ফ্রি ফরেক্স ট্রেনিং কোর্স

0
412
সর্বশেষ আপডেট: November 8, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 5 মিনিট

ফ্রি ফরেক্স ট্রেনিং – ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য প্রথমে আপনাকে সেটি শিখতে হবে। কেননা ফরেক্স ট্রেডিং এর সাফল্য শুধুমাত্র নির্ভর করবে আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ঠিক কতটুকু জানেন সেটির উপর। আপনার জ্ঞানের পরিমাণ যদি কম থাকে তাহলে ফরেক্স ট্রেডার হওয়া আপনার জন্য অসম্ভব হয়ে উঠবে। এই ধারনাকে মাথায় রেখেই FXBangladesh.com এর কার্যক্রম শুরু হয় ২০১৬ সালে। পরবর্তীতে আমরা ২০১৯ সালের দিকে এসে আমরা একটি সম্পূর্ণ ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম শুরু করি যেখানে একজন নতুন ট্রেডার, ফরেক্স ট্রেডিং সম্পর্কিত সকল শিক্ষা গ্রহন করতে পারবেন। আজকের আর্টিকেলে আমাদের প্রকাশিত কিছু ফ্রি ফরেক্স ট্রেনিং কোর্স নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক।

ফরেক্স ট্রেনিং এর প্রয়োজনীয়তা

সৈয়দ মুজতবা আলী‘র একটি গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে,

“বই কিনে কেউ দেউলিয়া হয় না” কথাটি সম্পূর্ণ সত্য।

আপনি যত পড়বেন, ততবেশী জানবেন এবং শিখবেন যেই শিক্ষা পরবর্তীতে আপনার জ্ঞানকে অনেকবেশী সম্প্রসারণ করবে যার ফল পাবেন আপনি ক্যারিয়ার তৈরি সময়।

একই নিয়মে আপনি যেহেতু ফরেক্স ট্রেডিং করতে আগ্রহী তাই, আপনার জন্য একটি মাত্র বিষয়ই প্রয়োজন আর সেটি হচ্ছে শিক্ষা। ট্রেডিং সম্পর্কিত পর্যাপ্ত জ্ঞানের অভাব, একজন ট্রেডার এর জন্য এতটাই বিপজ্জনক, ঠিক একজন “মাদকাশক্ত ব্যাক্তি যেমন একটি পরিবারের জন্য”। আমরা ফরেক্স ট্রেডিং বিষয়ে যতদিন ধরে কাজ করছি, এমন অনেকের সাথে পরিচিতি রয়েছে, যারা ট্রেড করেন শুধুমাত্র লস করার জন্য!

প্রতিদিন আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, ট্রেড করে প্রফিট করতে পারছেন না কিংবা অনেক টাকা লস করে ফেলেছেন। যখন আমরা তাদের সাথে অথা বলার চেষ্টা করি, তখন বুঝতে পারি, এদের কেউই ফরেক্স ট্রেডিং শিখেন নি কিংবা শিখার চেষ্টাও করেন নি। বিষয়টি আমাদের জন্য খুবই হতাশা এবং দুঃখজনক।

ফরেক্স ট্রেডিং কেন শিখতে হবে, এই প্রশ্নের উত্তর সম্পর্কে আমাদের বাস্তবিক অভিজ্ঞতার আলোকে একটি আর্টিকেল ইতিমধ্যেই প্রকাশ করে হয়েছে। অনুগ্রহ করে ট্রেডিং কেন শিখবেন এই আর্টিকেলটি বিস্তারিত পড়ে নেয়ার অনুরধ থাকছে।

“শতকরা ৯০ শতাংশ ট্রেডারই লস করেন” এটি আমরা সবাই জানি কিন্তু নিজেকে কখনও প্রশ্ন করেছেনে, কেন এই ৯০ শতাংশ ট্রেডার লস করছে? কখনও উত্তর খোজার চেষ্টা করেছেন, কেন বাকি ১০% ট্রেডার সফলভাবে ট্রেড করছে?

