Time Frame Analysis – নতুন ফরেক্স ট্রেডারদের প্রফিট না করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, ভুল টাইমফ্রেমে ট্রেড করা। এখানে ভুল টাইমফ্রেম বলতে আমরা বোঝাতে চেয়েছি, নতুন ট্রেডাররা কোন টাইমফ্রেম তাদের ট্রেডিং স্ট্রেটিজি এর জন্য ভালো হবে সেটি বুঝতে পারেনা।
প্রাথমিক অবস্থায় এই ট্রেডাররা, অনেক আশা এবং অনেক বেশী পরিমাণ অর্থ প্রফিট করার স্বপ্ন নিয়ে ফরেক্স ট্রেড শুরু করে। এই কারনে তারা অপেক্ষাকৃত বেশী ছোট টাইমফ্রেমে ট্রেড করে থাকে যেমন, 1-minute অথবা 5-minute এর চার্টে। আজকের আর্টিকেলে আমরা মূলত Time Frame Analysis করার জন্য কি কি বিষয় জানা প্রয়োজন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
টাইমফ্রেম
ট্রেড শুরু করার কয়েকদিনের মধ্যেই তার হতাশ হয়ে যায় কারণ, তারা যেই টাইমফ্রেম অনুসরন করে ট্রেড শুরু করে সেটি তাদের Trading Personality এর সাথে মানানসই হয়না। অনেক ফরেক্স ট্রেডারই 1-hour চার্টে ট্রেড করতে পছন্দ করেন এর প্রধান কারণ হচ্ছে, এই টাইমফ্রেম একটু বড় কিন্তু আবার খুব বেশী বড়ও না। এই টাইমফ্রেমে ট্রেডের এন্ট্রি সিগন্যাল কম পাওয়া যায় আবার খুব বেশী পরিমাণ কমও নয়। এই টাইমফ্রেমে, মার্কেট এনালাইসিস করতে বেশী কিছুটা সময়ও পাওয়া যায়।
অন্যদিকে, অনেকেই আবার 1-hour টাইমফ্রেমে ট্রেড করতে পছন্দ করেন না। এই টাইমফ্রেম তাদের কাছে অনেক বেশী ধীরগতির মনে হয়। তারা সবচেয়ে বেশী পছন্দ করেন, 15-minute চার্টে ট্রেড করা। তারা মনে করেন, এই টাইমফ্রেমে ট্রেডিং এন্ট্রি নেয়ার জন্য পরজাপ্ত সময় পাওয়া যায়। আবার অনেকেই আছেন যারা 1-hour চার্ট নিয়ে সন্দিহান থাকেন। তারা মনে করেন এই টাইমফ্রেমের চার্ট অনেক বেশী দ্রুতগতির/Fast । তারা ট্রেড করেন শুধুমাত্র Daily, Weekly কিংবা Monthly চার্টে।
এখন তাহলে আপনার মনে হতে পারে, আমার জন্য ট্রেডের সঠিক টাইমফ্রেম তাহলে কোনটা?
আদর্শ টাইমফ্রেম
এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ট্রেডিং কৌশল এবং কোন টাইমফ্রেমে ট্রেড করতে পছন্দ করেন সেটির উপর। যদি আপনি ধীরগতির ট্রেড করতে পছন্দ করেন অর্থাৎ, খুব তাড়াহুড়ো করে ট্রেডে এন্ট্রি গ্রহন করেন না তাহলে আপনার জন্য আদর্শ হচ্ছে, বড় সময়ের টাইমফ্রেমগুলো। যেমন, 4-hour, daily কিংবা weekly
অন্যদিকে, আপনি যদি খুব দ্রুত ট্রেড করতে পছন্দ করেন অর্থাৎ, প্রাইসের বেশী মুভমেন্টে যদি পছন্দ করেন তাহলে আপনি জন্য হচ্ছে ছোট সময়ের টাইমফ্রেম। যেমন 5-minute এবং 15-minute এর চার্ট।
অর্থাৎ, এক এক ট্রেডারের কাছে টাইমফ্রেমের গ্রহণযোগ্যতা ভিন ভিন্ন রকমের হয়ে থাকে। মোট কথা হচ্ছে, আপনাকে প্রথমে বিভিন্ন ধরনের টাইমফ্রেম ব্যবহার করে দেখতে হবে আপনি কোনটি ব্যবহার করে ভালো সুবিধা পান।
একাধিক টাইমফ্রেমের ব্যবহার
Time Frame Analysis সম্পর্কে বিস্তারিত জানানোর আগে, আপনাদের কাছে কেন এই টাইমফ্রেম এনালাইসিস গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরা দরকার। আপনি যদি ভিন্ন ভিন্ন টাইমফ্রেমের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারেন তাহলেই আপনার কাছে এই টাইমফ্রেম সম্পর্কে জানার আগ্রহ বাড়বে।
আসল প্রশ্ন হচ্ছে, একাধিক টাইমফ্রেম এনালাইসিস করাটা কষ্টের না?
