Trailing Stop | ট্রেইলিং স্টপ অর্ডার

4
415
Forex Trailing Stop
সর্বশেষ আপডেট: October 15, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 4 মিনিট

Trailing Stop হচ্ছে একটি ভিন্নধর্মী অর্ডার সিস্টেম যেটি মার্কেট প্রাইসের মুভমেন্টের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ, প্রাইস যদি প্রফিটের দিকে মুভ করতে থাকে তাহলে প্রাইস, ট্রেইলিং স্টপ অর্ডারটিকে সঙ্গে নিয়ে মুভ করতে থাকবে। এটি আসলে সাধারন স্টপলস অর্ডারের একটি এডভান্স ফরমেশন যেটি একটি নির্দিষ্ট প্রাইস লেভেলে সীমাবদ্ধ না থেকে ক্রমাগত মুভ করতে থাকে। এটি ট্রেডিং এর ক্ষেত্রে অনেকবেশী কার্যকরী।

কি?

অনেকের কাছেই এই শব্দটি নতুন তবে রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে এটি খুবই কার্যকরী কেননা, এই অর্ডারটি ট্রেডে অনাকাঙ্ক্ষিত লস থেকে আপনাকে রক্ষা করবে। এটি মুলত একটি বিশেষ ধরনের স্টপলস অর্ডার শুধু পার্থক্য হচ্ছে এটি কোনও নির্দিষ্ট স্থানে অবস্থান করেনা এবং মার্কেট প্রাইস এর সাথে সাথে মুভ করতে থাকে।

একটি উধারন এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি।

ধরুন, EUR/USD কারেন্সি পেয়ারে আপনি একটি Buy এন্ট্রি গ্রহন করলেন 1.1250 প্রাইসে লেভেল এসে। এবার প্রাইস কিছুক্ষণ পর 1.1320 লেভেলে পৌঁছে গেল তাহলে আপনার প্রফিট কি পরিমাণ হল? তাহলে চলুন ক্যাল্কুলেশনটি করে ফেলি –

Buy এন্ট্রির জন্য = বর্তমান প্রাইস – এন্ট্রি প্রাইস অর্থাৎ, 1.1320 – 1.1250 = 70 pips

অর্থাৎ, এন্ট্রি থেকে আপনার বর্তমান প্রফিট হচ্ছে ৭০ পিপ্স এর মতন। তাহলে এখন, এন্ট্রি কি রাখবেন নাকি ক্লোজ করে দিবেন? অনেক ট্রেডারই এই সন্দেহে থাকেন।

এখন Trailing Stop অর্ডার এর মাধ্যমে আপনি চাইলে একটি নির্দিষ্ট এমাউণ্ট এর পিপ্স ব্লক করে রাখতে পারবেন। সে হিসাবে মার্কেট যদি কোনও কারনে আপনার বিপরীত দিকেও মুভ করে তাহলে একটি নির্দিষ্ট স্থানে এসে সেটি প্রফিট হিসাবে এন্ট্রি ক্লোজ করে দিবে।

মোট কথা, ট্রেইলিং স্টপ হচ্ছে একটি বিশেষ ধরনের স্টপঅর্ডার যেটি মার্কেট প্রাইস এর মুভমেন্ট এর সাথে সাথে পরিবর্তিত হতে থাকবে।

কাজ করার পদ্ধতি

সাধারন স্টপলস অর্ডার যেখানে একটি নির্দিষ্ট প্রাইস লেভেলে (যেখানে আপনি সেট করে রাখেন) থাকে সেদিকে ট্রেইলিং স্টপ অর্ডার লেভেলটি প্রাইসের মুভমেন্টের সাথে সাথে মুভ করতে থাকে।

এখন ধরুন, আপনি চাচ্ছেন ৩০ পিপ্সের প্রফিট হলে এই ট্রেইলিং স্টিপ অর্ডারটি একটিভ হবে। এবার প্রাইস যদি আপনার এন্ট্রি লেভেল থেকে ৫০ পিপ্স প্রফিটের দিকে মুভ করে তাহলে ট্রেইলিং স্টপ অর্ডারটি মার্কেট প্রাইস থেকে ৩০ পিপ্স গ্যাপ অনুসরণ করে মুভ করতে থাকবে। বিষয়টি একটি উধারহন এর মাধ্যমে বুঝিয়ে বলছি।

ধরুন, GBP/USD কারেন্সি পেয়ারে আপনি একটি Buy এন্ট্রি গ্রহন করলে 1.1500 প্রাইসে এবং ট্রেইলিং স্টপ অর্ডার সেট করলেন ৩০০ পয়েন্ট হিসাবে। এখন প্রাইস, মুভ করে 1.1530 লেভেলে চলে আসলো। এতে করে আপনার ট্রেইলিং অর্ডারটি একটিভ হয়ে গেল স্বয়ংক্রিয়ভাবে। এখন আপনার স্টপ লেভেল হবে এন্ট্রি পয়েন্টে।