এই প্রশ্নের উত্তর আমরা খোজার চেষ্টা করেছি একটি সার্ভের মাধ্যমে। সেই সার্ভের ফলাফল আপনার সাথে শেয়ার করছি, যেটির সারমর্ম হচ্ছে – বাংলাদেশ থেকে যারা ফরেক্স ট্রেডিং করেন তাদের শতকরা ৮৫ ভাগই কারও না কারও মাধ্যমে ফরেক্স ট্রেডিং দুনিয়ায় আসেন এবং সপ্তাহখানেকের মধ্যেই রিয়েল ট্রেডিং শুরু করেন। যেটি কোনওভাবে একজন ট্রেডার হবার জন্য যথেষ্ট নয়। এরপর, এই ট্রেডাররা অল্প পরিমাণ ব্যালেন্স ডিপোজিট করার মাধ্যমে অপেক্ষাকৃত বড় আকারের ট্রেড শুরু করেন। তাদের লক্ষ্য থাকে, “অল্প পুঁজি, বেশী রুযী” এই প্রবাদের মতন। ফলাফল হিসাবে ১০/১৫ দিনের মধ্যেই ট্রেডিং অ্যাকাউন্ট লস করে করে স্টপআউট করে ফেলেন।

আপনাকে যদি ট্রেডিং শিখতে হয়, তাহলে শিখা ব্যাতিত কোনও বিকল্প নেই। জ্ঞান অর্জন এবং শিখার মানুশিকতা না থাকেল, অনুগ্রহ করে ফরেক্স ট্রেডিং এর সাথে নিজেকে জড়িয়ে, কষ্টের টাকা এবং সময় বিনিয়োগ করার কোনও দরকার নেই।

যদি নিজেকে ফরেক্স ট্রেডার হিসাবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে এবং এই শিক্ষা প্রদানের জন্যই, আমরা আছি।

ট্রেনিং প্রোগ্রামের যাত্রা

আমরা নিজেরা যখন ফরেক্স ট্রেডিং শুরু করি (সেই ২০১৬ সালের পূর্বের কথা বলছি) তখন, ফরেক্স ট্রেডিং শিখার ভালো কোনও মাধ্যম ছিল না। আসলে তখন আমরা নিজেরাই জানতাম না, আমাদের আসলে কি জানতে হবে? সময়ের সাথে সাথে বিষয়গুল তখন আমাদের সামনে আসতে থাকে এবং সেগুলো প্রয়োগ করে আমরা নিজেরা ট্রেড করতে থাকি। প্রথম দিকে, ব্যাপক আকারের লসের সম্মুখীন হলেও, এখন বিষয়গুলো অনেকটাই সহজ হয়ে গেছে আমাদের জন্য।

তখন থেকে আমাদের মুল লক্ষ্য ছিল, যারা নতুন অবস্থায় ফরেক্স ট্রেডিং এর জগতে আসবেন, তাদের জেন এই কষ্ট করে শিখতে না হয়। এই কারনে ২০১৭ সালে আমাদের ফরেক্স ট্রেনিং এর যাত্রা শুরু হয়। এই ট্রেনিং প্রোগ্রামটি আমাদের অফিস থেকে পরিচালনা করা হত, যেখানে স্টুডেন্টগন অফিসে এসে ট্রেনিং গ্রহন করতে পারবেন।

সে সময়ে আমরা দেখতে পাই, অনেকেই আছেন যারা ঢাকার বাইরে থেকেও আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চান কিন্তু সেটি তাদের জন্য সম্ভব ছিলনা। তাই ২০১৮ সালের শুরুর দিকে অনলাইনের মাধ্যমে আমাদের ফরেক্স ট্রেনিং এর যাত্রা শুরু হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা প্রায় ১৬,০০০ এরও বেশী মানুষকে, ফরেক্স ট্রেনিং প্রোগ্রামের আওতায় শিক্ষা প্রদান করেছি এবং সেটি এখনও চলমান রয়েছে।

