrical Triangle প্যাটার্ন
সর্বশেষ আপডেট: November 1, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট

স্লোপ/ slope পরিচিতি

Triangle চার্ট প্যাটার্নের একটি বিশেষ ধরন হচ্ছে এই Symmetrical প্যাটার্ন যেটিকে ট্রেডিং এর ভাষায় বলা হয় Symmetrical Triangle চার্ট প্যাটার্ন। এটি ছাড়াও মুলত আরও দুই ধরনের Triangle কিংবা ত্রিভুজ আকৃতির প্যাটার্ন লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে –

  1. Ascending Triangle চার্ট প্যাটার্ন
  2. Descending Triangle চার্ট প্যাটার্ন

এই দুই ধরনের চার্ট প্যাটার্ন নিয়ে আমরা ভিন্ন কোনও আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো।

এই ধরনের চার্ট প্যাটার্ন সম্পর্কে বোঝার পূর্বে একটি শব্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এটি হচ্ছে “স্লোপ/Slope” । যেহেতু বুঝতে পারছেন, এই চার্ট প্যাটার্নগুলো ত্রিভুজ আকৃতির হবার কারনে এদের মধ্যে কোনও কোণ থাকবে যেগুলোকে মুলত বলা হয় স্লোপ।

যেমন, একটি ত্রিভুজ আঁকতে গেলে তিনটি লাইন যখন একসাথে যুক্ত করা হয় তখন সেখানে ৩টি ভিন্ন ভিন্ন কোণ তৈরি হয়। এই কোণ কিংবা কর্নারগুলোই হচ্ছে স্লোপ।

স্লোপ এর গাণিতিক ব্যাখা অনেক বড় এবং জটিল। সেগুলো নিয়ে আমাদের আলোচনা করার কোনও কারন নেই। শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্য উপরের চিত্রটি প্রদান করা হয়েছে। এটির অনেক বড় আকারের ক্যালকুলেশন রয়েছে, বিস্তারিত জানার থাকলে অনুগ্রহ করে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন।

এটি ছাড়াও আরও বেশকিছু গুরুত্বপূর্ণ চার্ট প্যাটার্ন রয়েছে যেগুলো একজন ট্রেডারের জন্য অনেক বেশী কার্যকরী। এই চার্ট প্যাটার্নগুলো জানতে এবং ট্রেডে এদের ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং শিখতে পারবেন আমাদের বিশেষ “Middle School” ট্রেনিং কোর্সটি থেকে। চাইলে কোর্সটিতে অংশ নিতে পারেন।

Symmetrical Triangle

একটি সাধারন ক্যান্ডেলের মুল দুইটি অংশ থাকে। একটি হচ্ছে, ক্যান্ডেলের নিচের অংশ যেটিকে ট্রেডিং এর ভাষায় বলা হয় “LOW” / লো লেভেল এবং অন্যটি, হচ্ছে ক্যান্ডেলের উপরের অংশ যেটিকে ট্রেডিং এর ভাষায় বলা হয় “HIGH” / হাই লেভেল।

Symmetrical চার্ট প্যাটার্ন গঠিত হয় যখন প্রাইসের হাই/high লেভেলের স্লোপ/Slope এবং প্রাইসের লো/low লেভেলের স্লোপ/Slope যখন একটি বিন্দুতে মিলিত হয়।

এই ধরনের প্যাটার্নে মার্কেট প্রাইস, lower highs (LH) এবং higher lows (HL) তৈরি করতে থাকে। এর অর্থ হচ্ছে, Buyer কিংবা Seller কেউই প্রাইসকে কোনও দিকে নিতে পারেনা। ফলশ্রুতিতে, প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করতে করতে একটি ত্রিভুজ আকৃতির প্যাটার্ন তৈরি করতে থাকে।

যেহেতু প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করতে থাকে তাই কোনও নির্দিষ্ট মার্কেট ট্রেন্ডও বোঝা যায়না।

নিচের চিত্রটি লক্ষ্য করুন,

Symmetrical Triangleএই চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি, Buyer কিংবা Seller কেউই প্রাইসকে কোনও দিকে নিতে পারছেনা অর্থাৎ, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছেনা। যখন এই ধরনের অবস্থার সৃষ্টি হয় তখন প্রাইস চার্টে আমরা ক্যান্ডেলের lower highs (LH) এবং higher lows (HL) দেখতে পাই।

যখনই এই দুইটি স্লোপ/Slope একটি অন্যটির কাছে আসতে থাকে তখনই একটি ব্রেকআউট হবার সম্ভাবনা থাকে। কেননা স্বাভাবিকভাবেই প্রাইস এই রেঞ্জের মধ্যেই সবসময় অবস্থান করবে না। প্রাইস এই রেঞ্জ থেকে কোনও না কোনও সময় বের হয়ে আসবেই। আর তখনই ব্রেকআউট সংগঠিত হতে দেখা যাবে।