আপনি এই এনালাইসিস করার জন্য শ’খানেক ইন্ডিকেটর পাবেন, প্রচুর ইকনমিক নিউজ পাবেন যার ভিত্তিতে আপনাকে এই বিভিন্ন টাইমফ্রেমের এনালাইসিস করে নিতে হবে।
Time Frame Analysis এর সবচেয়ে বড় সুবিধা নিয়ে চলুন আপনাদের সাথে আলোচনা করি। আমরা এই আলোচনার নাম দিয়েছি “লং/শর্ট – Long/Short” ।
আপনাকে এর মধ্যে থেকে যেকোনো একটিকে বেছে নিতে হবে। আমরা আপনাকে একটি চার্ট দেখাব এবং আপনি বলবেন আপনি লং কিংবা শর্ট কোন পজিশনে ট্রেড করবেন?
GBP/USD কারেন্সি পেয়ারের একটি 10-minute এর চার্টের দিকে লক্ষ্য করুন। আমরা এখানে Simple Moving Average এর 200 Value সেট করে একটি লাইন টেনেছি যা, রেসিসস্টেন্স হিসাবে কাজ করছে।
মার্কেট প্রাইস যখন রেসিসস্টেন্সকে স্পর্শ করেছে তখন একটি Doji গঠিত হয়েছে। যার অর্থ হচ্ছে, আমরা এখন একটি শর্ট=Sell পজিশনে যেতে পারি! নিচের চিত্রে লক্ষ্য করুন-
এখন কি করবেন? এর আগেও প্রাই অনেকবার এই রেসিসস্টেন্সকে ভাঙতে পারেনি। এবার কি করবেন? শর্ট = Sell পজিশন নিবেন তাহলে? এবার নিচের চিত্রের দিকে লক্ষ্য করুন-
আয় হায়! প্রাইস কি করলো?
প্রাইস সুন্দর করে রেসিসস্টেন্সকে ভেঙে বড় একটি আপট্রেন্ড শুরু করেছে। আমাদের অনেকগুল টাকা এবার লস! দুঃখ করা ছাড়া আর কিছুই করার নাই।
এবার চলুন, ঠিক এই চার্টটিকে একটু ভিন্ন টাইমফ্রেমে পর্যবেক্ষণ করি। এখন আমরা এই কারেন্সি পেয়ারের একই প্রাইসের 1-hour চার্ট দেখবো
1-hour চার্টে মার্কেট প্রাইসের দিকে লক্ষ্য করলে, আসলে এতক্ষণ প্রাইস একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর সাপোর্টের কাছে ছিল। সাপোর্ট লাইনের ঠিক উপরে একটি Doji গঠিত হয় যা সম্পূর্ণভাবে BUY সিগন্যাল প্রদান করে।
এতক্ষণ ধরে চিন্তা করছেন Sell এন্ট্রির কিন্তু টাইমফ্রেম পরিবর্তন করার মাধ্যমে দেখতে পেয়েছে Buy সিগন্যাল। অর্থাৎ, Time Frame Analysis এর মাধ্যমে আমরা একই কারেন্সি পেয়ারের চার্টকে ভিন্ন ভিন্ন টাইমফ্রেমে দেখলে মার্কেটের সামগ্রিক ধারনা পেতে পারি।
একাধিক টাইমফ্রেমের মাধ্যমে ট্রেডিং
ধরুন আপনি চিন্তা করলেন যে আপনি EUR/USD কারেন্সি পেয়ারে ট্রেড করবেন। আপনি প্রথমে চার্ট দেখলেন, চার্ট দেখে আপনার মনে হল, ১ ঘণ্টার (1H) চার্ট দেখতে অনেক সহজ, তাই সিদ্ধান্ত নিলেন এই টাইমফ্রেমে ট্রেড করবেন।
