প্রত্যাশিত পড়ার সময়: 1 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ
“রিভার্সাল” কি?
রিভার্সাল হচ্ছে এমন অবস্থা যখন প্রাইস তার বিদ্যমান ট্রেন্ডকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়।
- যখন প্রাইসের বিদ্যমান আপট্রেন্ড সম্পূর্ণরূপে ডাউনট্রেন্ডে পরিবর্তিত হয় তখন রিভার্সাল সংগঠিত হয়।
- যখন প্রাইসের বিদ্যমান ডাউনট্রেন্ড সম্পূর্ণরূপে আপট্রেন্ডে পরিবর্তিত হয় তখন রিভার্সাল সংগঠিত হয়।
উপরের উধাহরন অনুসারে চলুন দেখে নেয়া যাক রিভার্সাল দেখতে কেমন হয়।
রিভার্সালে করণীয়?
আপনি যখন ট্রেড করার সময় ট্রেডিং চার্টে সম্ভাব্য রিভার্সাল কিংবা রিট্রেসমেন্ট অবস্থা দেখতে পাবেন, তখন আপনার কাছে ৩টি অপশন থাকবে।
- যদি আপনার ট্রেডে কোনও এন্ট্রি গ্রহন করা থাকে তাহলে আপনি চাইলে সেটিকে হোল্ড/ধরে রাখতে পারেন। এটির মাধ্যমে আপনাকে সম্ভাব্য লসেরও সম্মুখীন হতে পারে কেননা যদি এই রিট্রেসমেন্ট কোনওভাবে লং-টার্ম রিভার্সাল হিসাবে পরিবর্তিত হয়ে যায়।
- আপনি চাইলে আপনার গৃহীত এন্ট্রিটি ক্লোজ করে ফেলতে পারেন এবং প্রাইস যখন পুনরায় ট্রেন্ডের দিকে মুভ করা শুরু করবে, তখন নতুন করে আবারও এন্ট্রি গ্রহন করতে পারেন। তবে এই প্রক্রিয়াতেও আপনি ট্রেড করার সুবিধা মিস করতে পারেন। কেননা প্রাইস শক্তিশালী মুভমেন্টের মাধ্যমে একদিকের ট্রেন্ডে অবস্থান করা শুরু করতে পারে। যেখানে তখন আপনি চাইলেও নতুন করে এন্ট্রি গ্রহন করার সুযোগ নাও পেতে পারেন।
- আপনি চাইলে এন্ট্রিটি সম্পূর্ণরূপে ক্লোজ করে ফেলতে পারেন। এতে করে দুইটি বিষয় হতে পারে। ১- আপনার লস হবে (যদি প্রাইস আপনার এন্ট্রির বিপরীতে মুভ করে) কিংবা, ২ – আপনি বড় আকারের প্রফিট করতে পারবেন (যদি আপনি এন্ট্রিটি প্রাইসের টপ কিংবা বটোম লেভেলে ক্লোজ করার সিদ্ধান্ত নেন)। তবে বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করবে প্রাইস এর সম্ভাব্য ভবিষ্যৎ মুভমেন্ট এবং আপনার গৃহীত এন্ট্রির উপর ভিত্তি করে।
যেহেতু রিভার্সাল যেকোনো সময়ই সংগঠিত হতে পারে তাই ঠিক কোনও অপশনটি আপনি নিজ ট্রেডিং এর জন্য ব্যবহার করবেন সেটি নির্ধারণ করার কোনওভাবে সহজ কাজ হবেনা।
মূলত এই কারনেই, প্রফেশনাল ট্রেডাররা এই ধরনের সিচুয়েশনে স্টপলস-অর্ডার ব্যবহার করে এবং এর সাথে নিজের রিস্ক-ম্যানেজমেন্ট করার দক্ষতাকে কাজে লাগান।
রিভার্সাল অনেক বেশী গুরুত্বপূর্ণ যার কারনে বিষয়টি নিয়ে একটি সম্পূর্ণ কোর্স ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। আপনি যদি এই বিষয়ে আর বিস্তারিত তথ্য জানতে চান এবং শিখতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের ট্রেনিং প্রোগ্রামের Market Environment ট্রেনিং কোর্সটিতে অংশ নিতে পারেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Views: 708