এখন এই রেঞ্জ থেকে প্রাইস কোনদিকে মুভ করে বের হবে সেটি আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এর জন্য এই ধরনের চার্ট প্যাটার্ন যদি তৈরি হতে দেখেন তাহলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, এন্ট্রি নেয়ার জন্য।

ট্রেডিং পদ্ধতি

আপনি চার্টে Symmetrical Triangle চার্ট প্যাটার্ন খুঁজে পেলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই প্যাটার্ন ব্যবহার করে কিভাবে এন্ট্রি নিবেন?

সহজ উত্তর হচ্ছে, প্রথমে চার্ট প্যাটার্নটিতে দুইটি লাইন (ট্রেন্ডলাইন) এঁকে লেভেলগুলোকে যুক্ত করে নিব। এরপর, প্রাইসের এই ট্রেন্ডলাইনের সাপোর্ট লেভেল কিংবা রেসিস্টেন্স লেভেল ব্রেক হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।

আমরা এই lower highs (LH) এর উপরে এবং higher lows (HL) এর নিচে পেন্ডিং অর্ডার সেট করে রাখবো। চার্ট প্যাটার্ন অনুসারে আমরা বুঝতে পারছি, যে প্রাইস এখন রেঞ্জ ব্রেক করবে কিন্তু কোনদিকে ব্রেক করবে, সেটি আমরা জানি না। তাই দুই-দিকেই পেন্ডিং অর্ডার সেট করে রাখবো। এতে করে প্রাইস যেদিকে ব্রেক করবে সেদিকেই আমাদের এন্ট্রি এক্সিকিউট হবে।

অনুগ্রহ করে নিচের চিত্রটি লক্ষ্য করলে বিষয়টি ভালো করে বুঝতে পারবেন।

Symmetrical Triangle and Breakout

উপরের চিত্র অনুসারে, প্রাইস রেঞ্জের উপরের দিকে অর্থাৎ, রেসিস্টেন্স লেভেলটি ব্রেক করতে সক্ষম হয়েছে। তাই এই মুভমেন্ট অনুসারে আমরা BUY এন্ট্রি গ্রহন করবো। কেননা এই ব্রেকআউট হবার অর্থ হচ্ছে, প্রাইস এখন মার্কেটে বিদ্যমান Buyer দের দখলে এবং সেটি শক্তিশালী আপট্রেন্ড প্রদান করবে।

এতক্ষন আমরা, Symmetrical Triangle চার্ট প্যাটার্ন ব্যবহার করে একটি সম্ভাব্য BUY এন্ট্রির উধাহরন শিখলাম। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, প্রাইস যদি এই রেঞ্জের সাপোর্ট লেভেল ব্রেক করতে সক্ষম হত, তাহলে কি এন্ট্রি গ্রহন করতেন?

আপনার উত্তর যদি হয়, SELL! তাহলে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি উত্তরটি ভুল হয়, তাহলে অনুগ্রহ করে পুনরায় আর্টিকেলটির শুরু থেকে বোঝার চেষ্টা করুন। আমাদের বিশ্বাস আপনি অবশ্যই সঠিকভাবে বিষয়টি বুঝতে পারবেন।

এটি ছাড়াও আরও বেশকিছু গুরুত্বপূর্ণ চার্ট প্যাটার্ন রয়েছে যেগুলো একজন ট্রেডারের জন্য অনেক বেশী কার্যকরী। এই চার্ট প্যাটার্নগুলো জানতে এবং ট্রেডে এদের ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং শিখতে পারবেন আমাদের বিশেষ “Middle School” ট্রেনিং কোর্সটি থেকে। চাইলে কোর্সটিতে অংশ নিতে পারেন।
একটি বিষয় মনে রাখবেন, চার্টে এই ধরনের প্যাটার্ন খুব বেশী একটা লক্ষ্য করা যায়না। তবে যদি একবার আপনি সেটিকে ধরতে পারেন অর্থাৎ, চিহ্নিত করতে সক্ষম হন তাহলে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে বেশী প্রফিট আপনাকে ভিন্ন কোনও এনালাইসিস দিতে পারবে না। ট্রেডাররা এই কারনে, এই ধরনের প্যাটার্নে জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করতে থাকেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 11 of 11 found this article helpful.
Views: 452

আরও জানুন

পূর্ববর্তী: Channel | চ্যানেল ট্রেডিং
পরবর্তী: Ascending Triangle Chart Pattern
পূর্বের আর্টিকেলMetaTrader 4 (MT4)
পরবর্তী আর্টিকেলLeverage | লিভারেজ কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here