তাহলে এন্ট্রি গ্রহন করার পর আপনাকে 300 Points সেট করে নিতে হবে। এতে করে প্রাইস যদি আপনার এন্ট্রি লেভেল থেকে ৩০ পিপ্স প্রফিটের দিকে দূরে সরে আসে তাহলে অর্ডারটি একটিভ হয়ে যাবে এবং এরপর প্রাইসের মুভমেন্টের সাথে সাথে সেটি চেঞ্জ হতে থাকবে।

ধরে নিন, কিছুক্ষণ পর প্রাইস 1560 লেভেল মুভ করে চলে আসলো। প্রাইসের সাথে সাথে ট্রেইলিং স্টপ অর্ডারটিও তখন চেঞ্জ হয়ে যাবে। নতুন স্টপলস অর্ডার হবে তখন মার্কেট প্রাইস থেকে ৩০০ পয়েন্ট কিংবা ৩০ পিপ্স নিচে। অর্থাৎ, 1.1530 প্রাইস লেভেলে।

আবার প্রাইস যদি 1.1600 দিকে মুভ করে তখন ট্রেইলিং স্টপ অর্ডারটি সেট হবে 1.1570 প্রাইস লেভেলে। ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে প্রাইসের সাথে সাথে ৩০০ পয়েন্ট কিংবা ৩০ পিপ্স এর গ্যাপ রেখে ট্রেইলিং স্টপ অর্ডারটি মুভ করছে।

কিভাবে সেট করবেন?

ট্রেইলিং স্টপ অর্ডার ফোন থেকে সেট করা যায়না। এটি শুধুমাত্র কম্পিউটার টার্মিনাল থেকে সেট করে নিতে পারবেন। এর জন্য অনুগ্রহ করে আপনার ট্রেডিং টার্মিনালে যাবেন। তবে মনে রাখতে হবে, এটি যেকোনো এন্ট্রি অর্ডার গ্রহন করার পর সেট করা যাবে।

প্রথমে, আপনার ট্রেডিং টার্মিনাল এর চার্টটি ওপেন করুন। এবং যেই কারেন্সি পেয়ারে এন্ট্রি নিয়েছেন সেখানের চার্টে একটি লাইন দেখতে পাবেন। সেই লাইনের উপরে আপনার মাউস বাটনে রাইট ক্লিক করুন।

Trailing Stop

রাইট ক্লিক করার পর উপরের ছবির ন্যায় একটি অপশন পাবেন সেখানে আপনি যতটুকু পয়েন্ট হিসাবে অর্ডার সেট করতে চান সেটি নির্ধারণ করে নিতে হবে, ন্যুনতম ১৫ পয়েন্ট হিসাবে এই Trailing Stop সেট করে নিতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে নিজের ইচ্ছামতন যেকোনো পয়েন্ট সেট করে নিতে পারবেন। সেই জন্য নিচের Custom বাটনে ক্লিক করে ইচ্ছামতন পয়েন্ট লেভেল সেট করে নিতে পারবেন।

Custom Trailing Stop

মনে রাখবেন, এই ট্রেইলিং স্টপ ফোন টার্মিনাল থেকে সেট করা যাবেনা। আপনি শুধুমাত্র পিসি টার্মিনাল MT4 এবং MT5 সেট করতে পারবেন।

এখন ধরুন, আপনি চাচ্ছেন ৩০ পিপ্সের প্রফিট হলে এই ট্রেইলিং স্টিপ অর্ডারটি একটিভ হবে। তাহলে এন্ট্রি গ্রহন করার পর আপনাকে 300 Points সেট করে নিতে হবে। এতে করে প্রাইস যদি আপনার এন্ট্রি লেভেল থেকে ৩০ পিপ্স প্রফিটের দিকে দূরে সরে আসে তাহলে অর্ডারটি একটিভ হয়ে যাবে এবং এরপর প্রাইসের মুভমেন্টের সাথে সাথে সেটি চেঞ্জ হতে থাকবে।

সাধারন স্টপলস অর্ডার যেখানে একটি নির্দিষ্ট প্রাইস লেভেলে (যেখানে আপনি সেট করে রাখেন) থাকে সেদিকে ট্রেইলিং স্টপ অর্ডার লেভেলটি প্রাইসের মুভমেন্টের সাথে সাথে মুভ করতে থাকে।