এরপর 15min এর চার্ট দেখলেন কিন্তু আপনার মনে হচ্ছে, এই টাইমফ্রেম অনেক দ্রুতগতিতে মুভ করছে যার ফলে আপনি ঠিক মত বুঝতে পারছেননা, তাই আপনি 4H (চার ঘন্টার) চার্ট ওপেন করলেন কিন্তু আপনার মনে হচ্ছে 4H Chart অনেক ধীরগতিতে মুভমেন্ট করছে, তাই এরপর আপনি ১ ঘন্টার চার্টে চলে গেলেন, (1H Chart)।
আপনি চিন্তা করলেন যে, এর মধ্যে থেকেই আপনি ট্রেড করবেন। ৪ ঘন্টার চার্ট দেখে আপনি মার্কেটের ট্রেন্ড বের করবেন আর ছোট টাইমফ্রেমে এন্ট্রি নেবেন।
ধরুন এটি আপনার চার্ট, আপনি ৪ ঘণ্টার চার্টে মার্কেটের ট্রেন্ড বের করছেন এবং দেখলেন যে, মার্কেট পরিষ্কার আপট্রেন্ডে অবস্থান করছে। তাই আপনি বুঝতে পারলেন যে, এই মার্কেটে BUY ছাড়া অন্য কিছুর চিন্তা করা যাবেনা।
সে হিসাবে আপনি, ১ ঘণ্টার চার্টে ফেরত গেলেন এন্ট্রি নেওয়ার ভাল একটি পজিশন খুঁজতে, সাথে আপনি Stochastic ইন্ডিকেটরটি যোগ করলেন, মার্কেট প্রাইসের আরও পরিষ্কার ধারনা পেতে।
আপনি যখন আপনার ১ ঘণ্টার চার্টে গেলেন তখন আপনি দেখতে পেলেন যে, ট্রেন্ডলাইনের উপর একটি লাল doji candlestick তৈরি হয়েছে কিন্তু Stochastic oversold অবস্থায় ক্রসওভার তৈরি করেছে। আপনি মার্কেটের সাথে আপট্রেন্ডের দিকেই যেতে চাচ্ছেন কিন্তু আপনি নিশ্চিত নন, যে মার্কেট কোন দিকে মুভ করবে।
তাই আপনি এবার আরও ছোট টাইমফ্রেমে গেলেন দেখার জন্য যে আপনার Trend Line এর Support কতটা শক্ত, যেহেতু আপনি জানেন এটি ভাল একটি এন্ট্রি পয়েন্ট।
১৫ মিনিট চার্টে গিয়ে আপনি দেখলেন যে আপনার ট্রেন্ড লাইন অনেক শক্ত ভাবে মার্কেট ধরে রেখেছে Support হিসেবে। কোন ক্যান্ডেল আপনার ট্রেন্ড লাইনকে ভাঙতে সক্ষম হয়নি। আর যেহেতু Stochastic ও দেখাচ্ছে মার্কেট oversold, তাই আপনি একটি BUY এন্ট্রি নিয়ে নিলেন।
এরপর অপেক্ষার পালা, যে মার্কেটে কি হয় দেখার।
প্রাইস এই ট্রেন্ডলাইনকে ভাঙতে না পেরে আবার একটি সুন্দর আপ-ট্রেন্ড দিয়েছে। অর্থাৎ, Time Frame Analysis এর মাধ্যমে আপনি সঠিক সিদ্ধান্ত অনুসারে এন্ট্রি গ্রহন করেছেন যার ফলে প্রফিটও করতে পেরেছেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
d1টাইম ফ্রেমে ট্রেন্ড আকলাম কিন্তু h4 বা h1 এ এসে ট্রেন্ড লাইন অনেক নিচে দেখায় কেন যদি বলতেন
কমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি সঠিকভাবে বুঝতে পারিনি। অনুগ্রহ করে বিস্তারিত খুলে বলুন। সবথেকে ভালো হয়। যেই চার্ট এঁকেছেন সেটির একটি স্ক্রিনশট আমাদের ইমেইল করুন [email protected] এই আইডিতে। কিংবা চাইলে টেলিগ্রামে যুক্ত হয়েও জানাতে পারেন – https://fxbd.co/telegram