দীর্ঘ সময় ধরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত আমাদের প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে, বাংলাদেশ প্রথম ফরেক্স ট্রেনিং স্ক্রিল প্রতিষ্ঠা করতে সক্ষম হই যেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়সমুহ ধাপে ধাপে একজন ট্রেডার জানতে এবং বুঝতে পারবেন।

যারা ফরেক্স ট্রেডিং শিখতে আগ্রহী এবং নিজেকে একজন ট্রেডার হিসাবে তৈরি করতে চান, তাদের জন্য আমাদের এই অনলাইন ট্রেনিং পোর্টালের কোনও বিকল্প নেই।

ফরেক্স ট্রেনিং পোর্টাল

আমাদের এই ট্রেনিং পোর্টাল থেকে, ফরেক্স এবং ট্রেডিং এর সাথে সম্পৃক্ত সকল কিছু আপনি জানতে এবং শিখতে পারবেন। সেই সাথে, শিখার সুবিধার জন্য সকল বিষয়গুলোকে আমরা ভিন্ন ভিন্ন কোর্স আকারের বিভক্ত করেছি যাতে করে, সময় নিয়ে আপনি বিষয়গুলো শিখতে এবং জানতে পারেন।

ট্রেনিং পোর্টালে প্রকাশিত এই কোর্সগুলো মুলত তিনটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে –

  1. টেকনিক্যাল ট্রেনিং কোর্স
  2. ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্স
  3. সেন্টিমেন্টাল ট্রেনিং কোর্স

এই ৩ ধরনের কোর্সগুলো থেকে আপনি ফরেক্স মার্কেট এবং ট্রেডিং সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা অর্জন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। আপনি চাইলে, নিজ ইচ্ছামতন এবং প্রয়োজন অনুসারে নির্দিষ্ট কোর্সে অংশ নিয়ে শিখতে পারেন কিংবা চাইলে ধারাবাহিকভাবেও সেটি শিখতে পারেন। ট্রেনিং কোর্স সম্পর্কে ধারনা পাবেন এই লিংক থেকে – https://fxbd.co/training

ফ্রি ফরেক্স ট্রেনিং কোর্স

আমাদের এখানে মুলত দুই ধরনের কোর্স রয়েছে।

  • ফ্রি ফরেক্স ট্রেনিং কোর্স
  • পেইড ফরেক্স ট্রেনিং কোর্স

যদিও পেইড ট্রেনিং কোর্সের সংখ্যা অনেকবেশী তারপরও আমরা চেষ্টা করেছি, সেই সকল কোর্সগুলোকে ফ্রি হিসাবে রাখার জন্য, যেগুলো একজন নতুনকে ট্রেডের সাথে বেসিকভাবে পরিচিতি করিয়ে দিবে। আমাদের প্রকাশিত এই ফ্রি ট্রেনিং কোর্সগুলোও যদি কেউ করেন তাহলেও, ফরেক্স ট্রেডিং সম্পর্কে ৫০% জ্ঞান আপনি অর্জন করতে পারবেন।

Free forex Training

ফ্রি ফরেক্স ট্রেনিং কোর্সগুলোর মধ্যে আজ তিনটি কোর্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

ফরেক্স বেসিক ট্রেনিং কোর্স: নাম শুনে “সস্তা” মনে হচ্ছে কি? যদি এমন মনে হয়, তাহলে দুঃখিত! আপনি ভুল করছেন। ফরেক্স বেসিক এই ট্রেনিং কোর্সটি থেকে আপনি যা যা শিখতে পারবেন, সেটি আপনি নিজ থেকে চেষ্টা করলেও খুঁজে পাবেন না। নাম বেসিক হলেও, ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে, কিভাবে ট্রেড করতে হয়, ট্রেডিং সিস্টেম, মার্কেটের গঠন ইত্যাদি নানান বিষয় সম্পর্কে কোর্সটিতে আলোচনা করা হয়েছে।

