ফরেক্স ট্রেডিং | Forex Trading

0
721
ফরেক্স ট্রেডিং
সর্বশেষ আপডেট: January 26, 2023
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 6 মিনিট

ফরেক্স ট্রেডিং – ফরেক্স ট্রেডিং সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিভিন্ন আর্টিকেলে আমাদের সাথে ইতিমধ্যেই আলোচনা করেছি। তারপরও অনেকেই আছেন যাদের মধ্যে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত কিছু সাধারন প্রশ্ন থাকে। আজকের এই আর্টিকেলটিতে এইরকমের কিছু প্রশ্নের, উত্তর প্রদান করার চেষ্টা করবো। এতে করে আপনি বুঝতে পারবেন, ফরেক্স ট্রেডিং আপনার জন্য কি না! তাহলে চলুন শুরু করা যাক।

ফরেক্স ট্রেডিং

সাধারন অর্থে, ফরেক্স ট্রেডিং হচ্ছে এমন একটি বাঁজার ব্যবস্থা যেখানে একটি কারেন্সির বিপরীত ভিন্ন কারেন্সিতে ট্রেড করা হয়। এই ট্রেড করা থেকে মুলত প্রফিট করার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। যারা এই মার্কেটে ট্রেড করেন তাদের বলা হয় “ট্রেডার”।

Forex হচ্ছে Foreign Exchange এর একটি সংক্ষিপ্ত রূপ। যেটি মুলত বৈদেশিক মুদ্রার মানের পরিবর্তনকে বোঝায়। যেমন ধরুন, আপনি যদি বিদেশে ঘুরতে কিংবা কোনও কাজে যান, তাহলে সেই দেশে কি বাংলাদেশের মুদ্রা অর্থাৎ, “টাকা” কোনও কাজে আসবে? আসবে না, তাইনা?

তাহলে বিদেশে যাবার পূর্বে অবশ্যই আপনাকে সেই দেশের মুদ্রা গ্রহন করতে হবে। এখন তাহলে সেটি কিভাবে করবেন? ব্যাংক কিংবা লোকাল কোনও মানি-এক্সচেঞ্জার এর কাছে গিয়ে আপনি টাকা দিবেন এবং বিনিময়ে তখন আপনি বিদেশি মুদ্রা গ্রহন করবেন।

এতে করে যেটি হবে, আপনি তখন টাকার বিপরীতে বিদেশি মুদ্রা ক্রয় করলেন। উধারহরন হিসাবে যদি বলি, আপনি টাকার বিনিময়ে ডলার কিনে নিলেন। অর্থাৎ, একটি দেশের কারেন্সি বিক্রয় করে আপনি অন্য দেশের কারেন্সি ক্রয় কিংবা বিক্রয় করলেন। এটিকেই অর্থনীতির ভাষায় বলা হয় “ফরেক্স ট্রেডিং”। এটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন “ফরেক্স কি” এই আর্টিকেলটি থেকে।

ফরেক্স ট্রেডিং শিখার মাধ্যম

ফরেক্স ট্রেডিং করতে হলে, আপনাকে কিভাবে ট্রেডিং করতে হয় সেটি সম্পর্কে জানতে এবং বুঝতে হবে। অর্থাৎ, আপনাকে ট্রেডিং শিখতে হবে। যদি ট্রেডিং না শিখেই ট্রেড করা শুরু করেন তাহলে লস ব্যাতিত আপনার কোনও পথ থাকবে না।

তাই শিখার কোনও বিকল্প নেই। তবে দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে যারা ট্রেড করেন তাদের মধ্যে ৫% ও না শিখেই ট্রেড শুরু করে দেন। যার ফলে প্রথম কিছুদিন ট্রেড করতে পারলেও, দীর্ঘ সময়ে সবকিছু লস করে ব্যালেন্স এর লালাবাতি জালিয়ে দেন।

আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের সবাই মুলত ট্রেড করতেই বেশী আগ্রহী থাকে। ট্রেড শিখতে না। যার ফলে, কয়েকদিনের মধ্যেই লস করে নিজের কষ্টের টাকা শেষ করে ফেলেন। এটাই হয়ে আছে এবং এখনও সবাই এরকম করেই বাংলাদেশে ট্রেড করেন।

প্রশ্ন হচ্ছে কেন?

