Take Profit (TP)

2
681
Take Profit
সর্বশেষ আপডেট: October 19, 2021
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 2 মিনিট

Take Profit হচ্ছে এমন একটি পেন্ডিং অর্ডার যেটি ব্যবহার করার ফলে, একটি নির্দিষ্ট প্রাইস লেভেলে গেলে গৃহীত এন্ট্রি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। প্রফিটে এন্ট্রিটি সেট করতে হয় বলে এর নাম হচ্ছে Take Profit কিংবা সংক্ষেপে বেশীরভাগ ট্রেডার এরই কাছে TP নামে পরিচিত।

মুলত এই অর্ডারটি ট্রডাররা ব্যবহার করেন যাতে করে একটি নির্দিষ্ট প্রাইস লেভেলে গেলে এন্ট্রি ক্লোজ হয়ে যায়। এখন আপনি টার্মিনালের কাছে থাকুন কিংবা না থাকুন। যদি এই অর্ডার সেট করা থাকে এবং প্রাইস যদি ওই লেভেল যায় তাহলেই এন্ট্রি ক্লোজ।

কিভাবে সেট করতে হয়?

ধরুন আপনার কোনও এন্ট্রি আছে। এবং সেই এন্টিতে আপনি এই Take Profit এন্ট্রি সেট করতে চান। সেক্ষেত্রে অনুগ্রহ করে প্রথমে MT4 কিংবা MT5 টার্মিনালে লগইন করুন এবং সেখানে যেই এন্ট্রি নিয়েছেন সেই এন্ট্রিটিতে মাউস এর কার্সর বাটনে ডাবল ক্লিক করুন। তাহলে নিচের বক্স এর ন্যায় একটি অপশন আসবে।

Take Profit from MT4

উপরের চার্টে আমরা EUR/USD কারেন্সি পেয়ারে 1.1363 প্রাইস লেভেলে একটি BUY এন্ট্রি গ্রহন করেছিলাম। MT4 এর চার্টে ক্লিক করার পর, টার্মিনালে এই ধরনের একটি অপশন পাবেন। এখানে, ডান পাশের ঘরে দেখুন “Take Profit” লিখা আছে। এই ঘরে আপনার প্রত্যাশিত প্রাইস লেভেল সেট করুন কিংবা লিখে দিন।

ধরুন, আমাদের বাই এন্ট্রির প্রত্যাশিত প্রফিট টার্গেট লেভেল হচ্ছে 1.1900 তাহলে এই প্রাইসটি এই ঘরে লিখে নিচের বড় আকারের “Modify #xxxxx” বাটনটিতে ক্লিক করবো। ব্যাস আমাদের প্রফিট লেভেল সেট হয়ে যাবে।

এখন যদি প্রাইস কোনওভাবে এই লেভেলে পৌছাতে সক্ষম হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে আমাদের পূর্বের গৃহীত Buy এন্ট্রিটি ক্লোজ হয়ে যাবে।  বিষয়টি খুবই সহজ। আশা করছি, নিজেই খুব সহজে এই লেভেলটি সেট করে নিতে পারবেন।

লক্ষ্যনীয় বিষয়

  • এন্ট্রি নেয়ার পর এই take profit অর্ডার সেট করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে এটি যেন মার্কেট প্রাইস লেভেল এর উপরে হয়। অর্থাৎ, ধরুন আপনি গোল্ড এর বাই এন্ট্রি নিয়েছেন ১৯০০ প্রাইস লেভেলে এসে। মার্কেট প্রাইস আসছে ১৯৫০ এবং আপনি take profit সেট করার জন্য ১৯৪৫ নির্বাচন করছেন। তাহলে সেটি হবে না। অবশ্যই অর্ডার এর প্রাইস লেভেল, মার্কেট প্রাইস লেভেল এর উপরে থাকতে হবে।
  • আপনি চাইলে যেকোনো সময় নিজ ইচ্ছা মতন এই অর্ডার এর লেভেল পরিবর্তন করতে পারবেন। যেমন ধরুন, প্রথমে আপনি ৫০ পিপ্স এর প্রফিট লেভেল সেট করলেন এবং চিন্তা করছেন মার্কেট প্রাইস আরও প্রফিট প্রদান করবে সেক্ষেত্রে আপনি চাইলে সাথে সাথেই সেটিকে বাড়িয়ে কিংবা বিপরীত ক্ষেত্রে কমিয়ে নিতে পারবেন।
  • প্রাইস যতক্ষণ পর্যন্ত আপনার take profit লেভেল স্পর্শ না করবে ততক্ষণ পর্যন্ত এন্ট্রিটি যদি নিজ থেকে ক্লোজ না করেন তাহলে সেটি সক্রিয় থাকবে। যদি প্রাইস এই অর্ডার লেভেলটি স্পর্শ করতে সক্ষম হয় তাহলে স্বয়ংক্রিয়ভবে সেটি ক্লোজ হয়ে যাবে।
  • আপনার গৃহীত কোনও এন্ট্রি Take Profit এর মাধ্যমে ক্লোজ হয়েছে কিনা সেটি ট্রেডিং টার্মিনাল যেমন MT4 কিংবা MT5 এর “Account History” বাটনে ক্লিক করে জেনে নিতে পারবেন। যেসকল এন্ট্রিগুলো এই অর্ডার এর মাধ্যমে ক্লোজ হবে সেটির মধ্যে সবুজ রঙ দেখতে পাবেন। সেখান থেকে বুঝতে পারবেন এন্ট্রিটি কিভাবে ক্লোজ হয়েছে।
  • ট্রেডাররা মুলত যখন মার্কেট প্রাইস এর মুভমেন্ট খুব বেশী পরিমাণ থাকে যাতে করে এন্ট্রি ক্লোজ করতে কোনও সমস্যা না হয় এর জন্য এই প্রফিট লেভেল সেট করে রাখেন। যাতে করে যদি কোনও প্রাইস গ্যাপ কিংবা স্লিপেজও দেখা যায় তারপরও এন্ট্রি ক্লোজ হয়ে যায়।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 7 of 7 found this article helpful.
Views: 751

আরও জানুন

পূর্ববর্তী: Requote | রি-কোউট
পরবর্তী: Bounce Trading | বাউন্স ট্রেডিং
পূর্বের আর্টিকেলTrailing Stop | ট্রেইলিং স্টপ অর্ডার
পরবর্তী আর্টিকেলMoving Average | মুভিং এভারেজ
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 কমেন্ট

  1. আমরা টেক প্রফিট সেট করতে চায়লে পয়েন্টের পর কোন সংখ্যা পরিবর্তন করবো।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। প্রশ্নটি সঠিকভাবে বোঝা যায়নি। অনুগ্রহ করে যদি বুঝিয়ে বলতেন তাহলে উত্তর প্রদানে সুবিধা হত। কিংবা চাইলে আমাদের ইমেইল করেও জানাতে পারেন – [email protected]

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here