ব্যবহার এর সুবিধা

ট্রেইলিং স্টপ ব্যবহার করার মুল সুবিধা হচ্ছে, প্রাইস যতক্ষণ পর্যন্ত আপনার এন্ট্রি পজিশন এর পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত অর্ডার লেভেলটি আপনার পক্ষেই থাকবে এবং যত বেশী আপনার পক্ষে থাকবে স্টপ অর্ডারটিও পরিবর্তিত হতে হতে আপনার পক্ষেই থাকবে।

যেমন আপনি একটি কারেন্সি পেয়ারে এন্ট্রি নিলেন এবং প্রফিট টার্গেট সেট করলেন এন্ট্রি লেভেল থেকে ৫০ পিপ্স পড়ে। এখন, মার্কেট যে আরও উপরে যাবেনা তার কোনও ঠিক আছে?? এই জন্য মুলত ট্রেডাররা এই Trailing Stop অর্ডারটি ব্যবহার করেন যাতে করে প্রাইস যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এন্ট্রির প্রফিট বাড়তেই থাকবে।

যেমন আপনি যদি ট্রেইলিং স্টপ পজিশন ২৫০ পয়েন্ট সেট করেন অর্থাৎ, ২৫ পিপ্স সেট করেন তাহলে এন্ট্রি লেভেল থেকে প্রফিটের দিকে কমপক্ষে ২৫ পিপ্স আগে সেটি সেট হয়ে থাকবে। এখন যদি এন্ট্রি লেভেল থেকে ৫০০ পিপ্স উপরে উঠে যায় তাহলে প্রাইস এর সাথে সাথে আপনার স্টপলেভেলও উপরের দিকে উঠেতে থাকবে। এবং মার্কেট প্রাইস থেকে ২৫ পিপ্স নিচে সেটি সেট হয়ে থাকবে। যদি প্রাইস পুনরায় নিচের দিকে নেমে আসে তাহলে প্রফিটেই আপনার এন্ট্রিটি ক্লোজ হয়ে যাবে। সুতরাং, প্রফিটও বেশী পেলেন এবং এন্ট্রি নিয়ে লস এর চিন্তাও থাকল না।

মুলত এই সুবিধাটির জন্যই ট্রেডাররা এই Trailing Stop অর্ডার সিস্টেম এর মাধ্যমে ট্রেডে এন্ট্রি গ্রহন করে থাকেন। এছাড়াও,

  • বড় আকারের নিউজ প্রকাশের সময় যদি এন্ট্রি নেন তাহলে এই ট্রেইলিং স্টপ অর্ডারটির ব্যবহার সুবিধাজনক। কেননা অনেক সময় দেখা যায়, নিউজ প্রকাশ হবার সাথে সাথে প্রাইস অস্বাভাবিকভাবে মুভ করা শুরু করে। এই মুভমেন্ট যদি আপনার প্রফিটের দিকে থাকে তাহলে ট্রেইলিং স্টিপ সেট করার মাধ্যমে আপনি প্রফিটকে লক করে ফেলতে পারেন।
  • এটি সেট করার মাধ্যমে ঝুঁকির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। যেমন ধরুন ধরুন, কোনও এন্ট্রি নেয়ার আগে আমরা সর্বপ্রথম লসের পরিমাণ চিন্তা করে স্টপলস অর্ডার সেট করে থাকে। প্রফিট নিয়ে আমাদের চিন্তা থাকে কম। এখন ধরুন, একটি এন্ট্রি থেকে আপনি ধরে নিলেন ৫০ পিপ্স প্রফিট হবে। কিন্তু প্রাইস যে ৫০০ পিপ্স মুভ করবে না সেটি কি আপনি জানেন? সেই হিসাবে আপনি ট্রেইলিং স্টপ সেট করে নিলে, প্রাইসের সাথে সাথে আপনার স্টপলস লেভেলটিও স্বয়ংক্রিয়ভাবে চেঞ্জ হতে থাকবে। এতে করে আপনার প্রফিটের পরিমাণও বৃদ্ধি পাবে এবং লসও কমে আসবে।
  • একবার ট্রেইলিং স্টপ অর্ডার সেট করা হয়ে গেলে আপনাকে আর কিছুই করতে হবেনা। এমনকি আপনি যদি কম্পিউটার কিংবা ট্রেডিং টার্মিনাল ওপেন করে নাও রাখেন তারপরও সেটি মার্কেট প্রাইসের মুভমেন্টের হিসাবে পরিবর্তিত হতে থাকবে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 12 of 12 found this article helpful.
Views: 450

আরও জানুন

পরবর্তী: Take Profit (TP)
পূর্বের আর্টিকেলChannel | চ্যানেল ট্রেডিং
পরবর্তী আর্টিকেলTake Profit (TP)
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

4 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here