Three Black Crows প্যাটার্ন
ফরেক্স ট্রেডিং এর জনপ্রিয় একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে এটি। এটি মুলত একটি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যেটিতে একসাথে তিনটি বড় আকারের বেয়ারিশ ক্যান্ডেল এর অবস্থান করে এবং এগুলো চলমান ডাউনট্রেন্ড এর নির্দেশ প্রদান করে থাকে।
প্যাটার্নটি গঠন এর জন্য তিনটি ক্যান্ডেল হবে বড় আকারের বেয়ারিশ ক্যান্ডেল যেগুলোর প্রতিটি ক্যান্ডেল এর ওপেনিং প্রাইস এদের পূর্ববর্তী ক্যান্ডেল এর ওপেনিং প্রাইস এর নিচে হবে।
এটি একটি রিভার্সাল ট্রেন্ড এর নির্দেশনা প্রদান করে থাকে যখন প্যাটার্নটি একটি আপট্রেন্ড এর পর গঠিত হয়।
প্যাটার্ন মুলত বোঝায়, প্রাইস এর বিদ্যমান আপট্রেন্ড ক্রমশ দুর্বল হচ্ছে এবং প্রাইস যেকোনো সময় ট্রেন্ড পরিবর্তিত করে ডাউনট্রেন্ডে নেমে আসতে পারে।
গঠন
চার্টে এই প্যাটার্ন খুঁজে পেতে প্রথমে এর কিছু লক্ষন সম্পর্কে জানা জরুরীঃ
- প্রাইস আপট্রেন্ডে এর মধ্যে অবস্থান করবে।
- প্যাটার্নটিতে একটির পর একটি ক্যান্ডেল হবে বড় আকারের বেয়ারিশ কিংবা Sell ক্যান্ডেল।
- প্যাটার্ন এর প্রতিটি ক্যান্ডেল এর ওপেনিং প্রাইস তার পূর্বের ক্যান্ডেল এর ওপেনিং প্রাইস নিচে অবস্থান করবে সারিবদ্ধ ভাবে।
- প্রায়ই দেখা যায়, প্রতিটি ক্যান্ডেল, এর পূর্বের ক্যান্ডেল এর মধ্যবর্তী পজিশন থেকে শুরু হয়।
- প্রতিটি ক্যান্ডেল ক্লোজ হবে ডাউনট্রেন্ডে থেকে। অর্থাৎ, প্রতিটি ক্যান্ডেল এর ক্লোজিং লেভেলও একটি অন্যটির থেকে নিচে। আরও সহজে যদি বলি, প্রতিটি ক্যান্ডেল লোয়ার-লো লেভেল তৈরি করতে থাকবে।
- প্যাটার্ন এর ক্যান্ডেলগুলোর shadow এর আকার হবে অনেক ছোট কিংবা নাও থাকতে পারে।
এই প্যাটার্নটির অর্থ হচ্ছে, প্রাইস যখন আপট্রেন্ডে অবস্থান করছিল তখন প্রাইস এর নিয়ন্ত্রণ ছিল Buyer এর কাছে। তবে প্রাইসে Seller দের অংশ নেয়ার কারনে প্রাইস ক্রমশ নিচের দিকে নেমে আসতে থাকে।
যেহেতু প্যাটার্ন এর তিনটি ক্যান্ডেলই হবে বেয়ারিশ সেক্ষেত্রে একসাথে এগুলো সম্ভাব্য ট্রেন্ড রিভার্সাল এর নির্দেশনা প্রদান করবে। এবং বোঝাবে, প্রাইস এর নিয়ন্ত্রণ এখন Seller দের কাছে যা বোঝাবে, প্রাইস এর আপট্রেন্ড এর শক্তি প্রায় শেষ এবং প্রাইস এর ডাউনট্রেন্ড শক্তিশালী হতে পারে।
পরামর্শ
অবশ্যই লক্ষ্য রাখবেন প্যাটার্নে অবস্থিত ক্যান্ডেল এর আকার এর উপর।
প্যাটার্নটির ২য় এবং ৩য় ক্যান্ডেল এর আকার হবে ১ম ক্যান্ডেল এর আকার এর প্রায় সমান যা বুঝাবে প্রাইস এর নিয়ন্ত্রণ এখন রয়েছে Seller এর দখলে।
যদি প্যাটার্নটির ৩য় ক্যান্ডেলটির আকার অন্য ক্যান্ডেল এর আকারের থেকে ছোট হয় তাহলে প্যাটার্নটির শক্তি দুর্বল এবং এটির কার্যকারিতা দুর্বল বলে মনে করা হয়।
Three Black Crows ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে Three White Soldiers ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর ঠিক বিপরীত যেটি মুলত বুল্লিশ রিভার্সাল ট্রেন্ড এর সিগন্যাল প্রদান করে থাকে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।