Trend Line
ফরেক্স ট্রেডিং এ ব্যবহৃত বিভিন্ন টেকনিক্যাল টুল এর মধ্যে ট্রেন্ডলাইন বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি টুলস যেটি মুলত মার্কেট প্রাইস এর হাই এবং লো লেভেলগুলোকে একটি নির্দিষ্ট লাইনে যুক্ত করে। কমপক্ষে দুইটি কিংবা এরও বেশী ক্যান্ডেল এর হাই কিংবা লো লেভেলকে এক সাথে যদি একটি লাইনের মাধ্যমে যুক্ত করা হয় তাহলে যেই লাইনটি পাওয়া যাবে সেটিই হচ্ছে Trend Line ।
চার্টে ট্রেন্ডলাইন ব্যবহার করার পিছনে মুল কারন হচ্ছে যাতে করে প্রাইসের পূর্বের ট্রেন্ড অনুসরন করে বর্তমানে মার্কেট এর অবস্থান এবং ভবিষ্যতে এর মুভমেন্ট কোনদিকে হতে পারে সেটি ধারনা করা যায়। এছাড়াও সবচেয়ে বেশী পরিমাণ ব্যবহার করা হয়, মার্কেট এর বিদ্যমান সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলোকে বের করার জন্য।
এছাড়াও এই ট্রেন্ডলাইনের বিস্তারিত তথ্য নিচের ভিডিও টিউটওরিয়াল এর মাধ্যমেও জেনে নিতে পারেন। এর জন্য নিচের ভিডিও দেখে নিতে পারেন।
শুরুতেই বলেছি, অন্যান্য টেকনিক্যাল টুলস যেমন, Channel, Triangles Weges কিংবা Flag এর মতনও এটি খুব সহজে ব্যবহার করতে পারবেন ট্রেডে। চার্টে Trend Line মুলত দুইটি কারনে ব্যবহার করা হয়ঃ
- মার্কেট এর ট্রেন্ড ঠিক কোনদিকে রয়েছে সেটি জানা
- মার্কেট এর সম্ভাব্য সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো বের করা।
ট্রেন্ডলাইন মুলত একাধিক ক্যান্ডেল এর হাই লেভেল (রেসিস্টেন্স) কিংবা লো লেভেল (সাপোর্ট) এর মাধ্যমে গঠিত হয়।
গঠন
চার্টে এটি ব্যবহার করা খুবই সহজ, শুধুমাত্র আপনাকে বিভিন্ন ক্যান্ডেল এর হাই কিংবা লো লেভেলগুলোকে খুঁজে নিতে হবে। এরপর আপনার ট্রেডিং টার্মিনালের টুল থেকে এটিকে নির্বাচন করে এই লেভেলগুলো একটি লাইনের মাধ্যমে একসাথে যুক্ত করে নিতে হবে।
প্রাইস এর হাই কিংবা লো লেভেল এর যেকোনো একদিকের লেভেলগুলো যদি যুক্ত করেন তাহলেই আপনি Trend Line এঁকে ফেলতে পারবেন।
অনেক ট্রেডারই আবার মনে করেন, এই ট্রেন্ডলাইন হচ্ছে প্রাইসের সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেলগুলো যথাযথভাবে দেখার একটি মাধ্যমে। কেননা, এটি ব্যবহার করলে আপনি স্পষ্টত দেখতে পারবেন প্রাইস এর এই লেভেলগুলো কোন স্থানে অবস্থান করছে এবং এদের সম্ভাব্য গতিপথ কোনদিকে রয়েছে।
চার্টে ব্যবহার
যেকোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি চাইলে এই টেকনিক্যাল টুলটি ব্যবহার করে নিতে পারবেন। অর্থাৎ, MT4, MT5 কিংবা Mobile Platform এর চার্টেও এই ট্রেন্ডলাইন যুক্ত করার সুযোগ রয়েছে। যার কারনে বেশীরভাগ ট্রেডারই এই ট্রেন্ডলাইন চার্টে ব্যবহার করে থাকেন।
চার্টে ট্রেন্ডলাইন এর জন্য একটি বিশেষ বাটন দেয়া থাকে। আপনাকে শুধু সেট বাটন ক্লিক করে ট্রেন্ডলাইন এর অপশনটি একটিভ করে তারপর ব্যবহার করে নিতে হবে। যেমন নিচের চার্টে আমরা ব্যবহার করেছি।