ফরেক্স ট্রেডিং শিখার ভালো কোনও মাধ্যম বাংলাদেশে এক প্রকার ছিলই না। যারা ফরেক্স ট্রেডিং এর দুনিয়ায় যাত্রা শুরু করেন, তাদের বেশীরভাগই কারও না কারও কাছে শুনে কিংবা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে ট্রেড করতে আগ্রহী হন। এতে করে ফরেক্স ট্রেড শিখা আর হয়ে উঠে না। যার ফলে যতদিন যায় তত লসের পাল্লা ভারি হতে থাকে।

এই সমস্যা থেকে আপনাদের রক্ষা করার জন্য ২০১৬ সালে আমাদের এই FXBangladesh.com এর যাত্রা শুরু হয় এবং সেই সময় থেকে এখন অবধি বিভিন্নভাবে আপনাদের জন্য ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন আর্টিকেল, কনটেন্ট, নিউজ, এনালাইসিস প্রদান করে আসছি যাতে করে আপনার ট্রেডিং সম্পর্কিত জ্ঞান এর পরিধি কিছূটা হলেও বৃদ্ধি পায়।

ফরেক্স ট্রেডিং শিখার জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল। যেখানে ফরেক্স ট্রেডিং শিখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি কোর্স আকারে প্রকাশ করে হয়েছে। এই কোর্সগুলো যদি আপনি ধারবাহিকভাবে অংশ গ্রহন করেন তাহলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনার জ্ঞানের পরিধি অনেক বাড়বে যা আপনার রিয়েল ট্রেডিং করার ক্ষেত্রে কাজে আসবে। এই ট্রেনিং সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ফরেক্স ট্রেনিং পোর্টাল সাইটটি ঘুরে আসতে পারেন।
একটি বিষয় সবসময়ই মনে রাখবেন, যদি আপনি ট্রেড সম্পর্কে ভালোভাবে না বুঝেন তাহলে কখনোই ভালো ট্রেডার হতে পারবেন না কিংবা প্রফিটও করতে পারবেন না। লসই হবে আপনার সর্বাত্মক সাথী। সুতরাং, অনুগ্রহ করে রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বে-ট্রেডিং শিখায় মনোযোগী হউন। এতে করে আপনার সময় এবং অর্থ দুইটিই বেঁচে যাবে।

ফরেক্স ট্রেডিং এর বিনিয়োগ

ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করার সক্ষমতা থাকতে হবে। কাউকে ছোট করার জন্য বলছি না! ফরেক্স ট্রেডিং হচ্ছে টাকার জায়গা। একটি প্রবাদ নিশ্চয় শুনেছেন “টাকায় টাকা আনে”। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে এটি যথার্থ। এখানে টাকা ছাড়া কোনও কিছুই করা যায় না এবং এখানে টাকা ছাড়া আপনি ট্রেডও করতে পারবেন না।

এমন পরিমাণ টাকা আপনার কাছে থাকতে হবে, যেটি লস করে ফেললে আপনি কোনও সমস্যায় পড়বেন না। বুঝতে কষ্ট হচ্ছে কি? সহজ করে বলছি।

ধরুন আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন পান কিংবা উপার্জন করেন। সার মাসে আপনার খরচ হচ্ছে ৪০,০০০ টাকা। সুতরাং, আপনার কাছে মাস শেষে অতিরিক্ত থাকছে ১০,০০০ টাকার মতন। এখন অতিরক্ত এই ১০,০০০ টাকা কিন্তু আপনার সঞ্চয় নয়!

