Tweezer Top প্যাটার্ন
এটি মুলত একটি বেয়ারিশ রিভার্সাল ট্রেন্ড এর নির্দেশনা প্রদান করে যেটি মুলত দুইটি ক্যান্ডেল এর মাধ্যমে গঠিত হয় এবং এটি আপট্রেন্ডে এর শেষে সাধারণত তৈরি হয়ে থাকে। এই প্যাটার্নটিতে দুইটি ক্যান্ডেল এরই টপ কিংবা উপরের লেভেল হবে একই স্থানে।
এই টপ কিংবা উপরের লেভেলটি মুলত তৈরি হবে ক্যান্ডেল এর বিদ্যমান Shadow এর মাধ্যমে আবার অনেকসময়ই দেখা যায়, এই টপ লেভেল তৈরি হয়ে থাকে ক্যান্ডেল এর বডির ক্লোজিং লেভেল এর মাধ্যমে।
প্যাটার্নটি আপট্রেন্ডে এর শেষে গঠিত হয় যেখানে Buyer প্রাইসকে উপরে দিকে উঠিয়ে নিয়ে আসে কিন্তু ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস সেই হাই লেভেল এর কাছে শেষ হয়না এবং নতুন করে কোনও হাই লেভেলও তৈরি করতে সক্ষম হয়না।
Tweezer Top প্যাটার্নটি মুলত শর্ট-টার্ম বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন এর নির্দেশনা প্রদান করে থাকে যেটি মার্কেট এর টপ লেভেলে এসে গঠিত হয়ে থাকে।
বৈশিষ্ট্য
চার্টে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজে নিতে প্রথমে এর কিছু চিহ্ন সম্পর্কে বুঝতে হবেঃ
- পরপর দুইটি ক্যান্ডেল হতে হবে। সেটি বুল্লিশ কিংবা বেয়ারিশ যেকোনোটি হতে পারে।
- প্রাইসকে আপট্রেন্ড এর মধ্যে থাকতে হবে।
- ২টি ক্যান্ডেল এরই হাই লেভেল হবে একই প্রাইসে।
প্রাইস যখন আপট্রেন্ডে থাকবে তখন দেখবেন এই দুইটি ক্যান্ডেল এর হাই লেভেল যাতে একই হয়। এই দুইটি লো লেভেল একটি সম্ভাব্য রেসিস্টেন্স লেভেল তৈরি করবে। মার্কেটে অবস্থিত Buyer প্রাইসকে নতুন করে উপরে নিয়ে যেতে সক্ষম হয়না তখন নতুন করে Seller এর উপস্থিতি বৃদ্ধি পায় এবং প্রাইসকে তখন নিচের দিকে পুশ করতে থাকে।
সিগন্যাল
Tweezer Bottom এর মতন Tweezer Top ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও একটি রিভার্সাল ট্রেন্ড এর নির্দেশনা প্রদান করে। এছাড়াও, চার্টে এই প্যাটার্নটি ব্যবহার করার জন্য আরও কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন হবেঃ
- প্যাটার্নটি যদি মার্কেট প্রাইস এর হাই-লেভেলে গিয়ে তৈরি হয় তাহলে এটি শক্তিশালী রিভার্সাল এর সিগন্যাল প্রদান করবে।
- যদি প্যাটার্ন এর ১ম ক্যান্ডেলটি এর বডির আকার হয় বড় এবং ২য় ক্যান্ডেল এর বডির আকার হয় ছোট তাহলে রিভার্সাল সিগন্যাল এর নির্ভরযোগ্যতা হবে বেশী।
- Tweezer Top ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর পর যদি আরও কোনও রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে সম্ভাব্য রিভার্সাল ট্রেন্ড সিগন্যাল আরও শক্তিশালী হবে। যেমন, Bearish Engulfing কিংবা Dark Cloud Cover ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।