Leverage | লিভারেজ কি?

2
2952
Leverage
সর্বশেষ আপডেট: October 16, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট
আর্টিকেলটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে মার্জিন সম্পর্কে বুঝতে হবে। কেননা মার্জিন এবং লিভারেজ এই দুইটি বিষয় একে-অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাদের পরামর্শ থাকবে, অনুগ্রহ করে প্রথমে মার্জিন আর্টিকেলটির বিস্তারিত তথ্য জেনে নিবেন। মার্জিন সম্পর্কে জানার জন্য “মার্জিন কি?” আর্টিকেলটির বিস্তারিত পড়েনিন।

লিভারেজ কি?

যারা ট্রেড শিখছি তারা প্রায় এই “লিভারেজ” শব্দটির সাথে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে, ফরেক্স ট্রেডিং এ মার্জিন এবং লিভারেজ এর মধ্যকার সম্পর্ক কি? সাধারন কথায়, ট্রেডার – মার্জিন ব্যবহার করে, মূলত লিভারেজ তৈরি করার জন্য।

মার্জিন অ্যাকাউন্টের মাধ্যমে যখন ট্রেড করেন তখন Leverage, আপনার ট্রেডিং করার ক্ষমতাকে বৃদ্ধি করবে।

লিভারেজ হচ্ছে মূলত, কম ব্যালেন্স ডিপোজিট করার মাধ্যমে বড় আকারের ট্রেডিং পজিশন নেয়ার সুবিধাকে বোঝায়। অর্থাৎ, আপনার ট্রেডিং ব্যালেন্সের তুলনায় বড় আকারের ট্রেডিং পজিশন নিয়ন্ত্রন করার সুবিধাকেই মূলত লিভারেজ বোঝায়।

লিভারেজকে মূলত রেশিও আকারে প্রকাশ করা হয়ে থাকে।

লিভারেজ হচ্ছে মূলত, আপনার ট্রেডিং অ্যাকাউন্টের বিদ্যমান ব্যালেন্স এর এমাউন্ট এবং ট্রেড করার জন্য কি পরিমান অর্থ ব্যবহার করতে পারবেন সেটির রেশিওকে বোঝায়।

এটি মূলত “X:1” ফরম্যাট আকারে প্রকাশ করা হয়ে থাকে।

উধাহরন হিসাবে যদি বলি, ধরুন আপনি USD/JPY কারেন্সি পেয়ারে ১ স্ট্যান্ডার্ড লট পরিমান একটি এন্ট্রি গ্রহন করতে চান এবং সেটি কোনও ধরনের মার্জিন এর সুবিধা ছাড়াই। তাহলে এন্ট্রি নেয়ার জন্য আপনার margin requirement এর প্রয়োজন হবে প্রায় $1,00,000 । কারন হচ্ছে, ১ স্ট্যান্ডার্ড লট হচ্ছে ১০০,০০০ ইউনিট পরিমাণ।

কিন্তু যদি এন্ট্রি নেয়ার জন্য Margin Requirement এর প্রয়োজন হয় ১% তাহলে এই পরিমান লটের এন্ট্রি গ্রহন করার জন্য আপনার প্রয়োজন হবে $1000 ।

সেই হিসাবে ট্রেড করার জন্য লিভারেজ এর পরিমান হবে 100:1

নিচের চার্টের মাধ্যমে আমরা margin requirement এর সাথে Leverage এর রেশিও দেখবো।

Currency Pair Margin Requirement Leverage Ratio
EUR/USD 2% 50:1
GBP/USD 5% 20:1
USD/JPY 4% 25:1
EUR/AUD 3% 33:1

লিভারেজ ক্যালকুলেশন

কিভাবে লিভারেজ ক্যালকুলেট করতে হয়, দেখুনঃ

Leverage = 1 / Margin Requirement

ধরুন এন্ট্রি নেয়ার জন্য margin requirement হচ্ছে 2%, তাহলে লিভারেজ এর ক্যালকুলেশন হচ্ছেঃ

50 = 1 / .02

লিভারেজ হচ্ছে 50, যা রেশিও আকারে প্রকাশিত হবে এইভাবে, 50:1

এখন দেখুন, কিভাবে margin requirement এর উপর ভিত্তি করে লিভারেজ এর রেশিও নির্ধারিত হয়ঃ

Margin Requirement = 1 / Leverage Ratio

উধাহরন হিসাবে, যদি লিভারেজ এর রেশিও হয় 100:1, তাহলে margin requirement এর হিসাব হবে এইরকমঃ

0.01 = 1 / 100

অর্থাৎ, Margin Requirement হচ্ছে 0.01 or 1%

তাহলেই বুঝতেই পারছেন, লিভারেজ এবং মার্জিন এর মধ্যকার সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। “Leverage” এবং “margin” এর কনসেপ্ট অনেকটাই একই রকমের, শুধু পার্থক্য হচ্ছে কিছু ভিন্ন ধরনের।

যখন ট্রেডার কোনও নতুন পজিশন ওপেন করেন, এন্ট্রির পজিশনের জন্য কিছু পরিমান অংশ প্রদান করতে হয়। এখানে এই কিছু পরিমান অংশকে শতকরা (%) আকারে প্রকাশ করা হয়ে থাকে যা margin requirement হিসাবে পরিচিত থাকে। যেমন ধরুন, 2%