কেননা যেকোনো বিপদে, ধরুন হাসপাতাল, ফ্যামিলি প্রয়োজনে এই টাকার প্রয়োজন যেকোনো সময়ই হতে পারে। এখন এই ১০,০০০ টাকা যদি আপনি ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে লস করে ফেলেন তাহলে আপনার কোনও সমস্যা হবে কিনা সেটি প্রথমে নিশ্চিত হয়ে নিন।

আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান, তাহলে আপনার কাছে সঞ্চিত কমপক্ষে ৩-৫ লক্ষ টাকা হাতে থাকার প্রয়োজন হবে।

প্রশ্ন হচ্ছে কেন? আপনি নিশ্চয় অনেকের কাছেই শুনেছেন ১০,০০০ টাকা হলেই ফরেক্স ট্রেডিং শুরু করে দেয়া যায়! কিংবা আরও কম। সঠিক শুনেছেন।

ট্রেডিং শুরু করার জন্য ৫০০ টাকা অর্থাৎ ৫ ডলারই যথেষ্ট। কিন্তু এই পরিমাণ অর্থ ডিপোজিট করে কি, ট্রেড করে প্রফিট করা সম্ভব?🤕

সম্ভব! যদি আপনি ঋষি-মনীষী-দরবেশ কিংবা কোনও ফরেক্স গুরু হয়ে থাকেন।🤑

সহজ কথায় যদি বলি, যদি আপনার কাছে কমপক্ষে ২ লক্ষ টাকা বিনিয়োগ করার মতন না থাকে, সেই অর্থ লস করে ফেললে যদি আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। তাহলে ফরেক্স ট্রেডিং আপনার জন্য নয়। এর থেকে কম পরিমাণ বিনিয়োগ করে ফরেক্স ট্রেডিং শুরু করার থেকে, পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসুন। কমপক্ষে ভাল কাজ হবে।👨‍👩‍👦‍👦 -> 🚌🚘

এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্যাদি জানার জন্য অনুগ্রহ করে ট্রেডিং এর বিনিয়োগের পরিমাণ আর্টিকেলটি পড়ে নিতে পারেন।

ট্রেডিং শুরু করার প্রস্তুতি

আপনি ট্রেডিং শিখলেন, বিনিয়োগ করার জন্য আপনার কাছে যথেষ্ট অর্থও আছে, তাহলেই কি আপনি ট্রেড শুরু করে দিবেন? না! আরও বেশকিছু কাজ করার এখনও বাকি। ফরেক্স ট্রেডিং শুরু করার পূর্বে, প্রস্তুতি হিসাবে আপনাকে বেশকিছু কাজ করতে হবে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কেননা, যেসকল ট্রেডাররা লস করেন, তাদের লস করার পিছনে মুল কারনই হচ্ছে এই প্রস্তুতি সঠিক রকমের না থাকা।

বিশেষ কোনও কিছু করার আগে আপনি যেমন বেশকয়েকবার চিন্তা করেন ঠিক একই রকম করে ট্রেডে এন্ট্রি নেয়ার পূর্বে আপনাকে চিন্তা-ভাবনা করে নিতে হবে। অন্যথায় আপনি বুঝতেই পারবেন না, ট্রেড করার জন্য যেই এন্ট্রি গ্রহন করছেন সেটি সঠিক নাকি ভুল হচ্ছে!

এন্ট্রি গ্রহন করার পূর্ব প্রস্তুতি হিসাবে করনীয় যেসকল বিষয়গুলো রয়েছে সেগুলো একজন ট্রেডারের জন্য নিয়মিত অনুসরণ করা খুবই জরুরী। একটি কথা সবসময় মনে রাখবেন, ফরেক্স মার্কেটে সবাই ট্রেড করার জন্যই আসে, কিন্তু এই মার্কেটে সবাই টিকে থাকতে পারেনা। এর মুল কারনই হচ্ছে এই “ট্রেড শুরু করার প্রস্তুতি”। এই প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে পারবেন রিয়েল ট্রেডিং এর করণীয় এই আর্টিকেলটি থেকে।