শুধুমাত্র এই একটি কোর্স থেকে আপনি ট্রেডিং মার্কেটের ৩০% তথ্য জানতে পারবেন। মুলত এই কারনেই আমরা কোর্সটিকে ফ্রি হিসাবে রেখে দেয়ার চেষ্টা করেছি। কোর্সটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে “Forex Basic Course

সাপোর্ট এবং রেসিস্টেন্স ট্রেনিং কোর্স:সাপোর্ট এবং রেসিস্টেন্স কে বলা হয় ফরেক্স মার্কেটের প্রান। তবে দুঃখের বিষয় হচ্ছে, অধিকাংশ ট্রেডারই বিষয়টি এমনভাবে অবহেলা করেন, মনে হয় এটি তুচ্ছ একটি বিষয়। আমাদের নিজেদের ট্রেডিং অভিজ্ঞতা থেকে বলছি, ফরেক্স মার্কেটের বিভিন্ন কারেন্সি পেয়ারের যেই মুভমেন্ট হয় সেটির ৮০% হয় এই সাপোর্ট – রেসিস্টেন্স লেভেলের মধ্যে।

এই কোর্সটি থেকে আপনি গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং কিভাবে এটি ট্রেডিং এর জন্য ব্যবহার করতে হয় সেটির ধারনা পাবেন। শুধুমাত্র এই বিষয় সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকে তাহলে মার্কেট এনালাইসিস করতে আপনার কোনও সমস্যাই হবেনা। ফলাফল হিসাবে রিয়েল ট্রেডিং করতে আপনার কোনও বাঁধাও থাকবে না। সুতরাং, আজই কোর্সটিতে অংশ নেয়ার অনুরধ করছি। কোর্সটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে “Support & Resistance

টেকনিক্যাল ইন্ডিকেটর ট্রেনিং কোর্স: এই কোর্সটি মুলত সাজানো হয়েছে, ফরেক্স মার্কেটে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কিছু ইন্ডিকেটর নিয়ে। এই ইন্ডিকেটরগুলো টেকনিক্যাল এনালাইসিসের প্রাণ হিসাবে বিবেচিত যা আপনাকে ট্রেডে এন্ট্রি গ্রহনে অনেক বেশী সহায়তা করবে।

ইন্ডিকেটর কিভাবে কাজ করে, এদের ব্যবহার করার পদ্ধতি, ইন্ডিকেটরের মধ্যকার পার্থক্য এই সবগুলো বিষয় সম্পর্কে জানতে পারবেন এই ট্রেনিং কোর্সটি থেকে। কোর্সটি আপনাদের জন্য ফ্রি করার প্রধান কারন হচ্ছে, যাতে করে ইন্ডিকেটর সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য থেকে নিজেকে দূরে রাখতে পারেন।

এছাড়াও, এই ইন্ডিকেটরগুলোর মধ্যে কোনগুলো সবথেকে ভালো কাজ করে এবং প্রফিটেবল সেটি সম্পর্কে আমাদের ট্রেডিং অভিজ্ঞতার আলোকে একটি রিপোর্ট প্রদান করেছি। এই রিপোর্ট আপনাকে নিজের জন্য আদর্শ ইন্ডিকেটর খুঁজে বের করতে অনেক বেশী সহায়তা করবে। কোর্সটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে “Technical Indicators

শুধুমাত্র এই ৩টি কোর্স করলেই আপনি ফরেক্স ট্রেডিং এর জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবেন, এমন চিন্তা করার কিছুই নেই। কেননা আরও অনেক এডভান্স কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে প্রফিটেবল ট্রেডার হতে সহায়তা করবে। আপনার যদি মনে হয়, আর এডভান্স বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে তাহলে অনুগ্রহ করে আমাদের পেইড ট্রেনিং কোর্সগুলো রয়েছে আপনার জন্য। আমাদের প্রকাশিত ট্রেনিং কোর্সগুলোর সকল তথ্য জানতে পারবেন এই লিংক থেকে। Training Sitemap


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 1 5 of 6 found this article helpful.
Views: 420

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here