উপরের চার্ট থেকে ট্রেন্ডলাইন এর ব্যবহার দেখতে পাচ্ছেন। এখানে আমরা প্রাইস এর লো লেভেল অর্থাৎ সাপোর্ট লেভেলগুলোকে ট্রেন্ডলাইন এর মাধ্যমে যুক্ত করেছি। ভালো করে লক্ষ্য করুন, সবগুলো পয়েন্ট একটি লাইনের সাথে সমানভাবেই যুক্ত আছে।
প্রকারভেদ
ট্রেন্ডলাইন দুই ভাবে বিভিক্ত।
- Ascending Trend Line কিংবা Uptrend Line কিংবা ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন
- Descending Trend Line কিংবা Downtrend Line কিংবা নিম্নমুখী ট্রেন্ডলাইন
Ascending trend line কিংবা ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন এর সময় প্রাইসের লো কিংবা সাপোর্ট লেভেলগুলো লাইনের মাধ্যমে যুক্ত করা হয় এবং দেখে যায় প্রাইস তখন ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। এটি নির্দেশ করে মার্কেট প্রাইস রয়েছে আপট্রেন্ডে।
এছাড়াও এই ট্রেন্ডলাইনটিকে প্রাইস এর সাপোর্ট লেভেল হিসাবে গন্য করা হয়। কেননা, প্রাইস কোনওভাবে এই লেভেলটিকে নিচের থেকে ক্রস করতে পারছেনা। যেটি মুলত বোঝায়, মার্কেট প্রাইসে Seller এর থেকে Buyer এর সংখ্যা বেশী যার কারনে, প্রাইসও ক্রমশ উপরের দিকে উঠে আসছে।
Descending Trend Line কিংবা নিম্নমুখী ট্রেন্ডলাইন এর সময় প্রাইসের হাই কিংবা রেসিস্টেন্স লেভেলগুলো লাইনের মাধ্যমে যুক্ত করা হয় এবং দেখে যায় প্রাইস তখন ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। এটি নির্দেশ করে মার্কেট প্রাইস রয়েছে ডাউনট্রেন্ডে।
এছাড়াও এই ট্রেন্ডলাইনটিকে প্রাইস এর রেসিস্টেন্স লেভেল হিসাবে গন্য করা হয়। কেননা, প্রাইস কোনওভাবে এই লেভেলটিকে উপরের থেকে ক্রস করতে পারছেনা। যেটি মুলত বোঝায়, মার্কেট প্রাইসে Buyer এর থেকে Seller এর সংখ্যা বেশী যার কারনে, প্রাইসও ক্রমশ নিচের দিকে নেমে আসছে।
ব্রেকআউট
Trend Line ব্যবহার করে ট্রেড করার সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে, আপট্রেন্ডে থাকার সময় প্রাইস ক্রমশ ট্রেন্ডলাইন সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উপরে ফিরে যায়। অন্যদিকে, ডাউনট্রেন্ডে থাকার সময় পাইস ক্রমশ ট্রেন্ডলাইন রেসিস্টেন্স লেভেল থেকে বাউন্স করে নিচে ফিরে আসে।
কিন্তু যদি প্রাইস এই ট্রেন্ডলাইন লেভেলটিকে ব্রেক করতে সক্ষম হয় তাহলে প্রাইস এর মুভমেন্ট হয় তখন বেশী অর্থাৎ ট্রেডিং এর ভাষায় যাকে বলা হয় মোমেন্টাম অনেক বেশী থাকে ব্রেকআউট লাইনের উপরে কিংবা নিচে।
প্রাইস যখনই এই ট্রেন্ডলাইন এর লেভেলটিকে ব্রেক করতে সফল হবে তখন হবে ট্রেন্ড রিভার্সাল। অর্থাৎ, এটি বিপরীতমুখী ট্রেন্ড শুরু সম্ভাবনা থাকবে। যেমন যদি প্রাইস ঊর্ধ্বমুখী ট্রেন্ডে থাকে তাহলে রিভার্সাল হিসাবে ডাউন্ট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে, ডাউনট্রেন্ডের রিভার্সাল হচ্ছে আপট্রেন্ড।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।