ফরেক্স ট্রেডিং এর মিথ্যা প্রচারণা

অনেক উৎস কিংবা বিভিন্ন জনের কাছ থেকে শুনে আপনি মুলত ফরেক্স ট্রেডিং শিখতে আগ্রহী হয়ে থাকেন। কমপক্ষে আমাদের দেখা বাংলাদেশের ৯০ শতাংশ মানুষই সেটি করে থাকে। তবে অন্যের আগ্রহে উদ্বুদ্ধ হয়ে ট্রেডিং শুরু করলে ফলাফল কখনোই ভালো হবেনা। এর জন্য আপনাকে কষ্টকরতে হবে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।

যদি এই ধরনের কোনও প্রচারণার ফাদে পড়েন, তাহলে অবশ্যই সতর্কতার সাথে নিজেকে রক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ। নিচে এরকম কিছু মিথ্যা প্রচারণামুলুক বিজ্ঞাপন কিংবা প্রতিশ্রুতি আপনাদের জন্য উপস্থাপন করছি।

  • প্রফিট করার গ্যারান্টি: ফরেক্স ট্রেডিং থেকে প্রফিট করার গ্যারান্টি কারও পক্ষে দেয়া সম্ভব নয়। এটি এমন একটি বাঁজার ব্যবস্থা যেখানে ঝুঁকির পরিমাণ থাকে শতভাগ। আপনি প্রফিট করতে পারবেন, তবে এর জন্য আপনাকে অনেকবেশী অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপরও শতভাগই প্রফিট, এই ধরনের কোনও বাক্য ফরেক্স ডিকশেনারিতে নেই।
  • ১০০% প্রফিটেবল স্ট্রেটিজি: এখন পর্যন্ত এই ধরনের কোনও ট্রেডিং স্ট্রেটিজি কিংবা কৌশল পৃথিবীতে আবিষ্কার হয়নি। কেননা যদি এই রকমের কোনও কৌশল আসলেই থাকত, তাহলে পৃথিবীত থেকে দরিদ্র শব্দটি হারিয়ে যেত।
  • অল্প বিনিয়োগ করেই লাখ টাকা আয়: ফরেক্স মার্কেট কোনও জুয়া খেলার স্থান কিংবা ব্যবস্থা নয়। এই মার্কেট থেকে প্রফিট করতে হলে আপনাকে বেশকিছু বিষয়ের উপর লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। “অল্প বিনিয়োগ করে লাখ লাখ টাকা আয় করার স্বপ্ন” শুধুই স্বপ্নই থেকে যাবে। কেননা, এই মার্কেটে প্রফিট করতে হলে, আপনার বিনিয়োগের পরিমাণ যেমন বৃদ্ধি করতে হবে ঠিক একইভাবে আপনার জ্ঞানের পরিধিকেও বাড়িয়ে নিতে হবে।
  • যে কেউই এই মার্কেটে ট্রেড করতে পারে: কথাটি সম্পূর্ণরূপে সত্য নয়। হ্যা, আপনার কাছে টাকা থাকলেই আপনি ট্রেড শুরু করে দিতে পারেন সেটিতে কোনও সমস্যা নেই তবে এতে আপনার কোনও লাভই হবেনা। কেননা অনেকের পক্ষেই এই মার্কেটের মার-প্যাচ,মুভমেন্ট, বুঝতে পারা অসম্ভব। কেননা অন্যান্য ব্যবসা কিংবা চাকরী করার মতন ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে শারীরিক কোনও কার্যক্রম না থাকলেও, মানসিক চাপের পরিমাণ থাকে ভয়াবহ। যা অনেকের পক্ষেই মেনে নেয়া সম্ভব নয়। তাই ট্রেডিং শুরু করার পূর্বে নিজেকে জিজ্ঞাসা করুন, এই মার্কেট আপনি টিকে থাকতে পারবেন কিনা?