নির্দিষ্ট যেই পরিমান অর্থ এন্ট্রির জন্য প্রয়োজন হয় সেটিকে বলা হয় “required margin” । অর্থাৎ, ২% margin requirement হিসাবে ১ স্ট্যান্ডার্ড লট এর পজিশন এর এন্ট্রি গ্রহন করার জন্য প্রয়োজন হবে $2,000

এখানে এই $2000 হচ্ছে, এন্ট্রি গ্রহন করার জন্য “required margin” এর পরিমান। যেহেতু আপনি $1,00,000 সাইজের এন্ট্রি গ্রহন করতে পারছেন মাত্র $2000 এর মাধ্যমে, তাই আপনার লিভারেজ এর রেশিও এখন হচ্ছে 50:1

Leverage = 1 /Margin Requirement
50 = 1 / 0.02

ফরেক্স vs. সিকিউরিটিজ

Forex margin এবং securities margin হচ্ছে দুইটি ভিন্ন বিষয়। সেক্ষেত্রে এই দুইটি বিষয় এর পার্থক্য আপনাকে প্রথমে ভালো করে বুঝতে হবে।

সিকিউরিটিস হচ্ছে, কোনও stock, bond কিংবা ETF কেনার জন্য ডাউন পেমেন্টের জন্য মার্জিন হিসাবে যে পরিমান অর্থ ধার (Borrow) করতে হয়।

এই প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে “buying on margin”।

অর্থাৎ, আপনি যদি স্টক মার্কেটে ট্রেড করেন এর অর্থ হচ্ছে, স্টক কেনার জন্য আপনি ব্রোকার এর থেকে ফান্ড ধার কিংবা ঋণ করছেন। এটি আসলে একটি ঋণ যা আপনি ব্রোকার থেকে গ্রহন করে থাকেন।

ফরেক্স মার্কেট এর ক্ষেত্রে, মার্জিন হচ্ছে এই পরিমান ফান্ড যা আপনি নতুন এন্ট্রি গ্রহন করার জন্য ডিপোজিট করে থাকেন।

এটি স্টক ট্রেডিং এর মতন কোনও ডাউন পেমেন্ট এর সুবিধা নয়।

স্টক ট্রেডিং এর মতন, ফরেক্স ট্রেডিং এর জন্য মার্জিন হিসাবে ঋণ করা হয়না।

ফরেক্স ট্রেডিং এর সময়, আসলে কোনও কিছু BUY কিংবা SELL করতে হয় না, এটি আসলে একটি agreement (or contract) যা কোনও কারেন্সি পেয়ারের BUY কিংবা SELL করার এক্সচেঞ্জ হিসাবে কাজ করে থাকে। যার কারনে এখানে ধার কিংবা ঋণ করার কোনও বিশেষ সুযোগ নেই।

এখানে মার্জিন শব্দটি বিভিন্ন অর্থনৈতিক কার্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। তবে স্টক ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে এটির পার্থক্য রয়েছে যার কারনে, ফরেক্স ট্রেডিং করার পূর্বে এই মার্জিন সম্পর্কে বিস্তারিত ধারনা গ্রহন করার প্রয়োজনীয়তা অপরিসীম।

লিভারেজ, মার্জিন এবং এর সাথে সম্পৃক্ত বিষয়গুলো যেকোনো ট্রেডারের জন্য জানা অতিমাত্রায় জরুরী। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের একটি বিশেষায়িত ট্রেনিং কোর্স রয়েছে। অনুগ্রহ করে “মার্জিন ট্রেডিং” ট্রেনিং কোর্সটিতে অংশ নেয়ার অনুরধ থাকছে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 5 of 5 found this article helpful.
Views: 3065
পূর্বের আর্টিকেলSymmetrical Triangle চার্ট প্যাটার্ন
পরবর্তী আর্টিকেলAscending Triangle Chart Pattern
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 কমেন্ট

  1. ১ /আমি কি ২০০$ দিয়ে লিভারেজ সুবিধা নিতে পারি

    ২ / লিভারেজ এর সুবিধা কিভাবে ব্যবহার করে

    • প্রশ্নের জন্য ধন্যবাদ। লিভারেজ ব্যবহার করার সুবিধা মুলত ব্রোকার ভেধে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে আপনি ২০০ ডলার ডিপোজিট করার মাধ্যমে লিভারেজ ব্যবহার করার সুবিধা গ্রহন করতে পারবেন। লিভারেজ হচ্ছে মুলত, কোনও এন্ট্রি পজিশন গ্রহন করার জন্য (Buy/Sell), ব্রোকার কি পরিমাণ এমাউন্ট “মার্জিন” হিসাবে ব্যবহার করবে সেটির রেশিও কে বুঝিয়ে থাকে। যেমন, আপনি বড় আকারের লিভারেজ ব্যবহার করে, বড় লটের এন্ট্রি গ্রহন করলে, ব্রোকার অপেক্ষাকৃত কম পরিমাণ মার্জিন হিসাবে, এমাউন্ট ব্লক করে রাখবে। অনুরধ থাকবে, আর্টিকেলটি পুনরায় ভালো করে পড়ে নিন।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here