  • প্রফেশন হিসাবে ফরেক্স ট্রেডিং: এটিকে আপনি তখনই পেশা হিসাবে গ্রহন করার চিন্তা করতে পারবেন যখন আপনি এই মার্কেটের প্রাইসের মুভমেন্ট কেন হয় বিষয়টি চিহ্নিত করতে পারবেন। পারতপক্ষে নতুন হিসাবে বিষয়টি বোঝা সহজ কাজ নয়। এর জন্য আপনাকে দীর্ঘদিন ফরেক্স ট্রেডিং এর সাথে লেগে থাকতে হবে এবং সময় দিতে হবে। আমাদের দেখা এরকম অনেক ট্রেডার রয়েছেন যারা ৪/৫ বছর এই মার্কেটের সাথে লেগে থেকেও, পরবর্তীতে হাল ছেড়ে দিয়েছেন।
  • পর্যাপ্ত ব্যালেন্স না থাকা, ট্রেডিং এর জন্য অভিশাপ: যাদের পক্ষে বিনিয়োগ করা সম্ভব নয়, কিংবা চাইলেও বেশী বিনিয়োগ করতে পারবেন না। তাদের জন্য ফরেক্স মার্কেট এবং নেশাগ্রস্থ ব্যাক্তির মধ্যে কোনও তফাৎ নেই। কেননা কম ব্যালেন্স, বিনিয়োগ করে ফরেক্স ট্রেডিং থেকে আয় করা সম্ভব নয়। যদিও অনেকেই বলবে, ৫০০০ কিংবা ১০,০০০ টাকা দিয়ে ট্রেড শুরু করে দিন – এতে করে আপনার কষ্টের টাকাই নষ্ট হবে। লাভের লাভ কিছুই হবেনা।
  • ট্রেডার হতে হলে শিখতে হবে: যারা ১/২ সপ্তাহ প্র্যাকটিস করেই রিয়েল ট্রেডিং শুরু করে দেন, তাদের জন্য ফরেক্স মার্কেট কখনোই কাজে আসবে না। আপনি যতই জ্ঞানি হউন না কেন, এই মার্কেট বুঝতে হলে আপনাকে প্রচুর সময় দিকে শিখতে হবে এবং লেগে থাকেতে হবে। আমরা ফরেক্স ট্রেডিং সাথে জড়িত বিগত প্রায় ৮ বছর ধরে। এখনও আমরা নিয়মিত শিখেই যাচ্ছি। এখনও নিজ বলা সম্ভব নয়, ফরেক্স মার্কেট সম্পর্কে আমরা শতভাগ জানি। এই সেক্টরে আপনার শিখে সারাজীবনেও শেষ হবেনা। যতদিন যাবে, আপনি ততবেশী শিখবেন এবং জানবেন এবং সেই সাথে অভিজ্ঞতা অর্জন করবেন। শিখার জন্য আমাদের রয়েছে, অনলাইন ট্রেনিং প্ল্যাটফরম। বিস্তারিত জানতে এই লিংক থেকে দেখে নিতে পারেন – https://fxbd.co/training

এতক্ষণ পর্যন্ত আপনার সাথে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হল, এই বিষয়গুলো মুলত ফরেক্স ট্রেডিং শুরু করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে সহায়তা করবে। আপনার যদি মনে হয়, এই বিষয়গুলো আপনার পক্ষে মেনে চলা সম্ভব নয়, তাহলেই আজকেই এমনকি এখন থেকেই ফরেক্স মার্কেটকে বিদায় জানান। এর করে আপনার কষ্টের সময় এবং টাকা এই দুইটিই বেঁচে যাবে।

ফরেক্স কিংবা ট্রেডিং সম্পর্কে আপনার বিশেষ কোনও কিছু জানার থাকলে আমাদের ইমেইল করে জানাতে পারেন কিংবা নিচের কমেন্ট বক্সেও উল্লেখ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 1 8 of 9 found this article helpful.
Views: 739
পূর্বের আর্টিকেলট্রেডিং এনালাইসিস এর জন্য বিষয়াদি
পরবর্তী আর্টিকেলফরেক্স স্কুল
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here